হোম > প্রযুক্তি

উইন্ডোজ ও ম্যাকে কত জিবি র‍্যাম আছে দেখবেন যেভাবে 

কম্পিউটারের অপারেটিং সিস্টেম চালানোর জন্য পর্যাপ্ত পরিমাণ র‍্যামের প্রয়োজন হয়। কম্পিউটারের গতি কতটুকু হবে সেটিও নির্ভর করে র‍্যামের ওপর। তবে নিজের উইন্ডোজ বা ম্যাক কম্পিটারে কত জিবি র‍্যাম রয়েছে তা অনেকের জানা নেই। নতুন ডিভাইস কেনার প্রয়োজনীয়তা রয়েছে নাকি বা অতিরিক্ত র‍্যাম যুক্ত করতে হবে নাকি তা বোঝার জন্য এই তথ্য জানা দরকার। 

উইন্ডোজ ও ম্যাকে কত জিবি র‍্যাম আছে তা মাত্র কয়েক মিনিটের মধ্যেই জানা যায়। 

উইন্ডোজ র‍্যামের তথ্য বের করবেন যেভাবে 
উইন্ডোজ ১০ ও ১১ সমর্থিত কম্পিউটারে র‍্যামের তথ্য দুই উপায়ে বের করার যায়। উপায় দুটি তুলে ধরা হলো—

প্রথম পদ্ধতি 
১. প্রথমে কম্পিউটারের স্টার্ট আইকনের সার্চ বারে ‘সেটিংস’ শব্দটি টাইপ করতে হবে। 
২. সেটিংস অপশনটি পেয়ে গেলে এতে ক্লিক করতে হবে। ৩. এরপর ডান দিকের প্যানেল থেকে ‘সিস্টেম’ অপশনটি খুঁজে বের করতে হবে ও এতে ক্লিক করতে হবে। 
৪. এবার স্ক্রিনের বাম দিকে স্ক্রল করে ‘অ্যাবাউট’ অপশনে ক্লিক করতে হবে। ৫. অ্যাবাউট পেজ কম্পিউটারের বিভিন্ন তথ্যের পাশাপাশি র‍্যামের তথ্যও দেখানো হবে।

দ্বিতীয় পদ্ধতি 
১. কম্পিউটারের ডেস্কটপ থেকে ‘দিস পিসি’ বা ‘মাই কম্পিউটার’ আইকোনে ক্লিক করুন। 
২. নতুন উইন্ডোজ খোলার পর বাম পাশের বাম পাশের প্যানেল থেকে আবার ‘দিস পিসি’ বা ‘মাই কম্পিউটার’ খুঁজে বরে করুন ও এরপর এতে রাইট ক্লিক করুন। 
৩. রাইট ক্লিক করা ফলে একটি টুলবার মেনু চালু হবে। 
৪. মেনু থেকে ‘প্রোপার্টিজ’ অপশনে ক্লিক করুন। 
৫. ‘অ্যাবাউট’ পেজ চালু হবে। এই পেজে কম্পিউটারের বিভিন্ন তথ্যের পাশাপাশি র‍্যামের তথ্যও দেখানো হবে। 

ম্যাকওএসে র‍্যামের তথ্য বের করবেন যেভাবে 
১. অ্যাপল মেনুতে ক্লিক করুন ও ‘অ্যাবাউট দিস ম্যাক’ অপশনটি নির্বাচন করুন। ২. ডিফল্টভাবে ওভারভিউ ট্যাব চালু হবে। মেমোরির পাশে ম্যাকে কতটুকু র‍্যাম আছে তা দেখানো হবে।

তথ্যসূত্র: ডিজিটাল ট্রেন্ডস

ব্যবসায় ফেসবুক গ্রুপের গুরুত্ব, খুলবেন কীভাবে

সিনেমার গল্প বাস্তবে: সম্ভাব্য খুনি চিহ্নিত করতে সফটওয়্যার বানাচ্ছে যুক্তরাজ্য

ফেসবুকের কমেন্টেও রিপোর্ট করা যাবে, যুক্ত হলো নতুন অপশন

বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক সেবা শুরু

যুক্তরাষ্ট্রে কারখানা না করলে টিএসএমসিকে ১০০ শতাংশ শুল্ক ও জরিমানার হুমকি

অভিভাবকের অনুমতি ছাড়া ইনস্টাগ্রামে লাইভ করতে পারবে না কিশোর-কিশোরীরা

ফেসবুক রিলসে থাম্বনেইল কেন গুরুত্বপূর্ণ, কীভাবে করবেন

টেলিগ্রামকে ৮০ হাজার ডলার জরিমানা করল রাশিয়া

মেটার নতুন মাল্টিমোডাল এআই মডেল লামা ৪, বিশেষত্ব কী

ডায়মন্ড চ্যালেঞ্জের চূড়ান্ত পর্বে বাংলাদেশের দুই ভাই