হোম > প্রযুক্তি

৫জি নেটওয়ার্ক: ইউরোপে প্রথম কারখানা গড়তে যাচ্ছে হুয়াওয়ে 

ইউরোপে প্রথম কারখানা গড়তে যাচ্ছে চীনের হুয়াওয়ে। আগামী বছর ফ্রান্সে এই কারখানা স্থাপন করা হবে। এতে মোবাইল ফোনের ৫জি নেটওয়ার্ক সরঞ্জাম উৎপাদন করা হবে। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এখবর দিয়েছে।

২০ কোটি ইউরো বিনিয়োগ করে ২০২০ সালে এই কারখানা গড়ার পরিকল্পনা ছিল কোম্পানিটির। কিন্তু কোভিড ১৯ মহামারির জন্য সেটার বাস্তবায়ন সম্ভব হয়নি। 

স্ট্রাসবার্গের কাছে ব্রুমাথে কবে নাগাদ কারখানাটি তৈরি হবে ও চালু হবে এ সম্পর্কে কোনো তথ্য জানায়নি হুয়াওয়ে। তবে ফ্রান্স সরকারের এক সূত্র বলছে, ২০২৫ সালে কারখানাটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিরাপত্তার উদ্বেগের জন্য ইউরোপের কিছু দেশ চীনের হুয়াওয়ে ও জিটিএ কোম্পানির টুল ব্যবহারের নিষেধাজ্ঞা দিয়েছে। তবুও ফ্রান্সে কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে হুয়াওয়ে।

কীভাবে এই প্রযুক্তিকে ‘ঝুঁকিমুক্ত’ করা যায় তা নিয়ে বির্তক করছে ইউরোপের নেতারা। সেই সঙ্গে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশের সঙ্গে কীভাবে সহযোগিতা করবে তা নিয়ে চলছে আলোচনা। 

২০২০ সালে হুয়াওয়ের ৫জি এর সরঞ্জাম কিনতে আগ্রহী টেলিকম অপারটরদের ফ্রান্সের সরকার সতর্ক করে বলেছে, সরঞ্জামগুলোর মেয়াদ শেষ হয়ে গেলে এগুলোর লাইসেন্স নবায়ন করা যাবে না। এই নিয়মের মাধ্যমে মোবাইল নেটওয়ার্কে হুয়াওয়ারে সরঞ্জাম ব্যবহারকে বাদ দেওয়া হয়।

তবে গত জুলাইয়ে ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লে মায়ারের সঙ্গে বৈঠকের পর চীনের ভাইস প্রিমিয়ার সে লাইফং বলেন, ফ্রান্সের কিছু শহরে হুয়াওয়ের ৫জি লাইসেন্স বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের