Ajker Patrika
হোম > প্রযুক্তি

আইওএস ১৮ আপডেট আনল অ্যাপল, ডাউনলোড করবেন যেভাবে 

অনলাইন ডেস্ক

আইওএস ১৮ আপডেট আনল অ্যাপল, ডাউনলোড করবেন যেভাবে 

নতুন ফিচার ও কাস্টমাইজেশনের সুবিধাসহ আইওএস ১৮ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করেছে অ্যাপল। গতকাল সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় আপডেটটি আইফোনের নির্দিষ্ট কিছু মডেলের জন্য চালু করেছে কোম্পানিটি। একই সঙ্গে আইপ্যাডওএস ১৮, ওয়াচওএস ১ এবং টিভিওএস ১৮ উন্মুক্ত করেছে কোম্পানিটি। তবে আইফোনের নতুন অপারেটিং সিস্টেমের সঙ্গে এখনো অ্যাপলের নিজস্ব এআই সিস্টেম ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ যুক্ত করা হয়নি। 

আইওএস ১৮ এর নতুন ফিচারগুলো দেখা নেওয়া যাক—
হোম স্ক্রিন কাস্টমাইজেশন 
হোম স্ক্রিনের যে কোন জায়গায় অ্যাপ রাখতে পারবেন। আইওএস ১৮ আপডেটের মাধ্যমে আইফোনের অ্যাপগুলো যেকোনো জায়গায় রাখতে পারবেন। এ ছাড়া আইফোন ব্যবহারকারীরা সহজেই হোমস্ক্রিনের আইকন ও উইজেটের রং পরিবর্তন করতে পারবেন। অ্যাপের আকারও পরিবর্তন করা যাবে। অ্যাপের নিচের টেক্সট লেবেলও সরিয়ে ফেলা যাবে। 

কন্ট্রোল সেন্টার 
কন্ট্রোল সেন্টারের নকশা পরিবর্তন করা যাবে। একাধিক পেজ জুড়ে কন্ট্রোল সেন্টারের অপশনগুলো রাখা যাবে। ফেভারিটস, মিডিয়া প্লেব্যাক, হোম কন্ট্রোল বা কানেকটিভিটির মতো কন্ট্রোল অপশনগুলো লক স্ক্রিন থেকে ব্যবহারের সুবিধাও মুছে ফেলা যাবে। এগুলোর মধ্য কিছু বাটন অ্যাকশন বাটনের মাধ্যমে ব্যবহার করা যাবে। 

আইমেসেজ 
আইওএস ১৮ অপারেটিং সিস্টেমের আইমেসেজে অনেকগুলো নতুন ফিচার যুক্ত করা হয়েছে। আইমেসেজে নতুন ইমোজি যুক্ত করা হয়েছে। বোল্ড ও আন্ডারলাইনসহ বিভিন্ন টেক্সট ফরম্যাটে আইমেসেজে পাওয়া যাবে। এ ছাড়া মেসেজ শিডিউল করার অপশনও যুক্ত হয়েছে। অ্যান্ড্রয়েড ডিভাইসের সঙ্গে 

ফটোজ অ্যাপ 
ছবি সহজে খুঁজে পেতে ফটোজ অ্যাপের নতুন লেআউট যুক্ত করা হয়েছে। রিসেন্ট ডেজ, পিপল অ্যান্ড পেটস, ট্রিপস প্রভৃতি অপশন এখন ফটোজ অ্যাপে দেখা যাবে। এ ছাড়া পছন্দের ছবিগুলো পিন করেও রাখা যাবে। 

ফেস আইডি দিয়ে অ্যাপ লক করার সুযোগ
আইফোন ১৮ আপডেটের মাধ্যমে যে কোনো অ্যাপ ফেইস আইডি, টাচ আইডি বা ফোনের পাসকোড দিয়ে লক করা সম্ভব। এটি ব্যবহারকারীর গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করবে। এ ছাড়া লক ফোল্ডারের মাধ্যমে অ্যাপ লুকিয়ে রাখা যাবে। 

পাসওয়ার্ড অ্যাপ 
নতুন অপারেটিং সিস্টেমের সঙ্গে পাসওয়ার্ড অ্যাপ যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে সহজেই পাসওয়ার্ড, পাসকি ও টু–ফ্যাক্টর অথেনটিকেশন কোডগুলো গুছিয়ে রাখা যাবে। 

গেম মোড 
ম্যাকের মতো গেম মোড এবার আইফোনেও যুক্ত করা হলো। অ্যাপল বলছে, এই মোড ব্যাকগ্রাউন্ডের কার্যকলাপ কমিয়ে দেয় যাতে গেম খেলার সময় ধারাবাহিকভাবে উচ্চ ফ্রেম রেট বজায় থাকে। সেই সঙ্গে এয়ারপডসের সঙ্গে অডিও লেটেন্সি নাটকীয়ভাবে কমিয়ে দেয় এবং ওয়্যারলেস গেম কন্ট্রোলারগুলোকে ‘অত্যন্ত প্রতিক্রিয়া সংবেদনশীল’ করে তোলে। 

যেসব আইফোন আইওএস আপডেট পাবে—
আইফোন ১৬ সিরিজ
আইফোন ১৫ সিরিজ
আইফোন ১৪ সিরিজ
আইফোন এসই (২০২২) 
আইফোন ১৩ সিরিজ
আইফোন ১২ সিরিজ
আইফোন ১১ সিরিজ
আইফোন এক্সএস ম্যাক্স
আইফোন এক্সএস
আইফোন এক্সআর
আইফোন এসই (২০২০) 

আইওএস ১৮ আইফোনে ইনস্টল করবেন যেভাবে 
১. আইফোনের ‘সেটিংস’ অপশনে যান। 
২. এরপর জেনারেল ট্যাব থেকে ‘সফটওয়্যার আপডেট’ অপশনটি খুঁজে বের করুন। 
৩. এই পেজে আইফোন স্বয়ংক্রিয়ভাবে যেকোনো আপডেট চেক করবে। আপনার ফোনে আপডেটটি এলে তা এই পেজে দেখাবে। 
৪. আইওএস ১৮ আপডেট এলে ‘ডাউনলোড অ্যান্ড ইনস্টল’ অপশনে ট্যাপ করুন। স্ক্রিনে দেখানো বিভিন্ন শর্তাবলি পড়ুন এবং সেগুলোতে সম্মতি দিন। 

এরপর আইওএস ১৮ আইফোনে ডাউনলোড এবং ইনস্টল হবে। আপডেটটি ইনস্টল হতে ফোনটি রিস্টার্ট দেবে। ফোনটি চালু হতে বেশ কিছুক্ষণ লাগবে। এর মধ্যে ফোনের পাওয়ার বা ভলিউম বাটনে চাপ দেওয়া যাবে না। ফোনটি চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। নতুন অপারেটিং সিস্টেমটি আপডেট দেওয়ার আগে ফোনে পর্যাপ্ত চার্জ রয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। 
 
তথ্যসূত্র: ম্যাকরিউমার ও ৩৬০ গ্যাজেটস

ইলন মাস্কের এক্স–এর মালিক এখন এক্সএআই

ফেসবুকে আর্কাইভ হওয়া স্টোরি খুঁজে পাবেন যেভাবে

ভ্রমণ পরিকল্পনায় সাহায্যের জন্য নতুন এআই ফিচার চালু করল গুগল

চ্যাটজিপিটিতে তোলপাড় তুলেছে জিবলি, কপিরাইট নিয়ে উদ্বেগ

টিকে থাকার লড়াই উতরে ১১৮ বিলিয়ন ডলার আয় করল চীনা হুয়াওয়ে

টিকটকের মতো ইনস্টাগ্রামেও ফাস্ট ফরোয়ার্ড হবে রিলস

ফেসবুক স্টোরিতে লোকেশন শেয়ার করবেন যেভাবে

চ্যাটজিপিটি ছাড়া স্টুডিও জিবলি স্টাইলের ছবি বিনা মূল্যে তৈরি করবেন যেভাবে

টিকটক বিক্রির চুক্তি সম্পন্ন করতে চীনের শুল্ক কমাবেন ট্রাম্প

শর্টসের ‍ভিউ-সংখ্যা গণনায় যে পরিবর্তন আনছে ইউটিউব