প্রযুক্তি ডেস্ক
ঢাকা: বিশ্বজুড়ে ভিডিও গেমসের চাহিদা অনেক। ভিডিও গেমস এখন শুধু ভিডিও গেমসেই সীমাবদ্ধ নেই। ক্রমেই হয়ে উঠছে অতি বাস্তব (হাইপার রিয়েলিস্টিক)। উত্থান ঘটছে নতুন ধাঁচের ভার্চুয়াল আলোকচিত্রী। কিছু ভিডিও গেমসে স্থিরচিত্র ধারণের ফিচার যুক্ত হওয়ায় সেটি আরেক শিল্পে পরিণত হচ্ছে। গেমাররা স্থিরচিত্রে সংরক্ষণ করছেন সৌন্দর্য ও আবেগীয় মুহূর্তগুলো। দ্য লাস্ট অব আস টু, লিজেন্ড অব জেলডা, ব্রেথ অব দ্য ওয়াইল্ড, রেড ডেড রিডেম্পশন টু, অ্যাসাসিন ক্রিড ওডিসি এবং সর্বশেষ রেসিডেন্ট ইভিল ভিলেজের মতো গেমসগুলোতে স্থিরচিত্র ধারণের ফিচার যুক্ত হয়েছে। বিবিসির সৌজন্যে কয়েকটি ভিডিও গেমের কল্পিত বিশ্বের এমন কিছু অসাধারণ দৃশ্য: