হোম > প্রযুক্তি

ইনটেল চেয়ারম্যানের পদ ছাড়লেন বাংলাদেশি ওমর ইশরাক

প্রযুক্তি ডেস্ক

বহুজাতিক প্রযুক্তি কোম্পানি ইনটেলের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ওমর ইশরাক। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য ফ্রাংক ইয়ারি।

চেয়ারম্যানের দায়িত্ব ছেড়ে দিলেও ইশরাক ইনটেলের বোর্ডে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

২০২০ সালে ইনটেলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন ওমর ইশরাক। তিনি ২০১৭ সালের মার্চ থেকে ইনটেলের পরিচালনা পর্ষদে যুক্ত ছিলেন।

ওমর ইশরাককে নিয়ে ইনটেলের সিইও প্যাট গেলসিঙ্গার বলেন, ‘আমাকে কোম্পানির প্রধান নির্বাহী হিসেবে ফিরিয়ে আনায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।’

ইনটেলে যোগ দেওয়ার আগে যুক্তরাষ্ট্রভিত্তিক চিকিৎসা প্রযুক্তি ও পরিষেবা প্রতিষ্ঠান মেডট্রোনিকের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রায় ৯ বছর দায়িত্ব পালন করেন ইশরাক।

বাংলাদেশে বেড়ে ওঠা ওমর ইশরাক ঢাকার সেন্ট জোসেফ স্কুলে পড়াশোনা করেন। তিনি ইউনিভার্সিটি অব লন্ডন, কিংস কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক এবং পিএইচডি করেছেন। উচ্চ মাধ্যমিক পাসের পর বিদেশের উদ্দেশ্যে পাড়ি জমান ইশরাক। নিজের ক্যারিয়ার গড়েছেন চিকিৎসা প্রযুক্তিবিদ হিসেবে।

চিকিৎসাযন্ত্র উদ্ভাবনের পাশাপাশি ইশরাক কাজ করেছেন প্রযুক্তি কোম্পানি ফিলিপ্সের বিপণন বিভাগেও। তিনি এশিয়া সোসাইটি ও মিনেসোটা পাবলিক রেডিওর বোর্ড অব ট্রাস্টির সদস্য। 

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন