অনলাইন ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রতিষ্ঠান ওপেনএআইকে লাভজনক কর্পোরেশনে রূপান্তরিত হতে বাধা দেওয়ার জন্য আদালতে নিষেধাজ্ঞা জারির আবেদন করেছেন ইলন মাস্ক। গত শুক্রবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নর্দার্ন ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়া জেলা আদালতে এই আবেদন দাখিল করেছেন তিনি।
টেকক্রাঞ্চের প্রতিবেদনের অনুযায়ী, এই আবেদনে স্যাম অল্টম্যান, গ্রেগ ব্রকম্যান, ওপেনএআই বোর্ড সদস্য এবং শেয়ারহোল্ডার মাইক্রোসফটকে বিরুদ্ধে অভিযুক্ত তুলছেন তিনি। অভিযোগে বলা বলা হয়, তারা ‘মাস্কের দানশীল অবদানগুলোর শর্ত লঙ্ঘন করেছে’ এবং ওপেনএআই যখন লাভজনক প্রতিষ্ঠান হওয়ার জন্য পরিবর্তন করতে চাচ্ছে, তখন তারা প্রতিযোগিতা-বিরোধী আচরণ করছে।
আদালতের নথিতে বলা হয়েছে, ওপেনএআই–এর অলাভজনক থেকে লাভজনক বিশাল প্রতিষ্ঠানে রূপান্তরের পথটি সম্পূর্ণভাবে প্রতিযোগিতা বিরোধী অনুশীলনে পূর্ণ। এটি মাস্কের দানশীল উদ্যোগের স্পষ্ট লঙ্ঘন এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের নিজস্ব লাভ বা স্বার্থ সাধনের জন্য এই কাজটি করছে।
ইলন মাস্ক ওপেনএআই-এর একজন প্রাথমিক বিনিয়োগকারী এবং বোর্ড সদস্য ছিলেন। তবে ২০১৮ সালে কোম্পানির সঙ্গে তার সম্পর্ক ছিন্ন করেন। পরে তিনি অভিযোগ করেন যে, স্যাম অল্টম্যান এবং গ্রেগ ব্রকম্যান তাদের চুক্তি ভঙ্গ করেছেন। চুক্তিতে ওপেনএআই-কে একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে রাখার কথা ছিল এবং ওপেন সোর্স এআই প্রযুক্তি মানবসেবায় নিয়োজিত করার কথা ছিল।
এই চুক্তি লঙ্ঘনের জন্য গত বছর একটি মামলা দায়ের করেন মাস্ক। তবে পরবর্তীতে সেই মামলা প্রত্যাহার করেন এবং একই অভিযোগের ভিত্তিতে ‘আরও শক্তিশালী’ একটি মামলা দাখিল করেন।
ওপেনএআই-এর দানশীল চরিত্র যা এখনো বেঁচে আছে, তা রক্ষা করার জন্য, আত্ম-সেবামূলক আচরণ থেকে মুক্ত রাখার জন্য ইলন মাস্ক আদালতকে একটি নিষেধাজ্ঞা দেওয়ার অনুরোধ করেছেন।
মাস্কের নিষেধাজ্ঞা আবেদন ওপেনএআই-এর বিরুদ্ধে এমন আচরণের অভিযোগ তুলেছে, যা কোম্পানির অলাভজনক প্রতিষ্ঠান থেকে লাভজনক করপোরেশনে রূপান্তর বন্ধ করার জন্য উপযুক্ত। অভিযোগগুলো মধ্যে রয়েছে—বিনিয়োগকারীদের সঙ্গে একটি চুক্তি করেছে ওপেনএআই, যাতে তারা মাস্কের এক্সএআই এর মতো প্রতিযোগীদের তহবিল না দেয়, ওপেনএআই এবং মাইক্রোসফট ‘বিশেষ ব্যবস্থা’ তৈরি করে যা একত্রে জেনারেটিভ এআই পণ্যের বাজারে আধিপত্য প্রতিষ্ঠা করতে সাহায্য করে। সেই সঙ্গে স্যাম অল্টম্যান ওপেনএআই-এর মাধ্যমে এমন কিছু চুক্তি করেছেন, যেখানে তার নিজস্ব আর্থিক লাভের বিষয় রয়েছে। এসব চুক্তি স্ট্রাইপ, রেইন এআই, হেলিওন এনার্জি এবং রেডিট-এর মতো কোম্পানির সঙ্গে হয়েছে।
এই বিষয়ে ওপেনএআই-এর এক মুখপাত্র বলেন, চতুর্থবারের মতো এই ধরনের অভিযোগ তুলেছেন ইলন মাস্ক। আগেরগুলো এবারও একই ভিত্তিহীন অভিযোগ তুলেছেন।
তথ্যসূত্র: ম্যাশাবল