Ajker Patrika
হোম > প্রযুক্তি

স্যামসাংয়ের গ্যালাক্সি এস ২৪ পাচ্ছে নতুন এআই মডেল

অনলাইন ডেস্ক

স্যামসাংয়ের গ্যালাক্সি এস ২৪ পাচ্ছে নতুন এআই মডেল

গ্যালাক্সি এস ২৪ স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নতুন মডেল আনছে স্যামসাং। এই মডেল টেক্সট, ছবি ও কোড তৈরি করতে পারবে। জার্মান গণিততজ্ঞ কার্ল ফ্রিডরিশ গাউসের নামে মডেলটির নামকরণ করা হয়েছে। বিভিন্ন তত্ত্ব ও জ্যামিতিতে গাউসের অবদান আছে।

গাউস মডেলের তিনটি টুল তৈরি করেন স্যামসাংয়ের গবেষকেরা। এগুলো হল– গাউস ল্যাংগুয়েজ, স্যামসাং ইমেজ ও গাউস কোড। 

গাউস ল্যাংগুয়েজ
মানুষের ভাষা বোঝার ক্ষমতা আছে এই মডেলের। ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটির মত বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারবে গাউস। এছাড়া মডেলটি ইমেইল তৈরি ও এডিট, ডকুমেন্টের সারাংশ তৈরি এবং বিভিন্ন ভাষায় অনুবাদ করতে পারবে বলে কোম্পানিটি দাবি করছে। 

স্যামসাং ইমেজ
স্যামসাং ইমেজ স্যামসাং ইমেজ গাউসের ইমেজ তৈরির মডেলটি ওপেনএআইয়ের ডাল–ই মডেলের মত কাজ করে। এটি কম রেজল্যুশনের ছবি উচ্চ রেজল্যুশনের ছবিতে পরিণত করতে পারবে। 

গাউস কোড
ডেভেলপারদের দক্ষতার সঙ্গে কোড তৈরিতে সাহায্য করবে গাউস। এই  কোড অ্যাসিস্টেন্টকে  ‘কোড ডট আই’ নামকরণ করা হয়েছে। এটি দ্রুত ও সহজে সফটওয়্যার তৈরিতে সাহায্য করবে। 

স্যামসাং গ্যালাক্সি ২৪ ফোনে এআই মডেল 
গাউস মডেল কোম্পানির অভ্যন্তরে কর্মীরা ব্যবহার করছে। তবে সাধারণের ব্যবহার জন্য শিগরিরই এই মডেলের উন্মোচন করা হবে। তবে কবে নাগাদ মডেলটি ছাড়া হবে তার নির্দিষ্ট তারিখ জানায়নি স্যামসাং। তবে গ্যালাক্সি এস২৪ ফোনের হার্ডওয়্যারের সঙ্গে মডেলটি যুক্ত করা হতে পারে। আগামী বছরের জানুয়ারিতে মডেলটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে। 

স্যামসাংয়ের নতুন চিপ এক্সিনস ২৪০০ এআই মডেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি এআই মডেলের পারফরমেন্সকে ১৪ দশমিক ৭ গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারে।

এআইয়ের নিরাপদ ব্যবহারের জন্য এআই রেড টিমও গঠন করছে স্যামসাং। ডেটা সংগ্রহ ও এআই মডেলের উন্নয়নের মত কাজে এই টিম সাহায্য করবে।

গাউস মডেলটি ‘ডিভাইসভিত্তিক এআই’ বলে দাবি করছে স্যামসাং। অর্থাৎ এই মডেল ক্লাউডে ডেটা পাঠানোর পরিবর্তে ডিভাইসে ডেটা প্রসেস করবে। এর ফলে গ্রাহকের ডেটা বেশি নিরাপদ থাকবে এবং এই মডেল দ্রুত ডেটা প্রসেস করতে পারবে।

তথ্যসূত্র: গ্যাজেটস নাও

সৌরবিদ্যুতে চলবে ল্যাপটপ, রিচার্জ হবে ঘরের আলোতেও

এআই খাতে ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে চীনা অনার

শিশুদের জন্য কতটা নিরাপদ টিকটক, তদন্ত করছে যুক্তরাজ্য

হোয়াটসঅ্যাপে চ্যাটথ্রেড ও মেসেজ পিন করবেন যেভাবে

আবুধাবি থেকে দুবাই যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে উড়ন্ত ট্যাক্সি

মেটার গোপন তথ্য ফাঁস করায় ২০ কর্মী বরখাস্ত

হোয়াটসঅ্যাপে রমজানের স্টিকার পাঠাবেন যেভাবে

চ্যাটজিপিটির মতো অ্যাপ আনছে মেটা এআই

২০ বছর পর বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

ভারতে কম্পিউটার গেমারদের ৪৪ শতাংশ নারী, ডেভেলপার মাত্র ১২ শতাংশ