Ajker Patrika
হোম > প্রযুক্তি

বন্ধুদের অদেখা স্টোরি দেখার সুযোগ দিতে নতুন ফিচার আনল ইনস্টাগ্রাম

অনলাইন ডেস্ক    

বন্ধুদের অদেখা স্টোরি দেখার সুযোগ দিতে নতুন ফিচার আনল ইনস্টাগ্রাম
ইনস্টাগ্রামের একটি জনপ্রিয় ফিচার স্টোরি হাইলাইটস। ছবি: নাইন টু ফাইভ ম্যাক

সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো ইনস্টাগ্রাম। এ প্ল্যাটফর্মের সবচেয়ে জনপ্রিয় ফিচার হচ্ছে স্টোরিজ। এবার বন্ধুদের স্টোরি হাইলাইটগুলো যেন মিস না এ জন্য নতুন ফিচার নিয়ে আসছে প্ল্যাটফর্মটি। মিস করা স্টোরি হাইলাইটসগুলো পুনরায় দেখার সুযোগ দেবে এই ফিচার।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, সোশ্যাল নেটওয়ার্কটির ফিডের ওপর স্টোরিজের সঙ্গে অদেখা স্টোরি হাইলাটগুলো দেখানো শুরু করবে।

ইনস্টাগ্রামে একটি জনপ্রিয় ফিচার স্টোরি হাইলাইটস, যা ব্যবহারকারীদের তাদের পছন্দের স্টোরিগুলো প্রোফাইলে সংরক্ষণ এবং পিন করার সুযোগ দেয়। এগুলো ২৪ ঘণ্টার সীমা ছাড়িয়ে দীর্ঘ সময়ের জন্য দৃশ্যমান থাকে। নতুন এই পরীক্ষা স্টোরি হাইলাইটসগুলোকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তুলতে চায়।

যখন একজন ব্যবহারকারী তার বন্ধুর বা কনটেন্ট ক্রিয়েটরের সাধারণ স্টোরি দেখা শেষ হবে, তখন ‘স্টোরি হাইলাইটস’ শিরোনামে নতুন সেকশন দেখানো হতে পারে। এই সেকশনে অদেখা কিছু হাইলাইট দেখাবে। প্ল্যাটফর্মটি বিভিন্ন উপায়ে এই হাইলাইটসগুলো দেখাতে পারে। যেমন: কনটেন্ট তৈরির সৃষ্টির তারিখ বা থিম অনুযায়ী।

এই নতুন ফিচার কনটেন্ট ক্রিয়েটরদের জন্যও উপকারী হতে পারে। কারণ তাদের যত্নসহকারে তৈরি করা স্টোরি হাইলাইটসগুলোর ভিউ ফিচারটি মাধ্যমে বৃদ্ধি পাবে।

মেটার মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা সব সময় নতুন উপায়ে মানুষকে স্টোরিজের মাধ্যমে সংযোগ স্থাপন করতে সাহায্য করার কাজ করছি এবং একটি ছোট দলের সঙ্গে সাম্প্রতিক হাইলাইটসগুলো স্টোরিজ ট্রের শেষে দেখানোর জন্য পরীক্ষা–নিরীক্ষা চালাচ্ছি।’

এটি যদিও এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং সব ব্যবহারকারীর জন্য উপলব্ধ নয়, তবে ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে এর সম্ভাব্য প্রভাব যথেষ্ট গুরুত্বপূর্ণ।

সম্প্রতি ম্যাসেজ আদান প্রদানের জন্য ‘শিডিউল মেসেজ’ ফিচার নিয়ে এসেছে মেটা প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কয়েক দিন আগেই তাদের মেসেজ শিডিউল করে রাখতে পারবেন এবং নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের কাছে পৌঁছে যাবে মেসেজগুলো।

এই নতুন ফিচার ব্যবহারকারীদের জন্য অনেক সুবিধা নিয়ে এসেছে। যেমন: এখন থেকে বন্ধুর জন্মদিনে সময়মতো শুভেচ্ছা পাঠাতে ভুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। ব্যস্ত সময় বা ভ্রমণের সময়েও নির্ধারিত সময়ে মেসেজ পাঠানো সম্ভব হবে। যারা ইনস্টাগ্রাম পেশাদারি কাজে ব্যবহার করেন, তাদের জন্য এটি বিশেষভাবে কার্যকরী।

মেটার গোপন তথ্য ফাঁস করায় ২০ কর্মী বরখাস্ত

হোয়াটসঅ্যাপে রমজানের স্টিকার পাঠাবেন যেভাবে

চ্যাটজিপিটির মতো অ্যাপ আনছে মেটা এআই

২০ বছর পর বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

ভারতে কম্পিউটার গেমারদের ৪৪ শতাংশ নারী, ডেভেলপার মাত্র ১২ শতাংশ

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও, করণীয় কী

দক্ষিণ কোরিয়ায় ২১ দিনে বিক্রি হলো ১০ লাখ গ্যালাক্সি এস২৫

স্মার্টফোন ক্যামেরায় একাধিক লেন্স কেন থাকে, কাজ করে কীভাবে

আবেগ বুঝতে পারে চ্যাটজিপিটি ৪.৫

হোয়াটসঅ্যাপে অনলাইনে থেকেও অফলাইনে দেখাবেন যেভাবে