Ajker Patrika
হোম > প্রযুক্তি

নতুন বছরে গুগল ক্রোমের নতুন সংস্করণ, ব্যবহার করতে পারবেন না যারা 

প্রযুক্তি ডেস্ক

নতুন বছরে গুগল ক্রোমের নতুন সংস্করণ, ব্যবহার করতে পারবেন না যারা 

নতুন বছরের শুরুতেই ‘গুগল ক্রোম’ ইন্টারনেট ব্রাউজার ব্যবহারকারীদের জন্য নতুন আপডেট নিয়ে আসছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। তবে নতুন সংস্করণটি অনেক ব্যবহারকারীই পাবেন না। পাশাপাশি আগামী ৭ ফেব্রুয়ারি থেকে উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮/৮.১ চালিত ল্যাপটপগুলোতে গুগল ক্রোমের নতুন আপডেটও পাওয়া যাবে না।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, গুগল জানায়, চলতি মাস থেকেই উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮ / ৮.১ অপারেটিং সিস্টেম চালিত ল্যাপটপগুলোতে ক্রোমের হালনাগাদ সংস্করণ সমর্থন বন্ধ হয়ে যাচ্ছে। যেসব ব্যবহারকারীর কাছে এখনো এই তিন অপারেটিং সিস্টেম চালিত ল্যাপটপ রয়েছে, তাঁরা গুগল ক্রোমের নতুন সংস্করণ ব্যবহার করতে চাইলে উইন্ডোজ আপগ্রেড করে নিতে হবে।

গুগল আরও জানায়, উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮ / ৮.১ অপারেটিং সিস্টেম চালিত ল্যাপটপগুলোতে সর্বশেষ সংস্করণ হিসেবে ‘ক্রোম ১০৯’ সমর্থন করবে। আসন্ন ক্রোম সংস্করণ অর্থাৎ গুগল ক্রোম ১১০-এর জন্য প্রয়োজন হবে উইন্ডোজ ১০ বা ১১ অপারেটিং সিস্টেম।

নতুন ক্রোম আপডেট পেতে হলে ব্যবহারকারীকে নিশ্চিত করতে হবে তাঁর ডিভাইসে উইন্ডোজ ১০ বা পরবর্তী সংস্করণ রয়েছে। তবে উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮ / ৮.১ অপারেটিং সিস্টেমের কম্পিউটার/ল্যাপটপ ব্যবহারকারীরা এখনো তাঁদের ডিভাইসে গুগল ক্রোমের আগের সংস্করণ ব্যবহার করতে পারবেন। অবশ্য নতুন কোনো আপডেট তাঁরা পাবেন না। এ কারণে ক্রোম আপডেট এবং এর সিকিউরিটি আপডেট পেতে ওই ব্যবহারকারীদের উইন্ডোজ আপগ্রেড অথবা নতুন ল্যাপটপ কেনার পরামর্শ দিয়েছে গুগল।

এয়ারপডে ক্যামেরা ও এআই যুক্ত করবে অ্যাপল

এআইয়ের বিকল্প কৃত্রিম মানবমস্তিষ্ক, যুগান্তকারী কম্পিউটার বানালেন বিজ্ঞানীরা

আইফোনে থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের সুযোগ দিতে অ্যাপলকে আলটিমেটাম ব্রাজিলের

টিকটক কেনার বিষয়ে ৪ মার্কিন কোম্পানির সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প

হোয়াটসঅ্যাপের মেসেজ সুরক্ষিত রাখবেন যেভাবে

গ্যালাক্সি এস২৫ এজের দাম ও স্পেসিফিকেশন ফাঁস

নিজস্ব এআই রিজনিং মডেল আনছে মাইক্রোসফট

হোয়াটসঅ্যাপ চ্যানেলে আয়ের সুযোগ, খুলবেন যেভাবে

স্মার্টফোনের কোন স্ক্রিনের জন্য কেমন প্রটেক্টর

এআই বিভাগ খুলছে বিবিসি