হোম > প্রযুক্তি

ফেসবুকের কমেন্টেও রিপোর্ট করা যাবে, যুক্ত হলো নতুন অপশন

আজকের পত্রিকা ডেস্ক­

ফেসবুক কমেন্ট রিপোর্ট করার ফিচারটি আগেও ছিল। ছবি: স্কেচ অ্যাপ রির্সোসেস

প্রতিদিন হাজার হাজার মানুষ নিজেদের অনুভূতি, ছবি, চিন্তা, ও মতামত শেয়ার করে ফেসবুকে। পোস্টে বিষয়ে বন্ধুরা নিজেদের প্রতিক্রিয়া জানিয়ে থাকে কমেন্টে। তবে কিছু কমেন্ট এমন থাকে, যা ব্যবহারকারীর মন ভালো করে দেয়। আবার কিছু কমেন্ট এমনও হয়, যা ব্যবহারকারীকে অস্বস্তিতে ফেলে, কখনো কখনো আঘাতও করে। এই ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে ফেসবুক নতুন ফিচার যুক্ত করেছে, যা ব্যবহারকারীদের কমেন্টের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ দেবে। এখন থেকে যেকোনো অস্বস্তিকর বা অসংগতিপূর্ণ কমেন্ট খুব সহজে রিপোর্টও করতে পারবেন ফেসবুক ব্যবহারকারীরা।

রিপোর্ট করার মাধ্যমে দ্রুত ক্ষতিকর কনটেন্ট বা অশালীন মন্তব্যগুলো চিহ্নিত করতে পারবে ফেসবুকের কর্তৃপক্ষ। ফলে তারা দ্রুত সঠিক ব্যবস্থা নিতে পারবে।

ফেসবুক কমেন্টের রিপোর্ট ফিচার

ফেসবুক কমেন্ট রিপোর্ট করার ফিচারটি আগেও ছিল। তবে নতুন আপডেটের ফলে সহজেই ডেস্কটপের ফেসবুক সংস্করণ থেকে ফিচারটি ব্যবহার করা যাবে। এখন ডেস্কটপের ফেসবুক সংস্করণে কমেন্টের পাশেই ‘তিন’ ডট আইকোন দেখা যাবে। এই তিন ডট আইকোনে ক্লিক করলেই হাইড কমেন্ট বা রিপোর্ট কমেন্ট–এর অপশন দেখা যাবে।

রিপোর্ট কমেন্টে ক্লিক করার পর ফেসবুক জানতে চাইবে কী কারণে কমেন্টটি রিপোর্ট করতে চাইছেন। এখন রিপোর্ট করার কারণ নির্বাচন করে সাবমিট বাটনে ট্যাপ করুন। আগের তুলনায় রিপোর্ট করার জন্য অনেকগুলো বিষয় অর্ন্তভুক্ত করেছে ফেসবুক।

আগের তুলনায় রির্পোট করার জন্য অনেকগুলো বিষয় অর্ন্তভুক্ত করেছে ফেসবুক। ছবি: ফেসবুক

এ ছাড়া ফেসবুকের মোবাইল অ্যাপে কমেন্টের পাশে একটি ডাউনওয়ার্ড বাটন (নিম্নমুখী তীরচিহ্ন) দেখা যাচ্ছে। তবে আইকনটির কাজ কী, তা এখনো নিশ্চিত করা যায়নি। ধারণা করা হচ্ছে, সম্ভবত এটি একটি ফিচারের অংশ যা রেডিটের মতো ব্যবহারকারীদের কমেন্টগুলো ডাউনভোটের সুযোগ দেয়। এই বাটনে ক্লিকের মাধ্যমে বোঝানো হয় যে, আপনি কমেন্টটিকে অপ্রাসঙ্গিক বা অবমাননাকর বলে মনে করছেন।

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের