হোম > প্রযুক্তি

পাসওয়ার্ড রিসেটের সময় আইফোন হ্যাক, সুরক্ষায় যা করবেন 

অ্যাপল আইডির পাসওয়ার্ড ভুলে গেলে তা রিসেট করার সুযোগ রয়েছে। সম্প্রতি এই পাসওয়ার্ড রিসেট সিস্টেম ব্যবহার করে আইফোন হ্যাকিং করছে হ্যাকাররা। এমএফএ বোম্বিং নামে হ্যাকিংয়ের পুরোনো এই পদ্ধতি কয়েক মাস ধরে বেশি প্রয়োগ হচ্ছে।

এই পদ্ধতিতে ভুক্তভোগীদের ডিভাইসে পাসওয়ার্ড রিসেটের নোটিফিকেশন আসতে থাকে। তখন ফোনটি আর ব্যবহার করা যায় না। নোটিফিকেশনটি অ্যাপল থেকে পাঠানো হচ্ছে বলে মনে হয়। আর এই নোটিফিকেশনের মাধ্যমে পাসওয়ার্ড রিসেট করলেই আইফোনটি হ্যাক হয়ে যায়।

কার্বস অন সিকিউরিটি নামের ওয়েবসাইটে বলা হয়, অ্যাপল ফোনের একটি ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা আইফোন ও অ্যাপলের অন্য ডিভাইসে এ ধরনের নোটিফিকেশন পাঠাচ্ছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভ বলেছে, বিষয়টি সম্পর্কে অবগত আছে অ্যাপল। এই সমস্যা সমাধানে কাজ করছে কোম্পানিটি।

আইফোন সুরক্ষায় যা করবেন

১. পাসওয়ার্ড রিসেটের অনুমতি দেওয়া যাবে না
হুট করে আইফোনে অ্যাপল আইডির পাসওয়ার্ড রিসেটের নোটিফিকেশন এলে বুঝতে হবে, এটি একটি ম্যালওয়্যার। তাই নোটিফিকেশন ‘Don’t Allow’ অপশনটি নির্বাচন করতে হবে। তবে হ্যাকাররা একই নোটিফিকেশন বারবার পাঠিয়ে ব্যবহারকারীদের বিরক্ত করে। তবে ধৈর্য ধরে প্রতিবারই Don’t Allow অপশনটি নির্বাচন করতে হবে।

২. ‘অ্যাপল সাপোর্ট’-এর ফোন ধরা যাবে না
কলার আইডিতে ‘অ্যাপল সাপোর্ট’ থাকলে সেই আইডির ফোন ধরা যাবে না। হ্যাকাররা কল স্পুফিং প্রক্রিয়া ব্যবহার করে। এর মাধ্যমে অ্যাপল থেকে ফোন আসছে বলে মনে হয়। তারা ফোন কলের মাধ্যমে ফোন নম্বর ও ব্যক্তিগত তথ্য জানতে চাইতে পারে। পরে অ্যাপলের অ্যাকাউন্ট কেড়ে নেওয়ার জন্য ফোনের পাসকোড চাইবে। অ্যাপল কখনো গ্রাহকদের অনুমতি ছাড়া ফোন দেয় না।

৩. অ্যাপল আইডির সঙ্গে সংশ্লিষ্ট ফোন নম্বর পরিবর্তন করুন
কিছুদিনের জন্য অ্যাপল আইডির সঙ্গে সংশ্লিষ্ট ফোন নম্বর পরিবর্তন করুন—এ ধরনের নোটিফিকেশন বারবার পেলে আইডি সংশ্লিষ্ট ফোন নম্বর পরিবর্তন করা প্রয়োজন। তবে আইমেসেজ ও ফেসটাইমে এর প্রভাব পড়বে।

অ্যাপল দ্রুত এই ত্রুটি সংশোধন করবে বলে আশা করা যায়। তবে পাসওয়ার্ড রিসেট স্ক্যামটি নিয়ে দুই বছর ধরে রিপোর্ট করছেন ব্যবহারকারীরা।

বিজ্ঞাপন দেখাবে চ্যাটজিপিটি

মাস্কের এআই কোম্পানির বিরুদ্ধে মামলা করলেন সাবেক প্রেমিকা

চীনে সমাধিতে মিলল ২০০০ বছর আগের ‘কম্পিউটার’, বদলে যেতে পারে প্রযুক্তির ইতিহাস

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

আমদানি শুল্ক একলাফে ৬০ শতাংশ কমল, স্মার্টফোনের দাম কত কমবে

অভূতপূর্ব ‘কিল সুইচ’: যে কৌশলে স্টারলিংকের ইন্টারনেটও ঠেকিয়ে দিল ইরান

সিইএস-২০২৬: ৫ আলোচিত প্রযুক্তি

হারানো জিনিস খুঁজে পেতে দুই বাংলাদেশি শিক্ষার্থীর উদ্ভাবন

আকাশপথে স্টারলিংক: রেকর্ড গড়ল কাতার এয়ারওয়েজ

চ্যাটজিপিটিকে কীভাবে প্রশ্ন করবেন