হোম > প্রযুক্তি

এক দিনে ২৫ বিলিয়ন ডলার হারালেন ফেসবুক প্রতিষ্ঠাতা জাকারবার্গ

এক দিনে ২৫ বিলিয়ন ডলার বা ২ হাজার ৫০০ কোটি ডলার হারিয়েছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটার আর্থিক প্রতিবেদন প্রকাশের পর গতকাল বৃহস্পতিবার পুঁজিবাজারে কোম্পানিটির শেয়ারের দরপতন হয়। এর ফলে মেটা বিপুল পরিমাণ মূলধন হারায়, যার প্রভাব জাকারবার্গের সম্পদেও পড়েছে।

ব্লুমবার্গের বিলিনিয়র সূচক অনুসারে, টেক জায়ান্ট কোম্পানি মেটায় জাকারবার্গের শেয়ার আছে ১৩ শতাংশ। বুধবার লেনদেন শেষে পুঁজিবাজারে জাকারবার্গের মোট শেয়ারের দাম ছিল ১৭ হাজার ৫০০ কোটি ডলার। তবে গত বৃহস্পতিবার দিনের শুরুর লেনদেনে মেটার শেয়ার দর ১৫ শতাংশ কমে ৪২০ ডলারে নামে। সে হিসাবে জাকারবার্গের মোট শেয়ারের দাম ২ হাজার ৫০০ ডলার কমে ১৫ হাজার ৫০০ ডলারে নামে।
 
এভাবে কমতে থাকলে বিশ্বের শীর্ষ চতুর্থ ধনীর অবস্থান থেকে জাকারবার্গের পতন ঘটতে পারে। বিশ্বের শীর্ষ ধনীর তালিকার চূড়ায় আছেন লুই ভিতোঁর মালিক ও চেয়ারম্যান বার্নার্ড আর্নল্ট। তার পরেই জেফ বেজোস ও ইলন মাস্কের অবস্থান। আর মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস পঞ্চম অবস্থানে আছেন। বিল গেটসের সম্পদের পরিমাণও কমে যাচ্ছে। 

মেটার আর্থিক প্রতিবেদনে প্রথম প্রান্তিকে প্রত্যাশার চেয়ে বেশি প্রবৃদ্ধি দেখানো হলেও দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি কমবে বলে পূর্বাভাস দেওয়া হয়। সেই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে বিনিয়োগের জন্য বড় ব্যয়ের পরিকল্পনার কথা তুলে ধরা হয়। এতে জাকারবার্গের কোম্পানিটির শেয়ার দর কমে যায়। 

একই দিনেই ২ হাজার ৫০০ কোটি ডলারের মূলধন হারানোর ঘটনা খুব কমই দেখা যায়। কারণ এই পরিমাণ সম্পদের মালিকই আছে বিশ্বের মাত্র ৭০ জন ধনী। তবে এর আগে এ বছর জাকারবার্গের মোট সম্পদের সঙ্গে ৪ হাজার ৭০০ কোটি ডলার যুক্ত হয়েছিল। 

কিছুদিন আগে টেসলা গাড়ির ত্রুটি জন্য লোকসানের মুথ দেখে কোম্পানিটি। সেসময় সিইও ইলন মাস্ককেও ছাড়িয়ে গিয়েছিলেন মার্ক জাকারবার্গ। তবে আর্থিক প্রতিবেদন প্রকাশের পর টেসলার শেয়ার মূল্য বৃদ্ধি পাওয়ায় আবার ধনীদের তালিকায় তৃতীয় অবস্থানে ফিরে যান মাস্ক। 

গত বুধবার আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় মেটা বিনিয়োগকারীদের আস্থা অর্জনের চেষ্টা করেন জাকারবার্গ। তবে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বিনিয়োগের সিদ্ধান্তে অটল রয়েছেন বলে জানান। 

জাকারবার্গ বলেন, ‘নতুন পণ্যতে বিনিয়োগ ও তৈরির ক্ষেত্রে আমরা এর আগেও শেয়ারের ক্ষেত্রে অস্থিরতা দেখেছি। মোবাইলের জন্য তৈরি রিলস, স্টোরি ও নিউজ ফিডের মতো নতুন ফিচারের ক্ষেত্রেও আমরা এমন ঘটনা দেখেছি।’ 

মেটা ছাড়াও বিভিন্ন প্রযুক্তি কোম্পানি চাপে মধ্যে রয়েছে। এআই বিষয়ে বিনিয়োগকারীরা দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। এ ছাড়া অন্যান্য সময়ের চেয়ে মুদ্রাস্ফীতি, মন্দা ও সুদের হার বেশি থাকায় বিনিয়োগকারীরা উদ্বিগ্ন থাকতে পারেন। 

বিজনেস ইনসাইডার বলছে, ফেসবুকের বাজারমূল্য ১৮ হাজার কোটি ডলার পর্যন্ত কমতে পারে। তবে অ্যালফাবেট, আমাজন ও মাইক্রোসফটের শেয়ারের দরও কমে গেছে। এই তিনটি কোম্পানি মোট ১৭ হাজার কোটি ডলার বাজারমূল্য হারাতে পারে ও এর মধ্যে মেটাসহ ৩৫ হাজার কোটি ডলার বাজারমূল্য হারানোর সম্ভাবনা রয়েছে।

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের