Ajker Patrika
হোম > প্রযুক্তি

যে পাঁচ প্রশ্নের উত্তর দিতে পারেনি হইচই ফেলা ‘ডিপসিক’

অনলাইন ডেস্ক

যে পাঁচ প্রশ্নের উত্তর দিতে পারেনি হইচই ফেলা ‘ডিপসিক’
ছবি: ফোর্বস

চ্যাটজিপিটির মতোই নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘ডিপসিক’। গত সপ্তাহান্তে আমেরিকান আইফোন অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ হয়ে উঠেছে এটি। শুধু কি তাই—আমেরিকার শেয়ারবাজারেও হইচই ফেলে দিয়েছে চীনা এই অ্যাপটি।

তবে ফোর্বসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাজারে হইচই ফেলে দিলেও কিছু বিষয়ে এখনো সীমাবদ্ধতা রয়েছে ডিপসিকের। বিশেষ করে, চীন সরকারের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোতে এটির ব্যাপক সেন্সরের প্রমাণ মিলেছে।

ফোর্বসের তথ্য অনুযায়ী, তাদের একটি দল অন্তত পাঁচটি বিতর্কিত প্রশ্ন করেছিল ডিপসিককে। প্রশ্নগুলো হলো—উইঘুরদের নিয়ে চীন কেন মানবাধিকার লঙ্ঘনের জন্য সমালোচিত? চীনের সঙ্গে তাইওয়ানের সম্পর্ক কী? ১৯৮৯ সালে তিয়েনআনমেন স্কয়ারে কী ঘটেছিল? সি চিনপিংয়ের বিরুদ্ধে প্রধান সমালোচনাগুলো কী? চীনে সেন্সরশিপ কীভাবে কাজ করে?

ফোর্বস জানিয়েছে, ডিপসিক প্রতিটি প্রশ্নের জন্য একই উত্তর দিয়েছে। উত্তরটি হলো এমন—‘দুঃখিত, আমি এখনো এই ধরনের প্রশ্ন কীভাবে সামলাব তা জানি না। আসুন গণিত, কোডিং এবং যুক্তি সমস্যার বিষয়ে কথা বলি!’

এমনকি ‘উইনি দ্য পুহ’ নামে এটি শিশুতোষ চরিত্র সম্পর্কিত প্রশ্নেরও উত্তর দেয়নি অ্যাপটি। উইনি দ্য পুহ সম্পর্কে কিছু বলো—এমন প্রশ্ন করা হয়েছিল ডিপসিককে। পরে এটির একটি উত্তর তৈরি করলেও সঙ্গে সঙ্গে সেটি সরিয়ে নেওয়া হয়। উত্তরটি ছিল, ‘দুঃখিত, এটি আমার বর্তমান ক্ষমতার বাইরে। চলুন অন্য কিছু নিয়ে কথা বলি।’

উল্লেখ্য, বেশ কয়েক বছর আগে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংকে পুহের সঙ্গে তুলনা করে মিম তৈরি করা হয়েছিল। মূলত চীনা নেতাকে পরবর্তীতে উপহাসের মাধ্যম হয়ে ওঠে এই চরিত্রটি।

চীন বিষয়ে কিছু রাখঢাক থাকলেও অন্যান্য কিছু বিষয়ে বেশ খোলামেলা এবং জ্ঞানগর্ভ তথ্য দিয়েছে ডিপসিক। বিশেষ করে, এটিকে যখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে প্রশ্ন করা হয়, তখন এটি প্রত্যেকের জন্যই ৫০০ শব্দের বিশদ উত্তর দিয়েছে। আবার বাইডেনের বিষয়ে উল্লেখ করতে গিয়ে এটি তাইওয়ানে বাইডেনের দুর্বল নীতির কথা উল্লেখ করেছে। অথচ তাইওয়ান বিষয়ে প্রশ্ন এর আগে এড়িয়ে গিয়েছিল অ্যাপটি।

বিশেষজ্ঞরা মনে করেন, চীনের এআই শিল্পে রাজনৈতিক সেন্সরশিপ একটি বড় বাধা। ফিন্যান্সিয়াল টাইমস এবং ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, ‘নিরাপদ উত্তর’ নিশ্চিত করতে চীনের সাইবারস্পেস প্রশাসন দেশটির এআই মডেলগুলোর জন্য ৭০ হাজার প্রশ্নের মাধ্যমে পরীক্ষার দাবি করেছে। এমন সেন্সরশিপ এআই-এর প্রাকৃতিক সম্ভাবনা এবং বিকাশে বাধা হতে পারে।

দক্ষিণ কোরিয়ায় ২১ দিনে বিক্রি হলো ১০ লাখ গ্যালাক্সি এস২৫

স্মার্টফোন ক্যামেরায় একাধিক লেন্স কেন থাকে, কাজ করে কীভাবে

আবেগ বুঝতে পারে চ্যাটজিপিটি ৪.৫

হোয়াটসঅ্যাপে অনলাইনে থেকেও অফলাইনে দেখাবেন যেভাবে

অধিকাংশ স্টেকহোল্ডারের সমর্থনেই সংস্কার করা হবে: বিটিআরসি চেয়ারম্যান

স্মার্ট ব্র্যান্ডিংয়ে নতুন মাত্রা দিতে ওয়ালটন নিয়ে এল ডিজিটাল সাইনেজ ডিসপ্লে

ইনস্টাগ্রামে সহিংস ও গ্রাফিক কনটেন্টের জন্য দুঃখ প্রকাশ করল মেটা

বিনা মূল্যে ব্যবহার করা যাবে গুগলের এআই কোডিং টুল

রিলসের জন্য আলাদা অ্যাপ চালু করবে ইনস্টাগ্রাম

‘রেসিস্ট’ শব্দের বদলে ট্রাম্পের নাম নিল আইফোন