হোম > প্রযুক্তি

ট্রাম্পের শপথে প্রযুক্তি জায়ান্টরা

ফিচার ডেস্ক

গত বুধবার ট্রাম্প মিডিয়া এবং প্রযুক্তি গ্রুপের শেয়ারগুলোর দর বেড়ে যায়। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান বলে কথা। শোবিজ থেকে প্রযুক্তি দুনিয়ার গুরুত্বপূর্ণ মানুষেরা সেখানে উপস্থিত থাকবেন, সেটাই স্বাভাবিক।

২০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান। এতে যোগ দেবেন প্রযুক্তি জগতের শীর্ষ ব্যক্তিরা। এতে বোঝা যাচ্ছে, প্রযুক্তি ইন্ডাস্ট্রি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চাইছে।

অনুষ্ঠানে অংশ নেবেন মেটার সিইও মার্ক জাকারবার্গ, ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান, উবারের সিইও দারা খোসরোশাহীসহ প্রযুক্তি দুনিয়ার অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। এসব ব্যক্তি যে শুধু অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, তা-ই নয়। অনুষ্ঠানটির জন্য নিজেদের প্রতিষ্ঠান থেকে তাঁরা বিশেষ তহবিলে দান করেছেন কাঁড়ি কাঁড়ি ডলার।

মেটা ও আমাজন প্রত্যেকেই এই তহবিলে ১০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে। ওপেনএআইয়ের সিইও ব্যক্তিগতভাবে ১০ লাখ ডলার দিয়েছেন।

গত নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প বিজয়ী হন। নির্বাচনী ফলাফলের পর প্রযুক্তি খাতের বেশ কয়েকজন উদ্যোক্তা ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন। বিশেষ করে মেটার সিইও মার্ক জাকারবার্গ দুবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন এবং এই বৈঠকগুলো প্রযুক্তিনীতিতে কিছু পরিবর্তনও আনতে সহায়ক হয়েছে।

একইভাবে গুগলের সিইও সুন্দর পিচাই, অ্যাপলের সিইও টিম কুক এবং আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসও ট্রাম্পের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছেন। তবে তাঁরা অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না, সে ব্যাপারে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ হবে, তবু ‘বিক্রি নয়’

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

স্মার্টফোনে বিশেষ ছাড় দিয়েও চীনে শীর্ষস্থান হারাল অ্যাপল

কর্মদক্ষতার বিচারে ৩৬০০ কর্মী ছাঁটাই করছে মেটা

সেকশন