অনলাইন ডেস্ক
কিছুদিন পরপর সামাজিক যোগাযোগ মাধ্যম তীর্যক ও আকর্ষণীয় মন্তব্য করে আলোচনার কেন্দ্রে থাকেন ইলন মাস্ক। এবার তিনি ঘোষণা দিয়েছেন, টুইটারে পোস্ট দিয়ে ‘অন্যায় আচরণের শিকার’ হওয়া কর্মীরা নিয়োগকর্তার বিরুদ্ধে আইনি লড়াই চালাতে চাইলে পুরো খরচ এক্স বহন করবেন।
গতকাল শনিবার ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে (টুইটার) এক পোস্টে বলেন, ‘টুইটারে কোনো পোস্ট বা কোনো পোস্টে লাইক দেওয়ার কারণে নিয়োগকর্তার অন্যায় আচরণের শিকার হওয়া কেউ মামলা করতে চাইলে, যত আইনি খরচ হবে তার পুরোটা এক্স বহন করবে।’
মাস্ক আরো বলেন, ‘আমরা শুধু মামলা করেই ক্ষান্ত হব না, এই বিষয় নিয়ে শোরগোল তুলব এবং অভিযুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদকেও আদালতে টেনে নিয়ে আসব।’
পরে এই পোস্টের ব্যাখ্যা দিয়ে মাস্ক বলেন, আইনি হুমকি ছাড়া যুক্তরাষ্ট্রে কোনো বিষয়ে পরিবর্তন আসে না।
গত জুলাইয়ে একটি গ্রাফ দেখিয়ে মাস্ক বলেন, মাসিক ব্যবহারকারীর ৫৪ কোটিতে ওঠে এক্স ‘নতুন উচ্চতায়’ পৌঁছেছে। কোম্পানিতে কাঠামোগত পরিবর্তন ও বিজ্ঞাপনের মাধ্যমে আয় বাড়ানোর পদক্ষেপের মধ্যে এ তথ্য এল।
এক্সের নিবার্হী কর্মকর্তাদের দাবি, গত ৫ জুলাই মেটা প্রতিদ্বন্দ্বী হিসেবে থ্রেড চালু করার পর এক্সের ব্যবহার বেড়ে গেছে।
দীর্ঘ ১৭ বছর পর জুলাইয়ে ‘নীল পাখি’ পরিবর্তন করে ‘এক্স’ অক্ষরকে কোম্পানির নতুন লোগো বানানো হয়।