হোম > প্রযুক্তি

ফেসবুকে ভিডিও দেখার ইতিহাস মুছবেন যেভাবে

ফেসবুকে অনেক ভিডিও চোখের সামনে চলে আসে। এর মধ্যে কিছু ভিডিও বিব্রতকর হতে পারে। আর কোনো ভিডিও দেখলেই সেটির ইতিহাস স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্টে জমা হয়। নিজের গোপনীয়তা রক্ষা করার ভিডিওর ইতিহাস বা ওয়াচ হিস্ট্রি মুছে ফেলা জরুরি। 

খুব সহজেই ফেসবুক অ্যাপ ও ব্রাউজার দিয়ে ওয়াচ হিস্ট্রি মুছে ফেলা যায়। ফেসবুকের অ্যাক্টিভিটি সেকশন থেকে ভিডিও হিস্ট্রি দেখা হয়। 

ফেসবুক অ্যাপ থেকে ওয়াচ হিস্ট্রি ডিলিট করবেন যেভাবে 
১. ফেসবুক অ্যাপে প্রবেশ করুন এবং ডান পাশের ওপরের দিকে থাকা হ্যামবার্গার বাটনে (তিনটি অনুভূমিক লাইন) ট্যাপ করুন। আইওসের ক্ষেত্রে এটি ডান পাশের নিচের দিকে থাকবে। 
২. এরপর সেটিংস ও প্রাইভেসি অপশনে ট্যাপ করুন। এরপর সেটিংস অপশনে ট্যাপ করুন। 
৩. একটি পেজ চালু হবে। স্ক্রল করে অ্যাক্টিভিটি লগ বাটন খুঁজে বের করুন। এতে ট্যাপ করুন। 
৪. অ্যাক্টিভিটি লগ পেজে পাবলিক পোস্ট, পাবলিক ট্যাগের মতো অপশন গুলো দেখতে পারবেন। অপশনগুলো বাঁ পাশে টেনে টেনে অ্যাক্টিভিটিগুলো থেকে ‘ভিডিও ওয়াচড’ অপশনটি নির্বাচন করুন। 
৫ এরপর একটি একটি করে ভিডিওর হিস্ট্রি ডিলিট করার জন্য ভিডিও হিস্ট্রির বাঁ পাশে থাকা ডান পাশে তিন ডটে ট্যাপ করুন। এরপর ডিলিট বাটনে ট্যাপ করুন। 

সবগুলো হিস্ট্রি একসঙ্গে ডিলিট করার জন্য ‘ক্লিয়ার ভিডিও ওয়াচ হিস্ট্রি’ অপশনে ট্যাপ করুন। এরপর ডিলিট করার বিষয়টি নিশ্চিত করার জন্য একটি পপ আপ দেখানো হবে। পপ আপের ‘ক্লিয়ার’ অপশনে ট্যাপ করুন। 

ব্রাউজার থেকে ওয়াচ হিস্ট্রি ডিলিট করবেন যেভাবে
১. পছন্দের ব্রাউজার থেকে ফেসবুকের ওয়েবসাইটে যান এবং নিজের অ্যাকাউন্টে লগ ইন করুন। 
২. ডান পাশের ওপরে নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করুন। 
৩. ড্রপ ডাউন মেনু থেকে সেটিংস ও প্রাইভেসি অপশনে ক্লিক করুন। 
৪. এরপর অ্যাক্টিভিটি লগ অপশনে ক্লিক করুন। 
৫. নিচের দিকে স্ক্রল করে ‘ভিডিওস ইউ হ্যাভ ওয়াচড’ অপশনে ক্লিক করুন। 
৬. ফেসবুকে যেসব ভিডিও দেখা হয়েছে সেগুলোর তালিকা দেখা যাবে। 
৭. এরপর একটি একটি করে ভিডিওর হিস্ট্রি ডিলিট করার জন্য তিন ডট মেনুতে ক্লিক করুন। এরপর ডিলিট বাটনে ট্যাপ করুন। 
৮. সবগুলো হিস্ট্রি একসঙ্গে ডিলিট করার জন্য ‘ক্লিয়ার ভিডিও ওয়াচ হিস্ট্রি অপশনে ট্যাপ করুন। ডিলিট করার বিষয়টি নিশ্চিত করার জন্য একটি পপআপ দেখানো হবে। পপআপের ‘ক্লিয়ার’ অপশনে ট্যাপ করুন।

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের