Ajker Patrika
হোম > প্রযুক্তি

গুগল চ্যাটে এল নতুন নেভিগেশন বার 

অনলাইন ডেস্ক

গুগল চ্যাটে এল নতুন নেভিগেশন বার 

অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের জন্য নতুন নেভিগেশন বার নিয়ে এল গুগল চ্যাট। এতে চারটি নতুন ট্যাব যুক্ত করা হয়েছে। এগুলো গুগল চ্যাটের ওয়েব ভার্সনের সঙ্গে সংগতিপূর্ণ। 

গুগল চ্যাটের নতুন নেভিগেশন বারের চারটি ট্যাব হলো হোম, ডাইরেক্ট মেসেজ, স্পেস ও মেনশনস। এর আগে শুধু চ্যাট ও স্পেস দুটি ট্যাব ছিল। 

হোম ট্যাব: এই ট্যাবে সব ধরনের মেসেজ একত্রে দেখা যাবে। ফিল্টারের মাধ্যমে আন রিড মেসেজগুলো চিহ্নিত করা যাবে। 

ডাইরেক্ট মেসেজ: গ্রুপ মেসেজসহ সাধারণ মেসেজগুলোর তালিকা এতে দেখা যাবে। পিন করা মেসেজগুলো তালিকার শীর্ষে দেখা যাবে। 

স্পেস: ব্যবহারকারীরা যেসব স্পেসের সঙ্গে যুক্ত, তার তালিকা দেখতে পারবে। গুগল চ্যাটের স্পেস অপশনটি হলো একধরনের কমিউনিটি গ্রুপ, যেখানে সবাই ফাইল, লিংক ইত্যাদি শেয়ার করে। 

মেনশনস: যেসব চ্যাট বা স্পেসে ব্যবহারকারীকে মেনশন করা হয়েছে, তা এই ট্যাব থেকে দেখা যাবে। 

গুগল স্মার্টফোনের জিমেইল অ্যাপে গত বৃহস্পতিবার নতুন আপডেট এনেছে গুগল। এখন ইমেইল ও মিটের চ্যাটের জন্য একটি ট্যাব থাকবে। এর আগে অ্যাপটিতে দুটি ট্যাব ছিল। 

নতুন চারটি ট্যাব নিচের বারের ওপরে ভাসমান বা ফ্লোটিং অবস্থায় থাকবে। 

এই আপডেট সকল গুগল ওয়ার্ক স্পেস গ্রাহকদের ব্যক্তিগত অ্যাকাউন্টে ব্যবহারের জন্য এই সপ্তাহে ছাড়া হবে। 

চ্যাটের নেভিগেশন বারের এই ফ্লোটিং ফিচার আপডেট গুগল মেসেজের মতো হবে। 

সম্প্রতি ডকুমেন্টকে ভার্চুয়ালি আরও ভালোভাবে গুছিয়ে রাখতে ড্রাইভে স্ক্যানিং ফিচারে নতুন দুই আপডেট এনেছে টেক জায়ান্ট গুগল। নতুন এ দুটি সুবিধার মাধ্যমে ট্রেনের টিকিট, বিভিন্ন রসিদসহ বিভিন্ন ডকুমেন্ট স্ক্যান করে গুগল ড্রাইভে আপলোড করা আরও সহজ হবে। গুগল স্ক্যানারের সঙ্গে ‘ইমেজ ভিউফাইন্ডার’ ফিচার ও ‘অটো ক্যাপচার’ ক্যামেরা মোড যুক্ত করেছে গুগল। ছবির বিষয়বস্তু ক্যামেরার ফ্রেমের মধ্যে আনলেই অটো ক্যাপচার সঙ্গে সঙ্গেই সেটির ছবি তুলে ফেলবে। তাই তাড়াহুড়ার মধ্যেও গুগল ড্রাইভ ব্যবহার করা আরও সহজ হবে। শেয়ার, এডিট বা সর্বশেষ ব্যবহার করা ফাইলগুলো ড্রাইভের প্রথম দিকে দেখা যাবে। এই আপডেটের মাধ্যমে নোটিফিকেশন মেনু পরিবর্তন করে ‘অ্যাকটিভিটি মেনু’ নিয়ে আসা হয়েছে। এর ফলে সব কটি ফাইল একই জায়গায় থাকবে। 

তথ্যসূত্র: নাইনটুভাইভগুগল

লাইভ লোকেশন শেয়ারসহ নতুন ৪ ফিচার আসছে অ্যান্ড্রয়েডে

সেমিকন্ডাক্টর শিল্পে ৫২ দশমিক ৭ বিলিয়ন ডলারের ভর্তুকি আইন বাতিল চান ট্রাম্প

নতুন চিপের আইপ্যাড এয়ার ও ম্যাজিক কিবোর্ড নিয়ে এল অ্যাপল

হোয়াটসঅ্যাপে রেজল্যুশন ঠিক রেখে ছবি ও ভিডিও পাঠানোর উপায়

বাংলাদেশ স্যাটেলাইটের সম্প্রচার ৭ দিন ব্যাহত হতে পারে

চিকিৎসকের সহকারী হবে মাইক্রোসফটের ড্রাগন কো-পাইলট

টিকটক কিনতে আগ্রহীদের তালিকায় যুক্ত হলেন রেডিটের সহপ্রতিষ্ঠাতা

দেশজুড়ে ওপেনসোর্স চিপের ব্যবহার বাড়াতে নীতিমালা করছে চীন

চলতি সপ্তাহেই আসছে অ্যাপলের নতুন ম্যাকবুক এয়ার, থাকবে এম৪ চিপ

ইন্টেলের প্রযুক্তিতে চিপ উৎপাদন করবে এনভিডিয়া–ব্রডকম, সক্ষমতা যাচাই চলছে