Ajker Patrika
হোম > প্রযুক্তি

আইফোন থেকে মেসেঞ্জার আনইনস্টল করুন তিন উপায়ে

অনলাইন ডেস্ক

আইফোন থেকে মেসেঞ্জার আনইনস্টল করুন তিন উপায়ে

বিশ্বের প্রায় সব দেশেই চ্যাট করার জন্য মেটা কোম্পানির মেসেঞ্জার অ্যাপ জনপ্রিয়। ফেসবুকের মেসেঞ্জার ছাড়াও আইফোনে চ্যাট করতে আইমেসেজ, হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হয়। তবে মেসেঞ্জার ব্যবহার করতে না চাইলে সহজেই আইফোন থেকে তা আনইনস্টল করা যাবে। 

তিন উপায়ে এই কাজটি করা যায় বলে গ্যাজেট ব্রিজের এক প্রতিবেদন বলছে। হোম স্ক্রিন, অ্যাপ লাইব্রেরি ও সেটিংসের মাধ্যমে অ্যাপটি আনইনস্টল করা যাবে।

হোম স্ক্রিনের মাধ্যমে আনইনস্টল

হোম স্ক্রিনের মাধ্যমে মেসেঞ্জার আনইনস্টল করতে নিচের কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে- 
১. আইফোনের হোম স্ক্রিনে মেসেঞ্জার অ্যাপটি চাপুন ও ধরে রাখুন। 
২. রিমুভ অ্যাপ অপশনটি চাপুন। 
৩. স্ক্রিনে ‘ডিলেট অ্যাপ’ অপশন এলে কনফার্ম করুন। 

অ্যাপ লাইব্রেরির মাধ্যমে আনইনস্টল

অ্যাপ লাইব্রেরিতে গিয়েও সহজে মেসেঞ্জার আনইনস্টল করা যায়। এক্ষেত্রে চারটি ধাপ অনুসরণ করতে হবে- 

১. হোম স্ক্রিনে গিয়ে অ্যাপ লাইব্রেরি খুঁজে বের করুন। অ্যাপ লাইব্রেরি খুঁজে পেতে দরকার হলে বাম দিকের প্রতি পেজে স্ক্রল করুন। 
২. অ্যাপ লাইব্রেরি চাপুন। 
৩. নিচের দিকে স্ক্রল করে মেসেঞ্জার অ্যাপটি বের করুন ও চেপে ধরে রাখুন। 
৪. ডিলেট অ্যাপ অপশনটি স্ক্রিনে আসলে কনফার্ম চাপুন। 

সেটিংসর মাধ্যমে আনইনস্টল

আইফোনের সেটিংসের মাধ্যমে মেসেঞ্জার আনইনস্টল করতে তিনটি ধাপ অনুসরণ করতে হবে।

১. আইফোনের সেটিংসে গিয়ে জেনারেল অপশনটি চাপুন।

২. স্ক্রল করে আইফোন স্টোরেজ নির্বাচন করুন।

৩. নিচের দিকে স্ক্রল করে মেসেঞ্জার সিলেক্ট করুন। 

মেসেঞ্জারের তথ্য (ডকুমেন্ট, ছবি) কেউ রেখে দিতে চাইলে ফোন থেকে মেসেঞ্জার আনইনস্টল না করে ‘অফলোড’ অপশনটি নির্বাচন করতে পারবেন। 

মেসেঞ্জারের অফলোড করতে সেটিংসে গিয়ে জেনারেল অপশনটি নির্বাচন করতে হবে। সেখান থেকে আইফোনের স্টোরেজে গিয়ে মেসেঞ্জার অ্যাপটি খুঁজে বের করুন এবং অফলোড অপশনটি নির্বাচন করুন।

নতুন চিপের আইপ্যাড এয়ার ও ম্যাজিক কিবোর্ড নিয়ে এল অ্যাপল

হোয়াটসঅ্যাপে রেজল্যুশন ঠিক রেখে ছবি ও ভিডিও পাঠানোর উপায়

বাংলাদেশ স্যাটেলাইটের সম্প্রচার ৭ দিন ব্যাহত হতে পারে

চিকিৎসকের সহকারী হবে মাইক্রোসফটের ড্রাগন কো-পাইলট

টিকটক কিনতে আগ্রহীদের তালিকায় যুক্ত হলেন রেডিটের সহপ্রতিষ্ঠাতা

দেশজুড়ে ওপেনসোর্স চিপের ব্যবহার বাড়াতে নীতিমালা করছে চীন

চলতি সপ্তাহেই আসছে অ্যাপলের নতুন ম্যাকবুক এয়ার, থাকবে এম৪ চিপ

ইন্টেলের প্রযুক্তিতে চিপ উৎপাদন করবে এনভিডিয়া–ব্রডকম, সক্ষমতা যাচাই চলছে

নান্দনিকতা ও সৌন্দর্যের মিশেলে বাজারে আসছে ‘অপো এ ফাইভ প্রো’

একাধিক ফোনে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার উপায়