অনলাইন ডেস্ক
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তর এবং শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের যৌথ আয়োজনে আগামী ১৮ অক্টোবর জাতীয়ভাবে দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনে ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ প্রতিপাদ্যে শেখ রাসেল দিবস ২০২২ উদযাপন করা হবে। এ উপলক্ষে আয়োজন করা হবে শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২২। এই প্রতিযোগিতায় ৮-১২ বছর (গ্রুপ–ক) এবং ১৩-১৮ বছর (গ্রুপ–খ) বয়সী শিশু-কিশোররা অংশগ্রহণ করতে পারবে।
প্রতিযোগিতায় ২৮ আগস্ট থেকে ২৭ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে নিবন্ধন করা যাবে। ‘ক’ গ্রুপের অনলাইন কুইজ প্রতিযোগিতা ৩০ সেপ্টেম্বর এবং ‘খ’ গ্রুপের ১ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে যেকোনো ১০ মিনিটে অনুষ্ঠিত হবে। প্রতি গ্রুপের পাঁচজন করে দুটি গ্রুপের মোট ১০ জন বিজয়ী পুরস্কার হিসেবে পাবেন উন্নতমানের একটি ল্যাপটপ।
শেখ রাসেলের জন্ম, দুরন্ত শৈশব, শিক্ষাজীবন, স্বপ্ন, ভ্রমণ, পছন্দ, খেলাধুলা, তাঁর ওপর রচিত গ্রন্থ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো মুহূর্তসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় থেকে কুইজের প্রশ্ন নির্ধারণ করা হবে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের উদ্যোগে শেখ রাসেল জাতীয় অনলাইন কুইজ প্রতিযোগিতাটি যৌথভাবে আয়োজন করছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তর এবং এটুআই প্রোগ্রাম। কুইজ প্রতিযোগিতার বিস্তারিত জানতে ভিজিট করুন এখানে।