হোম > প্রযুক্তি

২০২৫ সালে সার্চ ইঞ্জিনে পরিবর্তন আনার ঘোষণা গুগলের

গুগলের প্রধান নির্বাহী (সিইও) সুন্দর পিচাই। ছবি: এএফপি

গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই ২০২৫ সাল নতুনভাবে শুরুর ঘোষণা দিয়েছেন। তিনি জানান, নতুন বছরের পুরোটাই সার্চ ইঞ্জিনের পরিবর্তন নিয়ে ব্যস্ত থাকবে গুগল। নিউ ইয়র্ক টাইমসের ডিলবুক সামিটে তিনি বলেন, ‘আগামী বছরের শুরুতেই গুগল সার্চ ইঞ্জিনে যুক্ত হবে নতুন বৈশিষ্ট্য, যা দেখে আপনারা অবাক হবেন। আমি মনে করি, আমরা এমন জটিল প্রশ্নের উত্তর দিতে সক্ষম হব, যা আগে কখনো সম্ভব হয়নি।’

দা ভার্জের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সুন্দর পিচাই আরও বলেন, ‘আমরা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশের একেবারে শুরুর ধাপে আছি। সামনে আরও অনেক উদ্ভাবন আসছে। আমরা এ ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

গুগল এরই মধ্যে তাদের সার্চ প্ল্যাটফর্মে এআই-চালিত নতুন বৈশিষ্ট্য যোগ করেছে। এআই-জেনারেটেড সারাংশ এবং ভিডিও-ভিত্তিক সার্চের জন্য উন্নত লেন্স টুল সার্চ ইঞ্জিনে যুক্ত হয়েছে। শিগগিরই জেমিনির একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করার পরিকল্পনা করছে গুগল। এ আপডেট মাইক্রোসফট, ওপেনএআই ও এআই সার্চ ইঞ্জিন পারপ্লেক্সিটির চেয়ে উন্নত হবে বলে দাবি করছেন তারা।

সম্প্রতি নরজেস ব্যাংক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের পডকাস্টে মাইক্রোসফটের প্রধান নির্বাহী (সিইও) সত্য নাদেলা বলেন, এআইর লড়াইয়ে গুগলের বিজয়ী হওয়া উচিত ছিল। সত্য নাদেলার এ মন্তব্যের প্রতিক্রিয়ায় সুন্দর পিচাই বলেন, ‘আমরা নিজেদের মডেল নিয়ে কাজ করছি। মাইক্রোসফট অন্য কারও মডেলের ওপর নির্ভর করে। মাইক্রোসফট তাদের এআই কার্যক্রমে ওপেনএআইয়ের সঙ্গে অংশীদারত্ব করছে।’ গুগল ও মাইক্রোসফটের এআই মডেলের দক্ষতা পাশাপাশি রেখে তুলনা করার আহ্বান জানান তিনি।

ট্রাম্পের শুল্ক স্থগিতের পর শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বাজারমূল্য বাড়ল ১.৫ ট্রিলিয়ন ডলার

ব্যবসায় ফেসবুক গ্রুপের গুরুত্ব, খুলবেন কীভাবে

সিনেমার গল্প বাস্তবে: সম্ভাব্য খুনি চিহ্নিত করতে সফটওয়্যার বানাচ্ছে যুক্তরাজ্য

ফেসবুকের কমেন্টেও রিপোর্ট করা যাবে, যুক্ত হলো নতুন অপশন

বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক সেবা শুরু

যুক্তরাষ্ট্রে কারখানা না করলে টিএসএমসিকে ১০০ শতাংশ শুল্ক ও জরিমানার হুমকি

অভিভাবকের অনুমতি ছাড়া ইনস্টাগ্রামে লাইভ করতে পারবে না কিশোর-কিশোরীরা

ফেসবুক রিলসে থাম্বনেইল কেন গুরুত্বপূর্ণ, কীভাবে করবেন

টেলিগ্রামকে ৮০ হাজার ডলার জরিমানা করল রাশিয়া

মেটার নতুন মাল্টিমোডাল এআই মডেল লামা ৪, বিশেষত্ব কী