হোম > প্রযুক্তি

সেমিকন্ডাক্টর নির্মাতাদের ভর্তুকি দিতে কংগ্রেসকে বিল পাসে চাপ বাইডেনের

অনলাইন ডেস্ক

গুরুত্বপূর্ণ অনুষঙ্গের জন্য বিদেশি সোর্সিংয়ের ওপর নির্ভরতা কমাতে কংগ্রেসকে বিল পাসে চাপ প্রয়োগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় সোমবার (২৫ জুলাই) দেশীয় সেমিকন্ডাক্টর নির্মাতাদের ৫২ বিলিয়ন ডলার ভর্তুকি দিতে বিল পাসের বিষয়টি নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। 

ঊর্ধ্বতন অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তা কর্মী এবং একটি ট্রেড ইউনিয়ন ও নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে বাইডেন বলেন, ‘দেশীয় নির্মাতাদের জন্য সরকারি সমর্থন দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। প্রতিযোগিতায় টিকে থাকতে সক্ষম হবে দেশ। যত তাড়াতাড়ি সম্ভব বিলটি পাস করতে হবে কংগ্রেসকে। অর্থনৈতিক এবং জাতীয় নিরাপত্তার খাতিরে স্মার্ট ফোন থেকে গাড়ি এবং অস্ত্র পর্যন্ত সবকিছুর জন্য প্রয়োজনীয় ক্ষুদ্র অনুষঙ্গগুলোর উৎপাদন সুরক্ষিত করা অত্যাবশ্যক।’ 

বাইডেন আরও বলেন, ‘আমেরিকা সেমিকন্ডাক্টর আবিষ্কার করেছে, কিন্তু বছরের পর বছর ধরে আমরা সেই সেমিকন্ডাক্টর উৎপাদনে বিদেশের সাহায্য নিচ্ছি। যুক্তরাষ্ট্রকে এই চিপ উৎপাদনে বিশ্বের নেতৃত্ব দিতে হবে।’ 

মার্কিন বাণিজ্যসচিব জিনা রাইমন্ডো বলেন, ‘যুক্তরাষ্ট্র ইতিমধ্যে অনেক পিছিয়ে পড়েছে। মার্কিন আমদানিকারকেরা নেতৃস্থানীয় চিপগুলোর জন্য তাইওয়ানের ওপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। অথচ সেমিকন্ডাক্টর শিল্পে প্রচুর বিনিয়োগ করছে চীন।’ 

উপ-প্রতিরক্ষা সচিব ক্যাথলিন হিকস মাইক্রো চিপ সরবরাহকে ‘চীনের সঙ্গে প্রযুক্তি প্রতিযোগিতার গ্রাউন্ড জিরো’ বলে অভিহিত করেছেন। 

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন