নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জস্ব কারখানায় তৈরি দারুণ সব ফিচারসহ নতুন একটি স্মার্টফোন বাজারে এনেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সাশ্রয়ী মূল্যের ফোনটির মডেল প্রিমো আর১০। প্রথমবারের মতো এই ফোনে ৪ জিবি ভার্চুয়াল র্যাম যোগ করেছে প্রতিষ্ঠানটি। এইচডি প্লাস রেজল্যুশনের বিশাল ডিসপ্লের ফোনটিতে আরও রয়েছে ৪ জিবি ফিজিক্যাল র্যাম, পর্যাপ্ত স্টোরেজ ও শক্তিশালী ব্যাটারি, এআই ট্রিপল ক্যামেরাসহ আকর্ষণীয় সব ফিচার।
ওয়ালটন মোবাইলের মার্কেটিং ইনচার্জ হাবিবুর রহমান তুহিন জানান, বটল গ্রিন, ফোর্ড ব্লু এবং মিডনাইট গ্রিন—তিনটি আকর্ষণীয় রঙে ফোনটি বাজারে এসেছে।ভ্যাট ছাড়া প্রিমো আর১০ মডেলের ফোনটির মূল্য ১২ হাজার ৯৯০ টাকা।
ওয়ালটন মোবাইলের মার্কেটিং কো-অর্ডিনেটর রুবায়েত রহমান চৌধুরী জানান, প্রথমবারের মতো ওয়ালটনের এই ফোনে মেমোরি ফিউশন টেকনোলজি ব্যবহৃত হয়েছে। এতে ৪ জিবি পর্যন্ত ইন্টারনাল ফ্রি স্টোরেজ, ভার্চুয়াল র্যাম হিসেবে ব্যবহার করা যাবে। এর সঙ্গে ৪ গিগাবাইট এলপিডিডিআর৪এক্স ফিজিক্যাল র্যাম থাকায় গ্রাহক ফোনটিতে ৮ জিবি পর্যন্ত র্যাম পাবেন। ফলে এই ফোনের কার্যক্ষমতা ও গতি হবে অনেক বেশি।
বিভিন্ন অ্যাপস ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং এবং দ্রুত ভিডিও লোড ও ল্যাগ-ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধা মিলবে। ফোনটিতে ১ দশমিক ৮ গিগাহার্টজ গতির ইউনিসক টাইগার টি৬১০ অক্টাকোর প্রসেসর ব্যবহৃত হয়েছে। যার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ১২ ন্যানোমিটার ফিনফেট টেকনোলজি। সঙ্গে রয়েছে মালি-জি৫২ গ্রাফিকস। ফোনটির অভ্যন্তরীণ মেমোরি ৬৪ গিগাবাইট; যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
নতুন এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৬ দশমিক ৫২৮ ইঞ্চির এইচডি প্লাস ভি-নচ ডিসপ্লে। ২০ অনুপাত ৯ আসপেক্ট রেশিওর পর্দার রেজল্যুশন ১৬০০ বাই ৭২০ পিক্সেল। ফলে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার এবং ভিডিও দেখা, গেম খেলা, বই পড়া বা ইন্টারনেট ব্রাউজিংয়ে অনন্য অভিজ্ঞতা পাবেন গ্রাহক। আইপিএস ইনসেল প্রযুক্তির স্মার্টফোনটিতে রয়েছে ধুলা ও আঁচড়রোধী ২ দশমিক ৫ডি কার্ভড গ্লাস।
ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত এফ২.২ অ্যাপারচারসমৃদ্ধ পিডিএএফ প্রযুক্তির অটোফোকাস এআই ট্রিপল ক্যামেরা। এর প্রধান সেন্সরটি ৫পি লেন্সসমৃদ্ধ ১৩ মেগাপিক্সেলের। সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো এবং আরেকটি ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। আকর্ষণীয় সেলফির জন্য সামনে রয়েছে এফ২.০ অ্যাপারচারসমৃদ্ধ ৮ মেগাপিক্সেল ক্যামেরা। উভয় ক্যামেরায় ফুল এইচডি ভিডিও ধারণ করা যাবে।
ফোনটির কানেকটিভিটি হিসেবে আছে ডুয়েল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৫, ওয়্যারলেস ডিসপ্লে, ল্যান হটস্পট, অ্যান্ড্রয়েড অটো, ওটিএ এবং ওটিজি। সেন্সর হিসেবে রয়েছে প্রক্সিমিটি, লাইট (ব্রাইটনেস), গ্রাভিটি (থ্রিডি), জিপিএস, এ-জিপিএস নেভিগেশন ইত্যাদি।
পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসটিতে রয়েছে ৪৮৫০ এমএএইচ হাই-ক্যাপাসিটি লি-পলিমার ব্যাটারি। ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ফেইস আনলক, মাল্টিফাংশনাল সাইড মাউন্টেড ফিংগার প্রিন্ট সেন্সর, টাইপ-সি চার্জিং পোর্ট, ডুয়েল ফোরজি সিম, স্মার্ট কি, স্মার্ট কন্ট্রোল, ডার্ক মুড, জেসচার নেভিগেশন, লং স্ক্রিনশট, স্ক্রিন রেকর্ডার, থিম ম্যানেজার, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, ফুল এইচডি ভিডিও প্লে-ব্যাক ইত্যাদি।
ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিজস্ব কারখানায় তৈরি এই স্মার্টফোনে ৩০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধাসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন গ্রাহক।