হোম > প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে লক করা চ্যাট থ্রেডস এখন লুকানোও যাবে 

অনলাইন ডেস্ক

পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে চ্যাট থ্রেডস লক করার সুবিধার পর এসব থ্রেডস লুকানোর ফিচার আনল হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ বেটার ভি২.২৩. ২২.৯ অ্যান্ড্রয়েড ভার্সনে ফিচারটি দেখা গেছে। শিগগিরই এটি সবাই ব্যবহার করতে পারবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশ এসব তথ্য দিয়েছে।

চ্যাট ট্যাবের সার্চ বারে গোপন কোড টাইপ করলে চ্যাট লক ফিচারের মাধ্যমে লুকানো চ্যাট থ্রেডসগুলো গ্রাহকেরা দেখতে পারবেন। সেটিংস থেকে এই ফিচার চালু করতে হবে। চ্যাট লক সেটিংসে একটি টগল বাটন রয়েছে। টগল বাটনের মাধ্যমে ফিচারটি চালু বা বন্ধ করা যাবে। অন্য কেউ হুট করে দেখে ফেললেও এখন বোঝার উপায় থাকবে না যে, কোনো চ্যাট লুকানো হয়েছে।

আইমেসেজ, ফেসবুক মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, সিগন্যাল ও টেলিগ্রামের সঙ্গে প্রতিযোগিতা করছে হোয়াটসঅ্যাপ। টেলিগ্রাম ছাড়া ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপের মধ্যে হোয়াটসঅ্যাপেরই ফিচার সবচেয়ে বেশি। তবে প্রাইভেসি (গোপনীয়তা) ও নিরাপত্তার দিকে বেশি গুরুত্ব দেয় হোয়াটসঅ্যাপ। চ্যাট ও গ্রুপ চ্যাটে এন্ড টু এন্ড এনক্রিপশনের সুবিধা দেয় এই প্ল্যাটফর্ম।

প্ল্যাটফর্মটিতে কয়েক বছর ধরে বিভিন্ন ফিচার যুক্ত করছে হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি মেটা। সম্প্রতি মেটা-এআইও যুক্ত করা হয়েছে। ফেসবুক মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে জেনারেটিভ এআইভিত্তিক স্টিকার তৈরির সুবিধাও দিচ্ছে মেটা।

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন