হোম > প্রযুক্তি

এবার মোবাইল ফোনের ক্যামেরায় বাস্তব জগৎ দেখবে মাস্কের গ্রোক এআই

আজকের পত্রিকা ডেস্ক­

আপাতত শুধু আইওএস ব্যবহারকারীরাই গ্রোক অ্যাপের মাধ্যমে এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। ছবি: এআই জিপিটি জার্নাল

গ্রোক চ্যাটবটের নতুন ফিচার ‘গ্রোক ভিশন’ উন্মোচন করেছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্মার্টফোনের ক্যামেরা দিয়ে কোনো পণ্য, সাইনবোর্ড বা ডকুমেন্টের দিকে তাক করলেই গ্রোক সেই বস্তু চিহ্নিত করে প্রশ্নের উত্তর দিতে পারবে।

মঙ্গলবার এক ঘোষণায় এক্স এআই জানিয়েছে, আপাতত শুধু আইওএস ব্যবহারকারীরাই গ্রোক অ্যাপের মাধ্যমে এই ফিচার ব্যবহার করতে পারবেন। অ্যান্ড্রয়েড সংস্করণে এটি এখনো চালু হয়নি।

নতুন ফিচার হিসেবে গ্রোকে যোগ হয়েছে আরও কিছু আকর্ষণীয় সক্ষমতা। এর মধ্যে রয়েছে বহু ভাষায় অডিও সাপোর্ট এবং রিয়েল-টাইম সার্চ সুবিধা, যা পাওয়া যাবে গ্রোকের ‘ভয়েস মোডে’। তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই সুবিধাগুলো ব্যবহার করতে পারবেন শুধু মাসিক ৩০ ডলারের সাবস্ক্রিপশনভিত্তিক ‘সুপারগ্রোক’ প্ল্যানে।

এক্সএআইয়ের নতুন ভিশন ফিচারের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রোক এখন শুধু শব্দ নয়, ছবিও বুঝতে পারছে। এই দৃষ্টিশক্তি-সম্পন্ন ফিচারটি ই-কমার্স, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ নানা খাতে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।

চিকিৎসাক্ষেত্রে এটি ব্যবহার করে ছবির মাধ্যমে রোগ নির্ণয় করতে পারবেন। শিক্ষাক্ষেত্রে বই, বোর্ড বা প্রকল্পের চিত্র বিশ্লেষণ করে ছাত্রছাত্রীদের সহায়তা করতে পারবে গ্রোক। এমনকি গ্রাফিক ডিজাইন কিংবা পণ্যের নকশার ক্ষেত্রেও এই ফিচার কাজ করবে ডিজিটাল সহকারী হিসেবে।

এই উন্নত ফিচার যুক্ত হওয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতায় এক্সএআই এখন আর কেবল নতুন প্রতিযোগী নয়। বরং ওপেনএআই ও গুগলের মতো প্রতিষ্ঠিত সংস্থাগুলোর জন্য এক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে।

এ ছাড়া সম্প্রতি বেশ কিছু নতুন ফিচার পেয়েছে চ্যাটবট গ্রোক। চলতি মাসের শুরুতেই যুক্ত হয়েছে ‘মেমোরি’ নামের একটি ফিচার, যা পূর্ববর্তী কথোপকথনের তথ্য মনে রাখতে সাহায্য করে। সেই সঙ্গে ডকুমেন্ট বা অ্যাপ তৈরির জন্যও টুল নিয়ে এসেছে।

এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীর পছন্দ, অভ্যাস ও আগ্রহের তথ্য মনে রাখতে পারে গ্রোক, যা ভবিষ্যতের পরামর্শ ও কথোপকথনকে আরও নিখুঁত করে তোলে। ব্যবহারকারীরা চাইলে গ্রোক কোন কোন তথ্য মনে রেখেছে, তা সরাসরি দেখতে পারবেন এবং নির্দিষ্ট ‘মেমোরি’ মুছতেও পারবেন।

ফিচারটি বর্তমানে বেটা সংস্করণ হিসেবে যুক্তরাষ্ট্রের গ্রোকের ওয়েবসাইট ও গ্রোকের আইওএস এবং অ্যান্ড্রয়েড অ্যাপে চালু করা হয়েছে। তবে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যে এটি এখনো চালু হয়নি।

এক্সএআইয়ের গ্রোক এখন কেবল কথোপকথনের সীমা পেরিয়ে বাস্তব জগতের সঙ্গে যোগাযোগ স্থাপনের পথে। ফলে দৈনন্দিন জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার যে আরও গভীরভাবে যুক্ত হবে, তা বলাই যায়।

তথ্যসূত্র: টেকক্রাঞ্চ ও টাইমস অব ইন্ডিয়া

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের