হোম > প্রযুক্তি

দ্রুত চার্জিংয়ের সুবিধা নিয়ে বাজারে এল অপো এ৩এক্স ৫ জি, দাম ও স্পেসিফিকেশন 

অনলাইন ডেস্ক

ভারতের বাজারে এল অপোর নতুন ফোন এ৩এক্স ৫ জি। এতে সুপারভক চার্জিং প্রযুক্তি ও শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে ফলে ফোনটিতে দ্রুত চার্জ হবে। এতে চিপসেট হিসেবে রয়েছে অক্টা–কোর মিডিয়াটেক ডাইমেনসিটি। 

অপো এ৩এক্স ৫জি ফোনে মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স (এমআইএল–এসটিডি–৮১০ এইচ)   সার্টিফিকেশনও রয়েছে। হাত থেকে পরে গেলেও ফোনটি সহজে ভেঙে যাবে না। 

অপো এ৩এক্স ৫জি এর দাম ও রং
অপো এ৩এক্স ৫জি এর ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ইন্টারন্যাল সংস্করণের দাম ১২ হাজার ৪৯৯ রুপি বা প্রায় ১৭ হাজার ৩৬৭ টাকা। 
অপো এ৩এক্স ৫জি এর ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারন্যাল সংস্করণের দাম ১৩ হাজার ৪৯৯ রুপি বা প্রায় ১৮ হাজার ৭৫৭ টাকা। 

স্মার্টফোনটি স্পারর্কল ব্ল্যাক (কালো), স্টারি পার্পল (বেগুনি) ও স্টারলাইট হোয়াইট (সাদা) রঙে পাওয়া যাবে। 

অপো এ৩ এক্স ৫জি এর স্পেসিফিকেশন     
পেছনের ক্যামেরা: ৮ মেগাপিক্সেল 
সেলফি ক্যামেরা: ৫ মেগাপিক্সেল 
নেটওয়ার্ক: ৫জি ও ৪জি এলটিই 
আয়তন: ১৬৫.৭ x ৭৬.০ x ৭.৭ এমএম 
ওজন: ১৮৭ গ্রাম 
ডিসপ্লে: ৬ দশমিক ৬৭ ইঞ্চি এইচডি ‍+ (১.০৬৪ x৭২০ পিক্সেলস) এলসিডি স্ক্রিন। 
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ 
টাচ স্যাম্পলিং রেট: ২৪০ হার্টজ 
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর: সাইড মাউন্টেড (ভলিউম বাটনের নিচে) 
ব্রাইটনেস: ১০০০ নিটস 
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালারওএস ১৪.০. ১ 
চিপসেট: অক্টা কোর মিডিয়াটেক ডাইনমেনসিটি ৬৩০০ 
জিপিইউ: এআরএস মালি–জি ৫৭ 
র‍্যাম: ৪ জিবি এলপিডিডিআর৪ এক্স 
ইন্টারনাল স্টোরেজ: ৬৪ জিবি ও ১২৮ জিবি 
আইপি রেটিং: ৫৪ 
ব্লুটুথ:  ৫.৩ 
ওয়াইফাই: ৫ 
অডিও জ্যাক: ৩ দশমিক ৫ এমএম 
ইউএসবি: টাইপ সি 
ব্যাটারি: ৫,১০০ এমএএইচ
চার্জিং: ৪৫ ওয়াট 
রং: কালো, বেগুনি ও সাদা

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন