Ajker Patrika
হোম > প্রযুক্তি

তিন চাকার বৈদ্যুতিক সাইকেল

প্রযুক্তি ডেস্ক

তিন চাকার বৈদ্যুতিক সাইকেল

একটি জনপ্রিয় গান আছে এ দেশে, ‘হাওয়ার ওপর চলে গাড়ি/ লাগে না পেট্রোল ডিজেল/ মানুষ একটা দুই চাকার সাইকেল?।’ এই গান ও সাইকেলের রূপ বদলে দিয়ে ইউরোপ, আমেরিকা ও এশিয়ার অনেক দেশে চলছে বৈদ্যুতিক সাইকেল ভাইরিবাস ট্রাইক। ভারসাম্য রক্ষার দক্ষতার অভাবে যাঁরা সাইকেল চালাতে পারেননি, তাঁদের জন্য সুখবর হলো, বৈদ্যুতিক এ সাইকেল চালানো বেশ সহজ। কারণ, এই সাইকেল চলবে তিন চাকায়।

ভাইরিবাস ট্রাইক সাইকেলে রয়েছে ৩৫ভি ১০এএইচ ব্যাটারি। এটি পুরো চার্জ হতে সময় নেবে ৪ থেকে ৬ ঘণ্টা। সামনের চাকায় রয়েছে ২৫০ ওয়াট মোটর। এর হাব মোটরের সর্বোচ্চ আউটপুট ৫০০ ওয়াট। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, একবার পুরো চার্জে টানা ৩০ কিলোমিটার চালানো যাবে এই তিন চাকার সাইকেল। ঘণ্টায় ১৫ কিলোমিটার চলতে পারে মাত্র ৩২ কেজি ওজনের এই সাইকেল। এটি ২৪ ও ২৬ ইঞ্চি–এই দুই আকারে পাওয়া যায়। ভাইরিবাস ট্রাইক সাইকেল শহুরে যাতায়াতের জন্য উপযোগী। তবে এর আছে মালামাল বহন করার অতিরিক্ত সুবিধা। আরাম করে পা রাখার জন্য রয়েছে থাম্ব থ্রটেল। সাইকেলটির সঙ্গে আছে সাড়ে ৩ ইঞ্চির ডিসপ্লে।

মোটরসাইকেল ও স্কুটারের মতো এর সামনেও রয়েছে এলইডি হেডলাইট। তিন চাকার এই বৈদ্যুতিক সাইকেল ছয়টি রঙে পাওয়া যাবে। এরই মধ্যে এটি ইউরোপ ও আমেরিকার একাধিক দেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ভারত বা বাংলাদেশ থেকে চাইলে বিভিন্ন ই-কমার্স সাইটে অর্ডার করে কেনা যাবে সাইকেলটি। আন্তর্জাতিক বাজারে এর দাম ৮৯৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৯ হাজার টাকা।

সূত্র: গিজমোচায়না, ওমেন্স ওয়ার্ল্ড

চিকিৎসকের সহকারী হবে মাইক্রোসফটের ড্রাগন কো-পাইলট

টিকটক কিনতে আগ্রহীদের তালিকায় যুক্ত হলেন রেডিটের সহপ্রতিষ্ঠাতা

দেশজুড়ে ওপেনসোর্স চিপের ব্যবহার বাড়াতে নীতিমালা করছে চীন

চলতি সপ্তাহেই আসছে অ্যাপলের নতুন ম্যাকবুক এয়ার, থাকবে এম৪ চিপ

ইন্টেলের প্রযুক্তিতে চিপ উৎপাদন করবে এনভিডিয়া–ব্রডকম, সক্ষমতা যাচাই চলছে

নান্দনিকতা ও সৌন্দর্যের মিশেলে বাজারে আসছে ‘অপো এ ফাইভ প্রো’

একাধিক ফোনে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার উপায়

বিশ্বের দামি ১০ মোবাইল ফোন

স্কাইপ থেকে মাইক্রোসফট টিমস

ধর্মীয় চর্চায় এআইয়ের ব্যবহার