Ajker Patrika
হোম > প্রযুক্তি

আইফোন ১৬: জেনারেটিভ এআই আনছে অ্যাপলও, জানালেন টিম কুক

অনলাইন ডেস্ক

আইফোন ১৬: জেনারেটিভ এআই আনছে অ্যাপলও, জানালেন টিম কুক

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সংযুক্তির পর গুগল ও স্যামসাংয়ের স্মার্টফোন বাজারে সাড়া জাগিয়েছে। এবার এই দৌড়ে অ্যাপলও শামিল হতে যাচ্ছে। আইফোন ১৬ জেনারেটিভ এআই নিয়ে বাজারে আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অ্যাপলের সিইও টিম কুক। সাধারণত আটঘাট বেঁধেই প্রতিযোগিতায় নামে এই কোম্পানি, পণ্য নিখুঁত ও অনন্য করতে সময় নেয়। 

আইফোনে এআই ফিচার আনার কথা নিশ্চিত করলেন টিম কুক নিজেই। গত বৃহস্পতিবার কোম্পানিটির ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় তিনি বলেন, ‘এ বছরের শেষ দিকে’ আইওএসে জেনারেটিভ এআই ফিচার আসবে। 

আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার (এআই) আসার কথা নিশ্চিত করলেন অ্যাপলের সিইও টিম কুক। গত বৃহস্পতিবার কোম্পানিটির ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করার সময় তিনি বলেন, ‘এ বছরের শেষ দিকে’ আইওএসে জেনারেটিভ এআই ফিচার আসবে। 

এ ঘোষণার আগেই ব্লুমবার্গের এক প্রতিবেদনে মার্ক গুরমান বলেন, আইওএস ১৮ ভার্সনে অপারেটিং সিস্টেমের ইতিহাসে ‘সবচেয়ে বড়’ আপডেট আসবে। 

জেনারেটিভ এআই নিয়ে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্য উন্মাদনা আছে। এটা নিয়ে অ্যাপল এত দিন কোনো কাজ করেনি। গত বছর থেকে গুগল, মাইক্রোসফট ও ওপেনএআই চ্যাটবটগুলোকে নিখুঁত করতে কাজ করছে। 

এর আগেও জেনারেটিভ এআই প্রসঙ্গ তুললেও আইফোনে কবে এই প্রযুক্তি আসবে তা স্পষ্টভাবে জানাননি কুক। এবার তিনি বলেন, প্রযুক্তিতে বিনিয়োগের মাধ্যমে ভবিষ্যৎ গঠনের তৎপরতা অব্যাহত থাকবে। কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রচুর সময় ব্যয় করে উন্নত করার চেষ্টা অব্যাহত আছে। চলমান কাজের বিস্তারিত ‘এ বছরের শেষের দিকে আমরা তুলে ধরব’। 

এ বিষয়ে বিস্তারিত জানতে কুককে প্রশ্ন করেছিলেন প্রযুক্তি বিশ্লেষকেরা। কিন্তু এর বেশি কিছু জানাননি তিনি। কুক বলেন, ‘আমি মনে করি, অ্যাপলের সঙ্গে জেনারেটিভ এআই যুক্ত করলে অনেক নতুন সম্ভাবনা তৈরি হবে এবং এ নিয়ে আর বিস্তারিত বা আগেভাগে বলা ঠিক হবে না।’ 

বিগত কয়েক মাসে গুগল ও স্যামসাংয়ের ডিভাইস বিক্রির অন্যতম কারণ হলো কোম্পানির এআইভিত্তিক সফটওয়্যার। অ্যাপলের পরবর্তী পদক্ষেপ অনুমান করা কঠিন। তবে আইওএস, আইপ্যাডওস ও ম্যাকওসে এআই যুক্ত করার উচ্চাভিলাষী পরিকল্পনা আছে অ্যাপলের। এখন বিশ্বজুড়ে অ্যাপলের ২২০ কোটি সক্রিয় ডিভাইস আছে। 

তথ্যসূত্র: দ্য ভার্জ

আইওএস ১৯–এ ‘নাটকীয় পরিবর্তন’ আনবে অ্যাপল

রাতের বেলায় কিশোর-কিশোরীদের ঘুমপাড়ানি গান শোনাবে টিকটক

স্মার্টফোনে আসক্তি উদ্বেগের লক্ষণ, এখনই ছাড়ুন এই ৫ বদভ্যাস

১০০ কিলোমিটার ওপর থেকে মানুষের চেহারা শনাক্ত করবে চীনের গোয়েন্দা স্যাটেলাইট

নিজস্ব এআই চিপ তৈরি করছে মেটা

হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাডমিন যুক্ত করবেন যেভাবে

প্রযুক্তি খাতে বড় ধস, সাতটি কোম্পানি হারাল ৭৫০ বিলিয়ন ডলার

চ্যাটজিপিটিও মানসিক চাপ ও উদ্বেগের লক্ষণ দেখায়: গবেষণা

স্মার্টফোনের ধারণা বদলে দিতে পারে আইফোন ১৭ প্রো ম্যাক্স

লাখ টাকার কমে দুটি ইলেকট্রিক বাইক আনল রিভো