হোম > প্রযুক্তি

আমাজন মিউজিকে এখন বিজ্ঞাপন ছাড়া শোনা যাবে ১ কোটি গান

অনলাইন ডেস্ক

বিজ্ঞাপনমুক্ত গানের সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে জনপ্রিয় অনলাইন মিউজিক স্ট্রিমিং সার্ভিস ‘আমাজন মিউজিক’। এতদিন প্রাইম মেম্বাররা বিজ্ঞাপনের ঝামেলা ছাড়াই ২০ লাখ গান শুনতে পারতেন। এখন তা বেড়ে ১ কোটিতে দাঁড়াবে।

শুধু গানই নয়, প্রাইম মেম্বাররা বিজ্ঞাপনের ঝামেলা ছাড়া শুনতে পাবেন নতুন অনেক পডকাস্ট। এছাড়া সিএনএন, এনপিয়ার, ইএসপিএন এবং নিউ ইয়র্ক টাইমসের মতো বড় বড় মিডিয়া আউটলেটগুলোর শো আমাজন মিউজিকে শোনা যাবে।

এনডিটিভি এক প্রতিবেদনে বলেছে, গান ও পডকাস্টের সংখ্যা বাড়ানোর পাশাপাশি আমাজন প্রাইম যুক্ত করেছে নতুন কিছু ফিচার। এগুলোর মাধ্যমে নতুন পডকাস্ট সহজেই খুঁজে পাবেন গ্রাহকেরা। এখন প্রাইমের মেম্বার সংখ্যা ২০ কোটির বেশি। আমাজন মিউজিকের জন্য মাসিক সাবস্ক্রিপশন ফি ৮ ডলার ৯৯ সেন্ট। তবে গ্রাহকেরা চাইলে বছর হিসেবে ফি দিতে পারবেন। সে ক্ষেত্রে তাদের বছরে ৮৯ ডলার গুণতে হবে।

মিউজিক স্ট্রিমিং সার্ভিসে অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম 'অ্যাপল মিউজিক’। অ্যাপলের এই স্ট্রিমিং সেবাদাতা গত মাসে জানায়, সাবস্ক্রাইবারদের জন্য এর ১০ কোটি গানের বড় ভাণ্ডার রয়েছে। কোম্পানিটির ভাষ্যমতে, প্রতিদিন প্রায় ২০ হাজার গান যুক্ত করা হচ্ছে তাদের ক্যাটালগে।

আইওএস এবং অ্যান্ড্রয়েড- দুই অপারেটিং সিস্টেমে অ্যাপল মিউজিক ইন্সটল করা যাবে। আরেক প্রতিদ্বন্দ্বী মিউজিক স্ট্রিমিং সার্ভিস স্পটিফাই দাবি করছে, তার ক্যাটালগে ৮ কোটির বেশি গান আছে।

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন