Ajker Patrika
হোম > প্রযুক্তি

উইন্ডোজ ১১-এ যুক্ত হচ্ছে চ্যাটজিপিটি প্রযুক্তির ভার্চুয়াল সহকারী

প্রযুক্তি ডেস্ক

উইন্ডোজ ১১-এ যুক্ত হচ্ছে চ্যাটজিপিটি প্রযুক্তির ভার্চুয়াল সহকারী

উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট চ্যাটজিপিটি প্রযুক্তির ভার্চুয়াল সহকারী ‘উইন্ডোজ কো-পাইলট’ যুক্ত করছে সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠান মাইক্রোসফট। আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হবে এ সুবিধা। উইন্ডোজের টাস্কবারে যুক্ত হবে এটি।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফটের এই নতুন ফিচার কাজ করবে অনেকটা ‘বিং চ্যাট’-এর মতো করে। এই চ্যাটবক্সে প্রবেশ করা যাবে উইন্ডোজ টাস্কবার থেকেই। জটিল মেন্যুতে গিয়ে সেটিংস খুঁজে বের করা এবং পরিবর্তন করার বদলে এই কো-পাইলটে কমান্ড দিয়েই কাজটি করিয়ে নেওয় যাবে। এ ছাড়া, টুলটির মাধ্যমে ক্লিপবোর্ডের লেখা সংক্ষিপ্ত করার পাশাপাশি নতুন লেখাও লিখিয়ে নিতে পারবেন ব্যবহারকারীরা। 

এদিকে, এখন থেকে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটিতে ইন্টারনেটের সুবিধা পাবেন ব্যবহারকারীরা। ফলে এআই চ্যাটবটটিকে কোনো তথ্য জিজ্ঞেস করলে ইন্টারনেটের মাধ্যমে সেই তথ্য খুঁজে দেবে এটি। ইন্টারনেটে সার্চের ক্ষেত্রে মাইক্রোসফটের নিজস্ব বিং সার্চ ইঞ্জিন ব্যবহার করবে চ্যাটজিপিটি। 

মাইক্রোসফটের বাৎসরিক কনফারেন্স ‘মাইক্রোসফট বিল্ড ২০২৩’-এ প্রতিষ্ঠানটির কনজ্যুমার চিফ মার্কেটিং অফিসার ইউসুফ মেহেদী চ্যাটজিপিটির ওয়েব ব্রাউজিংয়ের জন্য বিং-কে ডিফল্ট ব্রাউজার হিসেবে ঘোষণা করেন।

আগে শুধু প্রশিক্ষিত তথ্যের ভিত্তিতেই উত্তর দিতে সক্ষম ছিল চ্যাটজিপিটি। ফলে চ্যাটবটটি নতুন তথ্যসমৃদ্ধ লেখা লিখতে পারত না। তবে ইন্টারনেটের সঙ্গে চ্যাটজিপিটির সংযুক্তির ফলে চ্যাটজিপিটি এখন থেকে প্রশিক্ষিত তথ্য সরবরাহের পাশাপাশি হালনাগাদ তথ্য প্রদান করবে।

আবুধাবি থেকে দুবাই যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে উড়ন্ত ট্যাক্সি

মেটার গোপন তথ্য ফাঁস করায় ২০ কর্মী বরখাস্ত

হোয়াটসঅ্যাপে রমজানের স্টিকার পাঠাবেন যেভাবে

চ্যাটজিপিটির মতো অ্যাপ আনছে মেটা এআই

২০ বছর পর বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

ভারতে কম্পিউটার গেমারদের ৪৪ শতাংশ নারী, ডেভেলপার মাত্র ১২ শতাংশ

৩০ দিন পর মুছে যাবে ফেসবুক লাইভের ভিডিও, করণীয় কী

দক্ষিণ কোরিয়ায় ২১ দিনে বিক্রি হলো ১০ লাখ গ্যালাক্সি এস২৫

স্মার্টফোন ক্যামেরায় একাধিক লেন্স কেন থাকে, কাজ করে কীভাবে

আবেগ বুঝতে পারে চ্যাটজিপিটি ৪.৫