Ajker Patrika
হোম > প্রযুক্তি

চীনের কর্মীদের অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে মাইক্রোসফট 

অনলাইন ডেস্ক

চীনের কর্মীদের অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে মাইক্রোসফট 

নিরাপত্তা স্বার্থে চীনের কর্মীদের অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে মাইক্রোসফট। এর পরিবর্তে কর্মীদের আইফোন ব্যবহারের নির্দেশ দিয়েছে কোম্পানিটি। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যাপল ইনসাইডারের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। 

চীনে আইফোনের ব্যবহার নিষিদ্ধ করছে বলে বিভিন্ন সময়ে জানিয়েছে দেশটির সরকার। তবে এর উল্টো পথে হাঁটছে মাইক্রোসফট। কোম্পানিটির একটি মেমো প্রকাশ করেছে ব্লুমবার্গ। মেমোতে বলা হয়, ২০২৪ সালের সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই অ্যান্ড্রয়েডের পরিবর্তে আইফোন ব্যবহার শুরু করতে হবে চীনের সব কর্মীদের। 

মেমোতে বলা হয়, চীনের মালিকানাধীন হুয়াওয়ে ও শাওমির মতো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন কর্মীরা। আর অফিসের কাজে ব্যবহারের জন্য কর্মীদের আইফোন ১৫ দেবে কোম্পানিটি। কর্মীরা যেন আইফোন সংগ্রহ করতে পারে, এ জন্য দেশজুড়ে কালেকশন স্থাপন করছে মাইক্রোসফট। সেখানে গিয়ে নিজের কার্ড দেখিয়ে আইফোন নিতে পারবেন কর্মীরা। 

হংকংয়েও একই পদক্ষেপ নেবে এই কোম্পানি। তবে চীনের গুগল প্লে স্টোর ব্যবহার করা যায় না। হুয়াওয়ে ও শাওমি ফোনের নিজস্ব প্ল্যাটফর্ম দিয়ে অ্যাপ ইনস্টল করে চীনের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। মাইক্রোসফট এই ধরনের প্ল্যাটফর্মও বল্ক করে দিয়েছে। 

অ্যাপলের অ্যাপ স্টোর চীনে ব্যবহার করা যায়। সব কর্মী আইফোন ব্যবহার করলে তারা মাইক্রোসফটের পাসওয়ার্ড ম্যানেজার ও আইডেনটিটি পাস অ্যাপ ব্যবহার করতে পারে। 

চীনের মাইক্রোসফটের কতজন কর্মী রয়েছে তা কখনো প্রকাশ করেনি মাইক্রোসফট। ১৯৯২ সাল থেকে চীনে মাইক্রোসফট কোম্পানি নিজেদের সেবা চালু করে। 

২০২৪ সালের মে মাসে প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, কোম্পানিটি তার ৮০০ জন কর্মীকে অন্যান্য দেশে সরিয়ে ফেলার জন্য ভাবছে। 

তবে অ্যাপল ও মাইক্রোসফট বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি।

হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্টোরির ব্যাকআপ রাখার উপায়

সবচেয়ে নির্ভুল ঘড়ি বাজারে আনল জাপান, দাম ৩৩ লাখ ডলার

জটিল প্রশ্নের উত্তর দেবে গুগল সার্চের নতুন ‘এআই মোড’

যে কারণে ওপেনএআইয়ের সঙ্গে ৫ বছরের চুক্তি করল অক্সফোর্ড

ডিপফেক ও ভুয়া ক্রিপ্টোর মাধ্যমে প্রতারণা, ৬ হাজার মানুষের ৩৫ মিলিয়ন ডলার চুরি

যুক্তরাজ্যে ডেটা নিরাপত্তা ফিচার বন্ধের আদেশের বিরুদ্ধে অ্যাপলের আপিল

হোয়াটসঅ্যাপে চ্যাট গোপন করবেন যেভাবে

লাইভ লোকেশন শেয়ারসহ নতুন ৪ ফিচার আসছে অ্যান্ড্রয়েডে

সেমিকন্ডাক্টর শিল্পে ৫২ দশমিক ৭ বিলিয়ন ডলারের ভর্তুকি আইন বাতিল চান ট্রাম্প

নতুন চিপের আইপ্যাড এয়ার ও ম্যাজিক কিবোর্ড নিয়ে এল অ্যাপল