হোম > প্রযুক্তি

৫জি নেটওয়ার্ক: ইউরোপে প্রথম কারখানা গড়তে যাচ্ছে হুয়াওয়ে 

অনলাইন ডেস্ক

ইউরোপে প্রথম কারখানা গড়তে যাচ্ছে চীনের হুয়াওয়ে। আগামী বছর ফ্রান্সে এই কারখানা স্থাপন করা হবে। এতে মোবাইল ফোনের ৫জি নেটওয়ার্ক সরঞ্জাম উৎপাদন করা হবে। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এখবর দিয়েছে।

২০ কোটি ইউরো বিনিয়োগ করে ২০২০ সালে এই কারখানা গড়ার পরিকল্পনা ছিল কোম্পানিটির। কিন্তু কোভিড ১৯ মহামারির জন্য সেটার বাস্তবায়ন সম্ভব হয়নি। 

স্ট্রাসবার্গের কাছে ব্রুমাথে কবে নাগাদ কারখানাটি তৈরি হবে ও চালু হবে এ সম্পর্কে কোনো তথ্য জানায়নি হুয়াওয়ে। তবে ফ্রান্স সরকারের এক সূত্র বলছে, ২০২৫ সালে কারখানাটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিরাপত্তার উদ্বেগের জন্য ইউরোপের কিছু দেশ চীনের হুয়াওয়ে ও জিটিএ কোম্পানির টুল ব্যবহারের নিষেধাজ্ঞা দিয়েছে। তবুও ফ্রান্সে কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে হুয়াওয়ে।

কীভাবে এই প্রযুক্তিকে ‘ঝুঁকিমুক্ত’ করা যায় তা নিয়ে বির্তক করছে ইউরোপের নেতারা। সেই সঙ্গে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশের সঙ্গে কীভাবে সহযোগিতা করবে তা নিয়ে চলছে আলোচনা। 

২০২০ সালে হুয়াওয়ের ৫জি এর সরঞ্জাম কিনতে আগ্রহী টেলিকম অপারটরদের ফ্রান্সের সরকার সতর্ক করে বলেছে, সরঞ্জামগুলোর মেয়াদ শেষ হয়ে গেলে এগুলোর লাইসেন্স নবায়ন করা যাবে না। এই নিয়মের মাধ্যমে মোবাইল নেটওয়ার্কে হুয়াওয়ারে সরঞ্জাম ব্যবহারকে বাদ দেওয়া হয়।

তবে গত জুলাইয়ে ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লে মায়ারের সঙ্গে বৈঠকের পর চীনের ভাইস প্রিমিয়ার সে লাইফং বলেন, ফ্রান্সের কিছু শহরে হুয়াওয়ের ৫জি লাইসেন্স বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন