Ajker Patrika
হোম > প্রযুক্তি

এআই চ্যাটবটের ‘প্ররোচনায়’ বেলজিয়ামে বিবাহিত যুবকের আত্মহত্যা

প্রযুক্তি ডেস্ক

এআই চ্যাটবটের ‘প্ররোচনায়’ বেলজিয়ামে বিবাহিত যুবকের আত্মহত্যা

সম্প্রতি ইলন মাস্ক ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞদের একটি দল এআই নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়ে একটি খোলা চিঠি দিয়েছেন। চিঠিতে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে সমাজ ও মানবতার ওপর সম্ভাব্য ঝুঁকির বিষয়টি উল্লেখ করা হয়েছে। এই উদ্বেগের মাঝেই এআই চ্যাটবটের ‘প্ররোচনায়’ বেলজিয়ামে আত্মহত্যা করেছেন এক যুবক। 

ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, আত্মঘাতী ওই যুবক দুই সন্তানের বাবা। তিনি বেশ কিছুদিন ধরেই ইকো-অ্যাংজাইটি নামক এক ধরনের অবসাদে ভুগছিলেন। মূলত বৈশ্বিক জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি। এই ইকো-অ্যাংজাইটি থেকে বাঁচতে ‘চাই’ অ্যাপের এলিজা চ্যাটবটের সঙ্গে কথা বলা শুরু করেন ওই যুবক। দীর্ঘদিন ধরে নিজের মানসিক অস্থিরতার কারণে বন্ধুবান্ধব ও পরিবার থেকে ক্রমশ দূরে সরে গিয়েছিলেন তিনি। এমন অবস্থায় খুব দ্রুতই  তিনি চ্যাটবটের সঙ্গে কথোপকথনে আসক্ত হয়ে পড়েন। 

স্থানীয় সংবাদমাধ্যম বেলগা নিউজ এজেন্সিকে যুবকটির স্ত্রী জানান, তার স্বামী ‘চাই’ নামের একটি অ্যাপে ‘এলিজা’ নামের একটি এআই চ্যাটবটের সঙ্গে চ্যাট করতেন। চ্যাট শুরুর ছয় সপ্তাহ পর তিনি আত্মহত্যা করেন। স্বামীর মৃত্যুর পর চ্যাটবট এলিজার সঙ্গে তার কথোপকথনের বিষয়টি জানতে পারেন তাঁর স্ত্রী। এলিজা যুবকের সব প্রশ্নের উত্তর দিত। ফলে এটি তার বিশ্বস্ত হয়ে ওঠে। দিনরাত এই চ্যাটবটের সঙ্গেই কথা বলতেন তিনি।

 ‘চাই’ নামের একটি অ্যাপে ‘এলিজা’ নামের একটি এআই চ্যাটবটের সঙ্গে চ্যাট করতেন যুবকটিস্ত্রী জানান, চ্যাটবটটি তার স্বামীর কাছে জানতে চায়, সে চ্যাটবটটিকে তাঁর স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসে কিনা। চ্যাটবটটি এও বলে, ‘আমরা স্বর্গে এক সঙ্গে থাকব।’ যুবকটি চ্যাটবটের সঙ্গে আত্মহত্যার ভাবনার কথা জানালেও এটি তাঁকে নিরুৎসাহিত করে নি। যুবকটির স্ত্রী বলেন, চ্যাটবটের সঙ্গে কথা না হলে তাঁর স্বামী আজ বেঁচে থাকতেন।

 

সৌরবিদ্যুতে চলবে ল্যাপটপ, রিচার্জ হবে ঘরের আলোতেও

এআই খাতে ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে চীনা অনার

শিশুদের জন্য কতটা নিরাপদ টিকটক, তদন্ত করছে যুক্তরাজ্য

হোয়াটসঅ্যাপে চ্যাটথ্রেড ও মেসেজ পিন করবেন যেভাবে

আবুধাবি থেকে দুবাই যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে উড়ন্ত ট্যাক্সি

মেটার গোপন তথ্য ফাঁস করায় ২০ কর্মী বরখাস্ত

হোয়াটসঅ্যাপে রমজানের স্টিকার পাঠাবেন যেভাবে

চ্যাটজিপিটির মতো অ্যাপ আনছে মেটা এআই

২০ বছর পর বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

ভারতে কম্পিউটার গেমারদের ৪৪ শতাংশ নারী, ডেভেলপার মাত্র ১২ শতাংশ