হোম > প্রযুক্তি

স্ন্যাপচ্যাটের মাই এআই নিরাপদ করতে

আবির আহসান রুদ্র

লোকেশন ডেটা ব্যবহার করে স্ন্যাপচ্যাটের মাই এআই নিয়ে এসেছে নতুনত্ব। মোবাইল ফোনের গোপনীয়তা বজায় রেখে এই ফিচার ব্যবহারের বেশ কিছু নিয়ম আছে।

লোকেশন শেয়ারিং
গোপনীয়তা রক্ষা স্ন্যাপচ্যাটের মূলমন্ত্র। প্ল্যাটফর্মটি গ্রাহকের তথ্য কীভাবে ব্যবহার করছে, সে বিষয়ে সব সময় স্বচ্ছতা রাখে। স্ন্যাপচ্যাটে সাধারণত নির্দিষ্ট লোকেশন শেয়ারিং বন্ধ থাকে। তবে স্পষ্টভাবে সম্মতি দেওয়া হলে স্ন্যাপচ্যাট লোকেশন ট্র্যাক করতে পারে। এতে লেন্স, সার্চ ও বিজ্ঞাপনের মতো ফিচারগুলো ভালোভাবে কাজ করতে পারে।

স্ন্যাপ ম্যাপের মাধ্যমে অন্যদের থেকে গোপন করে নির্দিষ্ট বন্ধুর সঙ্গে লোকেশন শেয়ার করার সুযোগ থাকছে। যারা সব সময় আপনার গতিবিধি ও অবস্থান সম্পর্কে অতি উৎসাহী, তাদের নিয়ন্ত্রণে এই ফিচার বেশ কাজে আসবে।

মাই এআই যেভাবে লোকেশনের তথ্য ব্যবহার করে
স্ন্যাপচ্যাট জানিয়েছে, মাই এআই নতুন কোনো লোকেশন ডেটা সংগ্রহ করে না। গোপনীয়তার নিয়ম মেনে অ্যাপের সঙ্গে শেয়ার করা তথ্যগুলোর ওপর নির্ভর করে স্ন্যাপচ্যাট। প্রথমবার মাই এআই ব্যবহারের সময় একটি নোটিশ পাবেন গ্রাহকেরা। তাতে তথ্য ব্যবহার করে সেবা উন্নত করার বিষয়ে জানিয়ে দেওয়া হবে।

আপনি যদি স্ন্যাপচ্যাটের সঙ্গে লোকেশন শেয়ারে সম্মতি দেন, তাহলে মাই এআই অবস্থান অনুযায়ী বিভিন্ন ধরনের পরামর্শ দেবে। যেমন পার্শ্ববর্তী কোনো চায়নিজ রেস্তোরাঁ সম্পর্কে খোঁজ করলে আপনি যে জায়গায় আছেন, তার আশপাশের রেস্তোরাঁগুলো পরামর্শ হিসেবে চলে আসবে। 

যেভাবে বন্ধ করবেন
স্ন্যাপচ্যাটের সঙ্গে লোকেশন শেয়ার কিংবা মাই এআইতে অবস্থান সম্পর্কে প্রশ্ন করা হলে, এটি শুধু মোবাইল ফোনের সাধারণ অবস্থানের তথ্যই নেবে। অ্যান্ড্রয়েড ও আইফোনে শেয়ার বন্ধ করতে কয়েকটি নিয়ম অনুসরণ করতে হবে।

অ্যান্ড্রয়েড
দীর্ঘ সময় ধরে স্ন্যাপচ্যাটের অ্যাপ আইকনে চাপ দিয়ে রাখুন। এরপর অ্যাপ ইনফোতে ক্লিক করে পারমিশন অপশনে যেতে হবে। সেখান থেকে লোকেশনের ‘ডিনাই লোকেশন’ পারমিশনে ক্লিক করলেই সব কাজ শেষ।

আইফোন
আইফোন সেটিংসের নিচের দিক থেকে প্রাইভেসি ও সিকিউরিটি অপশন বেছে নিন। লোকেশন সার্ভিস থেকে স্ন্যাপচ্যাট খুঁজে ‘অ্যালাউ লোকেশন এক্সেস’ নেভার 
করে নিতে হবে।

মাই এআইয়ের মাধ্যমে তথ্য মুছে ফেলা
মাই এআই থেকে লোকেশনের তথ্য একেবারে মুছে ফেলতে–

  • ওপরের প্রক্রিয়ায় লোকেশন শেয়ারিং বন্ধ রাখুন।
  • যেকোনো ধরনের ভুল বা অসামঞ্জস্যতা রুখতে স্ন্যাপচ্যাটের সাপোর্ট টিমের কাছে অভিযোগ করুন।

এই ধাপগুলো অনুসরণ করে লোকেশন ডেটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ গ্রাহকের কাছেই রাখা সম্ভব। এতে স্ন্যাপচ্যাটের মাই এআই ব্যবহার আরও নিরাপদ ও উপভোগ্য হয়ে উঠবে। 

সূত্র: গ্যাজেটস নাউ

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন