প্রযুক্তি ডেস্ক
স্বল্পদৈর্ঘ্যের ভিডিও তৈরি ও শেয়ার করার অ্যাপ লাইকি গ্রাহকদের নিরাপত্তা দিকে তাকিয়ে বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আপত্তিকর কনটেন্ট মুছে ফেলার জন্য কাজ করছে লাইকি। আপত্তিজনক বিষয় ছড়িয়ে দেওয়া হয় এমন অ্যাকাউন্টও বন্ধ করে দেবে লাইকি কর্তৃপক্ষ। গত কয়েকমাস ধরে আপত্তিকর কনটেন্ট ফিল্টারিং করে চলেছে লাইকি কর্তৃপক্ষ। এ জন্য প্রভাব বিস্তারকারী সেলিব্রেটিদের দিয়ে নানারকম ক্যাম্পেইন চালাচ্ছে লাইকি কর্তৃপক্ষ। পাশাপাশি সৃজনশীল ভিডিও নির্মাণের বিষয়ে উৎসাহ বিষয়ে উৎসাহ দিচ্ছে।
টিকটক আর লাইকি বর্তমানে অনেক জনপ্রিয় হলেও এই মাধ্যমে নানারকম অপরাধমূলক কর্মকাণ্ড হওয়ায় সমালোচনার মুখে পড়েছে তাঁরা। বিভিন্ন দেশের প্রশাসন তাঁদের বিষয়ে নানারকম পদক্ষেপ নিচ্ছে। এ জন্য নিজেদের গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে এ ধরনের পজিটিভ পদক্ষেপ নিচ্ছে লাইকি।
লাইকির বাংলাদেশের হেড অব অপারেশনস জয় বলেন, আমরা প্রত্যেককে এমন একটি প্ল্যাটফর্ম দিতে চাই যা তাঁদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা করবে। আমাদের নীতি এবং নৈতিকতার মানদণ্ড থেকে বিচ্যুত হয় এ রকম কোন কিছুই লাইকিতে উৎসাহিত করা হয় না। এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৪৩ হাজারের ওপরে অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। প্রতি মাসে প্রায় ৮৭ লাখ ভিডিও বিভিন্ন ধরনের পেনাল্টির সম্মুখীন হয়। সুরক্ষা আর নিরাপত্তা নীতি লঙ্ঘন হয় এ রকম যেকোনো ক্ষেত্রে লাইকি কর্তৃপক্ষ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে এক সঙ্গে কাজ করার মানসিকতা পোষণ করে।
লাইকির পক্ষ থেকে বলা হয়, মানুষের সৃজনশীলতাকে উৎসাহ দেওয়ার জন্যই বিশ্বব্যাপী কাজ করে যাবে লাইকি। মানুষকে পজিটিভ কাজের দিকে ধাবিত করতে নানারকম প্রচারণা চালনার বিষয়টি অব্যাহত রাখবে লাইকি।
উল্লেখ্য, সিঙ্গাপুরের বিগো টেকনোলজি কোম্পানির অ্যাপ হচ্ছে লাইকি। বিগো টেকনোলজি হচ্ছে চীনা কোম্পানি জয় ইনকরপোরেশনের একটি শাখা। এই জয় ইনকরপোরেশনের নাম রয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ভিত্তিক স্টক এক্সচেঞ্জ নাসদাকে। ২০১৯ সালের মাঝামাঝিতে বিশ্বব্যাপী লাইকি অ্যাপ প্রকাশ করা হয়। এটি অ্যান্ড্রয়েড এবং আইওস উভয় ধরনের ডিভাইসে ব্যবহার করা যায়।
লাইকি মোবাইল অ্যাপ ব্যবহার করে গ্রাহকেরা সহজেই ভিডিও তৈরি এবং সম্পাদনা করতে পারেন। এই ভিডিওতে তাঁরা নানারকম অগমেন্টেট রিয়্যালিটি ইফেক্ট ব্যবহার করার সুযোগ পায়। লাইকির ভিজ্যুয়াল ইফেক্টের মধ্যে রয়েছে নানারকম ৪ডি ম্যাজিক এবং ডাইনামিক স্টিকার।