Ajker Patrika
হোম > প্রযুক্তি

গুগলের এআই সার্চ এখনো পিজ্জায় আঠা লাগানোর পরামর্শ দিচ্ছে

অনলাইন ডেস্ক

গুগলের এআই সার্চ এখনো পিজ্জায় আঠা লাগানোর পরামর্শ দিচ্ছে

সার্চ ইঞ্জিনে পরীক্ষামূলকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার ফিচার ‘এআই ওভারভিউ’ যুক্ত করেছে গুগল। এর মাধ্যমে সহজে নির্দিষ্ট বিষয়ের তথ্য অনুসন্ধানের পাশাপাশি নানা ওয়েবসাইটে থাকা তথ্যের সারসংক্ষেপ জানা যায়। গত মাসে ফিচারটি চালুর পর উল্টাপাল্টা ও ভুল উত্তরের কারণে ইন্টারনেটে ব্যাপক আলোড়ন উঠে। এর মধ্যে অন্যতম ছিল- আঠা দিয়ে পিজ্জার ওপরে টপিং (পনিরসহ নানা উপাদান) আটকানোর পরামর্শ। সমালোচনার এত দিন পরও এ সমস্যার সমাধান হয়নি। এখনো পিজ্জায় আঠা লাগানোর পরামর্শ দিচ্ছে গুগল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। 

ইন্টারনেটের ব্যাপক সমালোচনার সময় কেটি নোটোপোলোস নামে ইন্টারনেট ব্যক্তিত্ব সত্যিই আঠা লাগিয়ে পিৎজা খান। তাকে নিয়ে বিজনেস ইনসাইডারের ওয়েবসাইটে প্রতিবেদন ছাপা হয়। ‘পিজ্জায় কতটুকু আঠা লাগিয়ে খাওয়া উচিত’ এমন প্রশ্ন করা হলে গুগলের এআই সার্চ প্রতিবেদনটির লিংক দেয় ও প্রতিবেদন থেকে উত্তর তৈরি করে। উত্তরে এআই বলে এক কাপের এক– অষ্টমাংশ বা ২ টেবিল চামচ আঠা পিজ্জায় ব্যবহার করতে হবে। বিষয়টি নিয়ে ভার্জে একটি স্ক্রিনশটও প্রকাশ করা হয়েছে। 

ভার্জের প্রতিবেদক বলছে, যতবারই গুগলের এআইকে ভুল ধরিয়ে দেওয়া হচ্ছে, ততই আরো ভুল হচ্ছে। অর্থাৎ এআই বুঝতে পারে না কোনটি সঠিক বা বেঠিক। এ জন্য ইন্টারনেট থেকে কোনো তথ্য পেলেই তা তুলে ধরে। সেটি অপ্রাসঙ্গিক বা ভুল হতে পারে। 

তবে এই ধরনের সমস্যা অন্য এআইভিত্তিক সার্চে দেখা যায়নি। একই প্রশ্ন পারপ্লেক্সিটি এআইকে জিজ্ঞাসা করে ভার্জ প্রতিবেদক। তবে উত্তরে এআই মডেলটি বলে, আমি দৃঢ়ভাবে পিজ্জাতে কোনো আঠা লাগানোর বিরুদ্ধে পরামর্শ দেব। আঠা ভোজ্য উপাদান নয় এবং এটি খাওয়া আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।’ এরপর এটি ব্যাখ্যা করে কীভাবে ‘পিৎজার ওপর আঠালো’ মিমের উদ্ভব হয়েছে। চ্যাটজিপিটিও পিজ্জায় আঠা দিয়ে খাওয়ার বিপক্ষে উত্তর দেয়। 

গুগলের এআই নিজের পণ্য নিয়েও কোনো তথ্য দিতে পারে না। তবে গুগল ইনকগনিটো মোডে কীভাবে স্ক্রিনশটে নেওয়া যায় এমন প্রশ্নের উত্তরেও সঠিক উত্তর দিতে পারেনি এই ফিচার। একবার গুগলের সাধারণ ট্যাবের স্ক্রিনশট নেওয়া প্রক্রিয়া বর্ণনা করে এআই। আরেকবার ইনকগনিটো মোডে কীভাবে স্ক্রিনশটে নেওয়া যায় না বলে জানায় এই ফিচার। ২১ জুন, ২০২৩ সালের পর্যন্ত ইনকগনিটো মোডে স্ক্রিনশট নেওয়া যেতে না। তবে এর পরে অ্যান্ড্রয়েড ১৩ ও এর পরের সংস্করণগুলো ডিভাইস থেকে স্ক্রিনশট নেওয়া যায়।

নিজস্ব এআই রিজনিং মডেল আনছে মাইক্রোসফট

হোয়াটসঅ্যাপ চ্যানেলে আয়ের সুযোগ, খুলবেন যেভাবে

স্মার্টফোনের কোন স্ক্রিনের জন্য কেমন প্রটেক্টর

এআই বিভাগ খুলছে বিবিসি

হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকগ্রাউন্ড ও টেক্সট কালার পরিবর্তন করবেন যেভাবে

হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্টোরির ব্যাকআপ রাখার উপায়

সবচেয়ে নির্ভুল ঘড়ি বাজারে আনল জাপান, দাম ৩৩ লাখ ডলার

জটিল প্রশ্নের উত্তর দেবে গুগল সার্চের নতুন ‘এআই মোড’

যে কারণে ওপেনএআইয়ের সঙ্গে ৫ বছরের চুক্তি করল অক্সফোর্ড

ডিপফেক ও ভুয়া ক্রিপ্টোর মাধ্যমে প্রতারণা, ৬ হাজার মানুষের ৩৫ মিলিয়ন ডলার চুরি