হোম > প্রযুক্তি

মেসেঞ্জার আনছে নতুন ফিচার

বেশ কিছু নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম মেসেঞ্জার। মেসেঞ্জারের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলতেই নিয়ে আসা হচ্ছে এসব ফিচার। মেসেঞ্জারের মূল প্রতিষ্ঠান মেটা এ বিষয়ে একটি ঘোষণায় জানিয়েছে, তারা মেসেঞ্জারে ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’, ‘স্ক্রিনশট ডিটেকশন’, ‘মেসেজ রিঅ্যাকশন’সহ ‘টাইপিং ইন্ডিকেটর’-এর সুবিধা আনতে যাচ্ছে। 

মেসেঞ্জারে ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ চালু করা হবে গ্রুপ চ্যাট ও কলের ক্ষেত্রে। খুবই গুরুত্বপূর্ণ এই নিরাপত্তাসুবিধা এর আগে কেবল কিছুসংখ্যক ব্যবহারকারীর জন্য সীমাবদ্ধ থাকলেও এখন এই ফিচার চালু হবে সব মেসেঞ্জার ব্যবহারকারীর জন্য। ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ এমন একটি পদ্ধতি, যেখানে কোনো ব্যবহারকারী যার সঙ্গে যোগাযোগ করেছেন কেবল তাঁরা দুজন ছাড়া আদান-প্রদান করা মেসেজ কেউ দেখতে বা শুনতে পারবে না, এমনকি মেসেঞ্জার কর্তৃপক্ষও নয়। 

মেসেঞ্জারের আনা আরেকটি নতুন ফিচার হলো ‘স্ক্রিনশট ডিটেকশন’ বা স্ক্রিনশট ওয়ার্নিং ফিচার। এই ফিচার চালুর ফলে এখন থেকে মেসেঞ্জারের ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ চ্যাটের স্ক্রিনশট নেওয়া যাবে না। স্ক্রিনশট ওয়ার্নিং ফিচারের মাধ্যমে চ্যাটের স্ক্রিনশট নেওয়া হলে মেসেঞ্জার ব্যবহারকারীদের তা জানিয়ে দেওয়া হবে। 

মেসেঞ্জার ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ চ্যাট ছাড়াও অন্যান্য চ্যাটের ক্ষেত্রেও নতুন কিছু ফিচার চালু করা হতে পারে। এর মধ্যে রয়েছে নির্দিষ্ট কোনো মেসেজে বিভিন্ন ধরনের জিআইএফ, স্টিকার, রিঅ্যাকশন, রিপ্লাই ইত্যাদির অপশন। এ ছাড়া মেসেঞ্জার ব্যবহারকারীরা তাঁদের গ্যালারি থেকে ছবি ও ভিডিও পাঠানোর আগে তা এডিট করে নিতে পারবেন। 

মেসেঞ্জারের নতুন ফিচারগুলো নির্দিষ্ট কোনো চ্যাট ছাড়াও ব্যবহার করা যাবে গ্রুপ চ্যাটের ক্ষেত্রেও। এ ছাড়া ফেসবুক মেসেঞ্জারের ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ চ্যাটের ক্ষেত্রে দেখা যাবে ভেরিফায়েড ব্যাজের অপশনটিও। ফলে ব্যবহারকারীরা বুঝতে পারবেন, কোনটি ভেরিফায়েড অ্যাকাউন্ট এবং কোনটি নয়। 

প্রযুক্তির দখল কার হাতে

গুগলের নতুন এআই টুল

বৈদ্যুতিক জাহাজ নির্মাণশিল্পে চীনের আধিপত্য

পাসওয়ার্ডের নিরাপত্তা কতটুক: জেনে নিন বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড

ভুয়া ওয়েবসাইট চেনার উপায়

আগুনের ঝুঁকিমুক্ত ব্যাটারি বানালেন বিজ্ঞানীরা

উসকানিমূলক কনটেন্ট বন্ধে কঠোর অবস্থানে সরকার

উসকানিমূলক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে বিটিআরসির চিঠি

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব