Ajker Patrika
হোম > প্রযুক্তি

পেট্রল নেওয়ার মতো দ্রুত চার্জ হবে টেসলার প্রতিদ্বন্দ্বী চীনের বৈদ্যুতিক গাড়ি

অনলাইন ডেস্ক

পেট্রল নেওয়ার মতো দ্রুত চার্জ হবে টেসলার প্রতিদ্বন্দ্বী চীনের বৈদ্যুতিক গাড়ি
ছবি: সংগৃহীত

বিশ্বে প্রথমবারের মতো চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি এমন একটি কমার্শিয়াল ব্যাটারি উন্মোচন করেছে, যা পেট্রল নিতে একটি গাড়ির যতটুকু সময় লাগে, সেইটুকু সময়ের মধ্যেই চার্জ হয়ে যাবে! মাত্র পাঁচ মিনিটের চার্জেই এই ব্যাটারির গাড়ি চলবে ৪০০ কিলোমিটার পথ!

বুধবার যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, বিওয়াইডি-এর নতুন সুপার ই-প্ল্যাটফর্ম ১ হাজার কিলোওয়াট চার্জিং গতি সরবরাহ করে, যা ইলন মাস্কের মালিকানাধীন টেসলার সুপার চার্জারের চেয়ে চার গুণ বেশি।

চীনের শেনজেনে অবস্থিত বিওয়াইডি-এর সদর দপ্তরে একটি লাইভ স্ট্রিম ইভেন্টে কোম্পানিটি জানিয়েছে, নতুন এই প্রযুক্তির ব্যাপক উৎপাদন ভ্রমণের সময় ব্যবহারকারীদের দূরত্ব সংক্রান্ত উদ্বেগ সম্পূর্ণরূপে দূর করবে।

প্রাথমিকভাবে, এই অত্যাধুনিক চার্জিং প্রযুক্তি বিওয়াইডি-এর সর্বশেষ হ্যান-এল এবং ট্যাং-এল মডেলে ব্যবহার করা হবে। আর শুরুর দিকে শুধুমাত্র চীনেই এই গাড়িগুলো চলবে।

সাম্প্রতিক বছরগুলোতে চীনে বৈদ্যুতিক গাড়ির চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশটিতে ২ কোটিরও বেশি ব্যাটারিচালিত গাড়ি রাস্তায় চলাচল করছে।

বিওয়াইডি বর্তমানে চীনের সবচেয়ে জনপ্রিয় বৈদ্যুতিক গাড়ির ব্র্যান্ড। ইউরোপে তুলনামূলকভাবে কম মার্কেট শেয়ার এবং যুক্তরাষ্ট্রে অনুপস্থিত থাকার পরও ২০২৩ সালে এই কোম্পানি টেসলাকে অতিক্রম করে বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক গাড়ি নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তথ্য অনুযায়ী, বৈশ্বিক বৈদ্যুতিক গাড়ি বিক্রির উত্থানের ফলে পেট্রলচালিত গাড়ির চাহিদা হ্রাস পেতে শুরু করেছে। ২০২৩ সালে বিশ্বে যে পরিমাণ নতুন গাড়ি বিক্রি হয়েছে, তার ১৮ শতাংশই ছিল বৈদ্যুতিক গাড়ি।

অন্যদিকে ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে পেট্রলচালিত গাড়ির বিক্রি ৮ কোটি ৩৭ লাখ থেকে ৬ কোটি ২৮ লাখে নেমে এসেছে।

এ অবস্থায় ধারণা করা হচ্ছে, বিওয়াইডি এর সর্বশেষ উদ্ভাবন বৈদ্যুতিক গাড়ির বাজারে আরও চাহিদা তৈরি করবে। তবে এই দ্রুত চার্জিং প্রযুক্তি কার্যকরভাবে ব্যবহার করতে হলে বিশেষায়িত চার্জিং স্টেশনের প্রয়োজন হবে।

বিওয়াইডি-এর প্রতিষ্ঠাতা ওয়াং চুয়ানফু লাইভ স্ট্রিম ইভেন্টে জানিয়েছেন, হ্যান-এল এবং ট্যাং-এল মডেলের গাড়ির দাম প্রায় ৪০ হাজার মার্কিন ডলার থেকে শুরু হবে।

ফেসবুক বন্ধুদের আনফ্রেন্ড বা ব্লক করবেন যেভাবে

অবশেষে ইউরোপে চালু হচ্ছে মেটা এআই

বৃহত্তম সাইবার নিরাপত্তা চুক্তি, ৩২ বিলিয়ন ডলারে উইজ কিনছে গুগল

আইফোনকে টেক্কা দিতে পিক্সেল ৯এ নিয়ে এল গুগল, দাম ও স্পেসিফিকেশন

শ্বেতাঙ্গদের বেশি বেতন দেয় গুগল, ২৮ মিলিয়ন ডলার জরিমানা

হোয়াটসঅ্যাপে নিজের অবতার তৈরি করবেন যেভাবে

এপ্রিলে আসছে স্যামসাংয়ের নতুন ইন্টারফেস, মিলবে যেসব ডিভাইসে

ডিলিট করা হোয়াটসঅ্যাপ মেসেজ ফিরিয়ে আনার কৌশল

টেসলাকে পেছনে ফেলল চীনা বিওয়াইডি, পাঁচ মিনিটের চার্জে চলবে ৪০০ কিমি

নিজস্ব এআই চিপ তৈরির জন্য মিডিয়াটেকের সঙ্গে চুক্তি করবে গুগল