নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টানা সাত দিন ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় ক্ষতিপূরণ চেয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনসহ (বিটিআরসি) সংশ্লিষ্ট চারটি পক্ষকে আইনি নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহীউদ্দীন আহমেদ।
আজ সোমবার তাঁর পক্ষে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত জাহান।
নোটিশে বলা হয়, বিগত ১৮ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত সারা দেশে টানা প্রায় ৭ দিন ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ ছিল। ‘এক দেশ, এক রেট’ কর্মসূচির আওতায় বিটিআরসির নির্দেশনা অনুযায়ী দেশে একটানা ৫ দিন ইন্টারনেট সেবা বন্ধ থাকলে সেবাদাতা গ্রাহকের কাছ থেকে মোট বিলের ৫০ শতাংশ সেবামূল্য বা বিল নিতে পারবে না।
যেহেতু সারা দেশে একটানা ৫ দিনের বেশি সময় ধরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ ছিল, তাই চলতি মাসের বিলের ৫০ শতাংশ সেবামূল্য গ্রাহকের কাছ থেকে না নেওয়ার নির্দেশনা পালন করতে ৪৮ ঘণ্টার মধ্যে সব ব্রডব্যান্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হলো।
নোটিশটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, বিটিআরসির চেয়ারম্যান, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশনের (আইএসপিএবি) সভাপতি এবং অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) সেক্রেটারি জেনারেল।
নোটিশে আরও বলা হয়, দেশে ইন্টারনেট না থাকার কারণে দেশের মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে অতিসত্বর তার ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো। যেহেতু, বর্তমানে ইন্টারনেট সেবা চালু থাকলেও নিম্নগতির ইন্টারনেটের কারণে জনগণের ক্ষয়ক্ষতি চলমান। তাই, অতিসত্বর এই বিষয়ে পদক্ষেপ নিতে অনুরোধ করা হলো। ৪৮ ঘণ্টার মধ্যে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।
ব্যবস্থা না নিলে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশটি আজ সোমবার রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো হয় বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহীউদ্দীন আহমেদ।