Ajker Patrika
হোম > প্রযুক্তি

মোবাইল ফোনে গুগলের বদলে বিং সার্চ ইঞ্জিন ব্যবহার করতে পারে স্যামসাং 

প্রযুক্তি ডেস্ক

মোবাইল ফোনে গুগলের বদলে বিং সার্চ ইঞ্জিন ব্যবহার করতে পারে স্যামসাং 

যে বিং সার্চ ইঞ্জিনকে সবাই ভুলতে বসেছিল, সেটিই এখন প্রতিদ্বন্দ্বিতা করছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের সঙ্গে। চ্যাটজিপিটির প্রযুক্তি যুক্ত হওয়ার পর থেকে মাইক্রোসফটের নিজস্ব এই সার্চ ইঞ্জিনে ব্যবহারকারী বেড়েছে ১০ কোটি। বিংকে নিয়ে এই শঙ্কার মাঝেই নতুন খারাপ খবর শুনল গুগল। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, স্যামসাং নিজেদের মোবাইল ফোনগুলোতে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে গুগলের বদলে বিং ব্যবহারের কথা ভাবছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, স্যামসাংয়ের ফোনে গুগলের সার্চ ইঞ্জিন ব্যবহারের চুক্তিটি ৩০০ কোটি ডলারের। ফলে স্যামসাং যদি শেষ পর্যন্ত নতুন এই সিদ্ধান্ত নিয়ে নেয়, তাহলে মোটা অঙ্কের আয় কমে আসবে গুগলের।

গুগলের মোট আয়ের ২ শতাংশেরও কম এই আয় হলেও প্রতিষ্ঠানটির উদ্বিগ্ন হওয়ার বেশ কারণ রয়েছে। ধারণা করা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবটগুলো ভবিষ্যতে সার্চ ইঞ্জিনের জায়গা দখল করবে। ফলে প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো ও ব্যবহারকারীরা এভাবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবটে অভ্যস্ত হয়ে গেলে গুগলের ব্যবসায় ভাটা পড়তে থাকবে।

চ্যাটজিপিটিকে পাল্লা দিতে এরই মধ্যে বার্ড এআই এনেছে গুগল। তবে এখনো পর্যন্ত তেমন কোনো সুবিধা করতে পারেনি এই চ্যাটবট। এদিকে এআইভিত্তিক একটি নতুন সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করছে গুগল। আগামী মাসেই আনা হতে পারে এটি। নতুন এই সার্চ ইঞ্জিন শুরুতে শুধু যুক্তরাষ্ট্রে অবস্থানরত সর্বাধিক ১০ লাখ ব্যবহারকারীরা পাবেন। নতুন এই সার্চ ইঞ্জিনে কী ধরনের সুযোগ-সুবিধা থাকবে, তা এখনো স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, গুগলের পরীক্ষামূলক বার্ড চ্যাটবটের মতো সংলাপের সুবিধা থাকবে এতে। সার্চ ইঞ্জিনটি ‘ম্যাগি’ কোডনেমের অধীনে তৈরি করা হচ্ছে।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, বলা হচ্ছে, নতুন এই পরিকল্পনাগুলো মাইক্রোসফটের বিং চ্যাটবট ও ওপেনএআইয়ের চ্যাটজিপিটি মোকাবিলায় গুগলের প্রচেষ্টার অংশ।

নতুন চিপের আইপ্যাড এয়ার ও ম্যাজিক কিবোর্ড নিয়ে এল অ্যাপল

হোয়াটসঅ্যাপে রেজল্যুশন ঠিক রেখে ছবি ও ভিডিও পাঠানোর উপায়

বাংলাদেশ স্যাটেলাইটের সম্প্রচার ৭ দিন ব্যাহত হতে পারে

চিকিৎসকের সহকারী হবে মাইক্রোসফটের ড্রাগন কো-পাইলট

টিকটক কিনতে আগ্রহীদের তালিকায় যুক্ত হলেন রেডিটের সহপ্রতিষ্ঠাতা

দেশজুড়ে ওপেনসোর্স চিপের ব্যবহার বাড়াতে নীতিমালা করছে চীন

চলতি সপ্তাহেই আসছে অ্যাপলের নতুন ম্যাকবুক এয়ার, থাকবে এম৪ চিপ

ইন্টেলের প্রযুক্তিতে চিপ উৎপাদন করবে এনভিডিয়া–ব্রডকম, সক্ষমতা যাচাই চলছে

নান্দনিকতা ও সৌন্দর্যের মিশেলে বাজারে আসছে ‘অপো এ ফাইভ প্রো’

একাধিক ফোনে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার উপায়