Ajker Patrika
হোম > প্রযুক্তি

কর্মদক্ষতার বিচারে ৩৬০০ কর্মী ছাঁটাই করছে মেটা

কর্মদক্ষতার বিচারে ৩৬০০ কর্মী ছাঁটাই করছে মেটা
মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ছবি: এএফপি

কর্মদক্ষতার ভিত্তিতে ৩ হাজার ৬০০ কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে মেটা। বার্তা সংস্থা এএফপিকে জানায়, বিশ্বজুড়ে মেটার ৭২ হাজার কর্মী থেকে মোট ৫ শতাংশ ছাঁটাই করা হবে। তাঁদের বিপরীতে দক্ষ কর্মী নিয়োগ দেওয়া হবে।

মেটার সিইও মার্ক জাকারবার্গ বলেন, ‘পারফরম্যান্স বা কর্মদক্ষতা উন্নত করার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তাই কম দক্ষ কর্মী দ্রুত ছাঁটাই করা হবে।’

জাকারবার্গ আরও বলেন, ‘ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মালিক মেটা নিশ্চিত করতে চায় তাঁদের ‘‘সবচেয়ে দক্ষ কর্মী’’ রয়েছে এবং তাঁরা কম দক্ষ কর্মী ছাঁটাই করে ‘‘নতুন লোক নিয়োগ দেবে’’।’

ব্লুমবার্গ এবং দা ভার্জ জানিয়েছে, মেটার বর্তমান কর্মীদের মধ্যে যারা কম দক্ষ, তাদের দ্রুত কোম্পানি থেকে বিদায় করা হবে এবং নতুন কর্মী নিয়োগের মাধ্যমে এই শূন্যতা পূরণ করা হবে।

সম্প্রতি মেটা যুক্তরাষ্ট্রে তাদের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানটি তাদের কনটেন্ট মডারেশনের নিয়মও কিছুটা শিথিল করেছে।

মার্ক জাকারবার্গ ২০২১ সালে তাঁর প্রতিষ্ঠান ফেসবুকের নাম পরিবর্তন করে ‘মেটা’ রাখেন। তিনি একটি মেটাভার্স বা ভার্চুয়াল রিয়্যালিটি অভিজ্ঞতা তৈরির উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা করেছিলেন। তবে তাঁর এ পরিকল্পনা ধারাবাহিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে।

এর আগে ২০২৩ সালে ব্যয় সংকোচনের জন্য ২০ হাজার কর্মী ছাঁটাই করেছিল মেটা। সেই বছরটিকে ‘দক্ষতার বছর’ হিসেবে ঘোষণা করেছিল তারা।

জাকারবার্গ বর্তমানে বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা তাঁকে দেশটির রাজনৈতিক অঙ্গনেও বেশ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

চ্যাটজিপিটিকে ধন্যবাদ জানালেও খরচ হয় কোটি টাকা!

মামলার কবলে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো

দরিদ্র শিক্ষার্থীদের বিনা মূল্যে ফ্রিল্যান্সিং শেখান শুভ

ফেসবুক পেজে একাধিক অ্যাডমিন যুক্ত করবেন যেভাবে

স্কুলশিক্ষার্থীদের এআই শিক্ষা বাধ্যতামূলক করল চীন

টেসলার রাঁধুনি রোবট

ভিভোর নতুন স্মার্টফোন উন্মোচন

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে এআই চিপ তৈরি করছে চীনের হুয়াওয়ে

ল্যাপটপ বাজারে আনল মটোরোলা

এক্সের মতো যে ফিচার আনছে টিকটক