মুনাফা বিবেচনায় উৎপাদন পরিকল্পনা পুনর্বিবেচনা করছে বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। ওয়াল স্ট্রিটের বিশ্লেষকেরা বলছেন, টেসলা গত দুই বছরের মধ্যে প্রথমবারের মতো ত্রৈমাসিক ডেলিভারি হ্রাসের কথা জানিয়েছে।
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক পরিচালিত প্রতিষ্ঠানটি শনিবার জানায়, এটি দ্বিতীয় ত্রৈমাসিকে ২ লাখ ৫৪ হাজার ৬৯৫টি গাড়ি সরবরাহ করেছে, যা প্রথম ত্রৈমাসিকের তুলনায় প্রায় ১৮ শতাংশ কম। এপ্রিল থেকে জুন সময়কালে ২ লাখ ৫৮ হাজার ৫৮০টি গাড়ি তৈরি করেছে টেসলা।
চীনে সাম্প্রতিক করোনায় কারখানা বন্ধ থাকায় উৎপাদন ও বিক্রি কমেছে বলে জানায় টেসলা। বছরের প্রথম তিন মাসের তুলনায় পরবর্তী তিন মাসে কোম্পানির গাড়ি বিক্রি ১৮ শতাংশ কমে যায়। আর উৎপাদনও কমেছে ১৫ শতাংশ।