হোম > প্রযুক্তি

হ্যাক হওয়া চ্যানেল ফিরে পেতে সাহায্য করবে ইউটিউবের এআই চ্যাটবট 

অনলাইন ডেস্ক

হ্যাক হওয়া চ্যানেল ফিরে পেতে ও ভবিষ্যতে অ্যাকাউন্টের নিরাপত্তা আরও জোরদার নিশ্চিত করতে সাহায্য করবে ইউটিউবের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট। গুগলের ইউটিউব সাপোর্ট পেজে এই নতুন ফিচারের ঘোষণা দেওয়া হয়েছে। 

নতুন ফিচারটি ‘হ্যাকড চ্যানেল অ্যাসিস্ট্যান্ট’ হিসেবে ইউটিউবে পাওয়া যাবে। এটি ‘যোগ্য ক্রিয়েটরদের’ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর সমস্যা সমাধানে সাহায্য করবে। ফিচার ইউটিউব হেল্প সেন্টার থেকে ব্যবহার করা যাবে। 

গুগল অ্যাকাউন্ট সুরক্ষিত করতে, হ্যাকারের কাছ থেকে চ্যানেলটি উদ্ধার করতে এবং অন্য হ্যাকারের কাছ থেকে সুরক্ষা দিতে এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করবে। তবে চ্যাটবটটি শুধু ইংরেজি ভাষায় আলাপ করবে এবং বর্তমানে নির্দিষ্ট কিছু ক্রিয়েটরদের জন্য ফিচারটি উন্মুক্ত করা হয়েছে। তবে সকল ক্রিয়েটরদের জন্য ফিচারটি চালু করার জন্য ইউটিউব। 

এ ছাড়া বিভ্রান্তিকর ও ভুয়া তথ্য ঠেকাতে ‘ভিউয়ারস নোটস’ ফিচার নিয়ে আসছে ইউটিউব। এটি অনেকটা এক্স প্ল্যাটফর্মের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’ ফিচারের মতো কাজ করবে। পরীক্ষামূলকভাবে ব্যবহার করে দেখার জন্য ইউটিউব ব্যবহারকারীদের ইমেইল পাঠাচ্ছেন। 

কোনো ভিডিও ‘ভুয়া বা বিভ্রান্তিকর’ বলে মনে হলে ইউটিউব ভিডিওর নিচে একটি নোট লেখা যাবে। ভিডিওটিকে ভুয়া বলে কেন মনে হচ্ছে তার ব্যাখ্যাও এতে যুক্ত করা যাবে। এমনকি ভিডিওর কোনো অংশে এমন ভুয়া তথ্য আছে তার সময় বা টাইমস্ট্যামও উল্লেখ করা যাবে। নোটটি ভিডিওর নিচে দেখানো হবে কিনা তার সিদ্ধান্ত দিতে পারবে ইউটিউব কমিউনিটির অন্যান্য সদস্যরা। 

চলতি বছরের জুন থেকেই ফিচারটি নিয়ে পরীক্ষা–নিরীক্ষা শুরু করেছে ইউটিউব। আর কিছু নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীদের জন্য ফিচারটি উন্মোচন করা হয়েছে। বর্তমানে শুধু স্মার্টফোন ও ট্যাবলেট অ্যাপে কাজ করবে ফিচারটি। পরীক্ষা–নিরীক্ষার পর ফিচারটি ইউটিউবের অন্যান্য প্ল্যাটফর্মেও যুক্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে। এসব নোটে তথ্যের উৎস উল্লেখ করার জন্য ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছে ইউটিউব। আর নোটগুলো লেখার ভাষা যেন সহজবোধ্য হয় তা খেয়াল রাখতে হবে। 

তথ্যসূত্র: এনগ্যাজেট

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন