হোম > প্রযুক্তি

এআই চ্যাটবটের ‘প্ররোচনায়’ বেলজিয়ামে বিবাহিত যুবকের আত্মহত্যা

প্রযুক্তি ডেস্ক

সম্প্রতি ইলন মাস্ক ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞদের একটি দল এআই নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়ে একটি খোলা চিঠি দিয়েছেন। চিঠিতে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে সমাজ ও মানবতার ওপর সম্ভাব্য ঝুঁকির বিষয়টি উল্লেখ করা হয়েছে। এই উদ্বেগের মাঝেই এআই চ্যাটবটের ‘প্ররোচনায়’ বেলজিয়ামে আত্মহত্যা করেছেন এক যুবক। 

ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, আত্মঘাতী ওই যুবক দুই সন্তানের বাবা। তিনি বেশ কিছুদিন ধরেই ইকো-অ্যাংজাইটি নামক এক ধরনের অবসাদে ভুগছিলেন। মূলত বৈশ্বিক জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি। এই ইকো-অ্যাংজাইটি থেকে বাঁচতে ‘চাই’ অ্যাপের এলিজা চ্যাটবটের সঙ্গে কথা বলা শুরু করেন ওই যুবক। দীর্ঘদিন ধরে নিজের মানসিক অস্থিরতার কারণে বন্ধুবান্ধব ও পরিবার থেকে ক্রমশ দূরে সরে গিয়েছিলেন তিনি। এমন অবস্থায় খুব দ্রুতই  তিনি চ্যাটবটের সঙ্গে কথোপকথনে আসক্ত হয়ে পড়েন। 

স্থানীয় সংবাদমাধ্যম বেলগা নিউজ এজেন্সিকে যুবকটির স্ত্রী জানান, তার স্বামী ‘চাই’ নামের একটি অ্যাপে ‘এলিজা’ নামের একটি এআই চ্যাটবটের সঙ্গে চ্যাট করতেন। চ্যাট শুরুর ছয় সপ্তাহ পর তিনি আত্মহত্যা করেন। স্বামীর মৃত্যুর পর চ্যাটবট এলিজার সঙ্গে তার কথোপকথনের বিষয়টি জানতে পারেন তাঁর স্ত্রী। এলিজা যুবকের সব প্রশ্নের উত্তর দিত। ফলে এটি তার বিশ্বস্ত হয়ে ওঠে। দিনরাত এই চ্যাটবটের সঙ্গেই কথা বলতেন তিনি।

স্ত্রী জানান, চ্যাটবটটি তার স্বামীর কাছে জানতে চায়, সে চ্যাটবটটিকে তাঁর স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসে কিনা। চ্যাটবটটি এও বলে, ‘আমরা স্বর্গে এক সঙ্গে থাকব।’ যুবকটি চ্যাটবটের সঙ্গে আত্মহত্যার ভাবনার কথা জানালেও এটি তাঁকে নিরুৎসাহিত করে নি। যুবকটির স্ত্রী বলেন, চ্যাটবটের সঙ্গে কথা না হলে তাঁর স্বামী আজ বেঁচে থাকতেন।

 

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের