হোম > প্রযুক্তি

আইফোনের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি: চীন

অনলাইন ডেস্ক

আইফোন বা অন্য কোনো বিদেশি ব্র্যান্ডের ফোনের ব্যবহার নিষিদ্ধ করার জন্য কোনো আইন বা নিয়ম জারি করেনি চীন। সিএনএন এক প্রতিবেদনে বলছে, চীন সরকারের মুখপাত্র বুধবার এই ঘোষণা দিয়েছেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ের এক প্রেস কনফারেন্সে বলেন, চীনের বাজার সব সময় বিদেশি কোম্পানির জন্য উন্মুক্ত। অর্থনৈতিক উন্নয়নের ফল ভাগাভাগি ও সুযোগগুলো কাজে লাগানোর চীন সব সময় তাদের স্বাগত জানিয়েছে।

তিনি আরও বলেন, ‘অ্যাপলের আইফোনের নিরাপত্তা সংক্রান্ত ঘটনা নিয়ে অনেক মিডিয়ায় রিপোর্ট’ চীন লক্ষ্য করেছে। দেশটি তথ্য ও সাইবার নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্ব দেয়। তবে এ বিষয়ে মাও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

তিনি বিদেশি ফোনের কোম্পানিকে দেশটির গোপনীয়তার আইন মান্য করার আহ্বান জানান। সেই সঙ্গে ‘কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান’ যেন ফোন থেকে গ্রাহকের ব্যক্তিগত তথ্য সংগ্রহ না করতে পারে সেটি  প্রতিরোধ করতে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদের বরাত দিয়ে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল গত সপ্তাহে এক প্রতিবেদনে বলে, সরকারি কর্মচারীদের আইফোন ব্যবহার নিষিদ্ধ করছে চীন। এই খবরে অ্যাপলের শেয়ারের দাম কমে যায় যা কোম্পানিটিকে এক মাসে সবচেয়ে বেশি দৈনিক ক্ষতির সম্মুখীন করে।

অ্যাপল কোম্পানির পণ্যের সবচেয়ে বড় বিদেশি বাজার হল চীন। গত বছরে কোম্পানিটির মোট আয়ের প্রায় এক পঞ্চমাংশ চীনের বাজার থেকে আসে।

অ্যাপল এ সম্পর্কে কোনো মন্তব্য করেনি। দেশ অনুযায়ী আইফোন বিক্রির সংখ্যা প্রকাশ করে না অ্যাপল।

তবে প্রযুক্তি বিষয়ক গবেষণাকারী কোম্পানি টেকইনসাইটের বিশ্লেষকেরা বলছে, শেষ প্রান্তিকে যুক্তরাষ্ট্রের চেয়ে চীনে আইফোন বিক্রির পরিমাণ বেশি। এ ছাড়া অ্যাপলের বেশির ভাগ আইফোন চীনের কারখানায় উৎপাদিত হয়।

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন