Ajker Patrika
হোম > প্রযুক্তি

ডিপফেকের হাত থেকে বাঁচতে জেনে নিন

টি এইচ মাহির

ডিপফেকের হাত থেকে বাঁচতে জেনে নিন

রাজনৈতিক নেতা-নেত্রীদের মুখে বসিয়ে দেওয়া হচ্ছে মনগড়া কথা। সেগুলো ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। হচ্ছে ভাইরাল। কিংবা অভিনেত্রীদের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ছে ইন্টারনেটে। দেখে বোঝার উপায় নেই, এগুলো আসল নাকি নকল। ফলে রাজনৈতিক নেতা-নেত্রী থেকে অভিনেতা-অভিনেত্রী কিংবা সাধারণ মানুষ সবাই পড়ছেন বিপদে। ক্ষুণ্ন হচ্ছে তাঁদের ইমেজ। এসব করা হচ্ছে প্রযুক্তির মাধ্যমে। এর নাম ডিপফেক।

ডিপফেক এমন এক প্রযুক্তি, যেখানে কারও মুখমণ্ডল ব্যবহার করে নকল ছবি ও ভিডিও তৈরি করা হয়। এআই প্রযুক্তির ক্রমবর্ধমান প্রসারের ফলে এর অপব্যবহার বাড়ছে। তবে প্রযুক্তিগত অনেক উপায় আছে ডিপফেকে তৈরি এসব ভিডিও-অডিও শনাক্ত করার জন্য। 

উইভেরিফাই
মেশিন লার্নিং, এআই অ্যালগরিদম এবং ফেশিয়াল রিকগনিশন সফটওয়্যার ব্যবহার করে ডিপফেক শনাক্ত করে উইভেরিফাই। সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটের বিভ্রান্তিকর এবং বানোয়াট বিষয়বস্তু শনাক্ত করতে কাজ করে এটি। ফ্যাক্টচেকার, ডিপফেক ডিটেক্টর হিসেবে ব্যবহার করতে প্লাগ ইন করা যাবে উইভেরিফাইয়ের ওয়েবসাইট থেকে।

সেন্সিটি
এআই ভিত্তিক আরেকটি ডিপফেক শনাক্তকারী টুল সেন্সিটি। অডিও, ভিডিও এবং পরিচয় শনাক্ত করে সেন্সিটি এআই। এআই দিয়ে বানানো ছবি, মুখ বিকৃত কিংবা পরিবর্তন করে বানানো ভিডিও, এআই জেনেরেটেড অডিও শনাক্ত করে দেবে সেন্সিটি। এই ডিপফেক ডিটেক্টর ব্যবহার করা যাবে তাদের ওয়েবসাইট থেকে।

সেন্টিনেল
অনলাইনে বিভ্রান্তিমূলক প্রচারণা ঠেকাতে কাজ করছে দ্য সেন্টিনেল এআই। সেন্টিনেল ২০১৯ সালে প্রতিষ্ঠিত একটি এস্তোনিয়ান সাইবার সিকিউরিটি ফার্ম। এই ফার্মের লক্ষ্য ছিল সরকার, মিডিয়া এবং জনগণের মধ্যে ভুল তথ্য প্রচার রোধ করা। এই প্ল্যাটফর্মটি মুখের অভিব্যক্তি, ব্লিঙ্কিং প্যাটার্ন এবং অডিও ম্যানিপুলেশন পরীক্ষা করার জন্য উন্নত নিউরাল নেটওয়ার্কের সুবিধা দেয়। এটি ভুয়া বক্তৃতা শনাক্ত করতে পারে। 

ডিপওয়্যার
ডিপওয়্যারে সরাসরি ডিপফেক ভিডিও যাচাই করা যায়। ভিডিওর লিংক কিংবা সরাসরি ভিডিও আপলোড করা যায় এখানে। ডিপওয়্যার ভিডিও স্ক্যান করে রিপোর্ট জানাবে। তবে বর্তমানে ডিপওয়্যার বেটা ভার্সনে আছে। তাই এখনো পুরোপুরি সঠিক তথ্য দিতে পারে না এটি। ডিপফেক শনাক্তে এপিআই নিতে অথবা ব্যবহার করা যাবে ডিপওয়্যার ডট এআই ওয়েবসাইট থেকে।

ডিপফেক ডিটেক্টর এআই
ভুয়া অডিও এবং ভিডিও শনাক্ত করে ডিপফেক ডিটেক্টর এআই। অনলাইনে ভাইরাল হওয়া অডিও বা ভিডিও এআই দিয়ে তৈরি নাকি আসল তা যাচাই করবে এই টুল। যাচাই করতে আপলোড করতে হবে সন্দেহ হওয়া ফাইলটি। এরপর ডিটেক্ট ডিপফেক বাটনে ক্লিক করলে কত শতাংশ ওই অডিও বা ভিডিওতে ডিপফেক ব্যবহার করা হয়েছে, তা দেখা যাবে। তা ছাড়া, ভুয়া কল রেকর্ডিং শনাক্ত করতে এআই ভয়েস ডিটেক্টর এআই ওয়েবসাইট ব্যবহার করা যাবে। ভিডিওর মতোই এখানেও অডিও ফাইল আপলোড করতে হবে। তবে আগে এর এক্সটেনশন ডাউনলোড করে নিতে হবে ব্রাউজারে। এরপর ব্রাউজিংয়ের সময় যেকোনো অডিও যাচাই করে নেওয়া যাবে।

হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্টোরির ব্যাকআপ রাখার উপায়

সবচেয়ে নির্ভুল ঘড়ি বাজারে আনল জাপান, দাম ৩৩ লাখ ডলার

জটিল প্রশ্নের উত্তর দেবে গুগল সার্চের নতুন ‘এআই মোড’

যে কারণে ওপেনএআইয়ের সঙ্গে ৫ বছরের চুক্তি করল অক্সফোর্ড

ডিপফেক ও ভুয়া ক্রিপ্টোর মাধ্যমে প্রতারণা, ৬ হাজার মানুষের ৩৫ মিলিয়ন ডলার চুরি

যুক্তরাজ্যে ডেটা নিরাপত্তা ফিচার বন্ধের আদেশের বিরুদ্ধে অ্যাপলের আপিল

হোয়াটসঅ্যাপে চ্যাট গোপন করবেন যেভাবে

লাইভ লোকেশন শেয়ারসহ নতুন ৪ ফিচার আসছে অ্যান্ড্রয়েডে

সেমিকন্ডাক্টর শিল্পে ৫২ দশমিক ৭ বিলিয়ন ডলারের ভর্তুকি আইন বাতিল চান ট্রাম্প

নতুন চিপের আইপ্যাড এয়ার ও ম্যাজিক কিবোর্ড নিয়ে এল অ্যাপল