Ajker Patrika
হোম > প্রযুক্তি

অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইস থেকে ওয়াইফাই পাসওয়ার্ড শেয়ার করবেন যেভাবে 

অনলাইন ডেস্ক

অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইস থেকে ওয়াইফাই পাসওয়ার্ড শেয়ার করবেন যেভাবে 

বাসায় অতিথি এলে ইন্টারনেট সংযোগের জন্য তাদের ওয়াইফাই পাসওয়ার্ডটি জানানোর প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। তবে পাসওয়ার্ড ভুলে গেলে বা কোথাও লিখে না রাখলে বিড়ম্বনায় পড়তে হয়। এ ছাড়া একাধিক অতিথি পাসওয়ার্ড বলার চেয়ে ডিভাইস থেকে শেয়ার করাই ভালো। আইওএস ও অ্যান্ড্রয়েড ডিভাইসে পাসওয়ার্ড শেয়ার করার সুবিধা রয়েছে। 

স্মার্টফোনে দ্রুত ও সহজে ওয়াইফাই পাসওয়ার্ড শেয়ার করার প্রক্রিয়াটি তুলে ধরা হলো। 

অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে ওয়াইফাই পাসওয়ার্ড শেয়ার করবেন যেভাবে 
অ্যান্ড্রয়েড ডিভাইসে ওয়াইফাই পাসওয়ার্ড শেয়ার করার জন্য ওয়াইফাইয়ের জন্য নির্দিষ্ট কিউআর কোড ব্যবহার করা যেতে পারে। সে জন্য যে ওয়াইফাই নেটওয়ার্কটির পাসওয়ার্ড শেয়ার করতে চান তার সঙ্গে নিজের ডিভাইসটি যুক্ত আছে নাকি তা প্রথমেই নিশ্চিত হতে হবে। এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন—

১.অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অপশনে প্রবেশ করুন। 
২. নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশনটি নির্বাচন করুন। এরপর ওয়াইফাই অপশনে ট্যাপ করুন। 
৩. এরপর ডিভাইসের সঙ্গে যুক্ত ওয়াইফাই নেটওয়ার্কটির ওপর ট্যাপ করুন। এর ফলে একটি কিউআর কোড দেখা যাবে। আর তা না হলে ওয়াইফাই নামের পাশে থাকা সেটিংস বাটনে ট্যাপ করুন। এরপর বাম পাশে থাকা শেয়ার বাটনে ট্যাপ করুন। ফলে ওয়াইফাই নেটওয়ার্কের নামসহ কিউআর কোড দেখা যাবে। 
৪. যে ডিভাইসের সঙ্গে ওয়াইফাই যুক্ত করতে চান সেটির ক্যামেরা কিউআর কোডটির দিকে তাক করুন। এর ফলে অতিথির ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে যাবে। 

অ্যান্ড্রয়েডের বিভিন্ন ডিভাইসে কিউআর কোডের কার্ডটিও বিভিন্ন হবে। কিছু ডিভাইসের কিউআর কোডের কার্ডের সঙ্গে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটিও লেখা থাকে। আবার কিছু কার্ডে সেটি থাকে না। 

আইওএস ডিভাইস থেকে ওয়াইফাই পাসওয়ার্ড শেয়ার করবেন যেভাবে 
আইওএস ১১ ও পরবর্তী সংস্করণের আইফোন, আইপ্যাড ও ম্যাক ডিভাইসের পাসওয়ার্ড শেয়ারের জন্য সহজ অপশন যুক্ত করেছে অ্যাপল। আইফোন থেকে পাসওয়ার্ড শেয়ারের জন্য উভয় ডিভাইসে ওয়াইফাই ও ব্লুটুথ চালু রাখত হবে। সেই সঙ্গে যে ডিভাইসের সঙ্গে পাসওয়ার্ড শেয়ার করবেন তাদের ব্যক্তিগত হটস্পট বন্ধ রয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। 

 ১. প্রথমেই অতিথির ডিভাইসে সেটিংস থেকে ওয়াইফাই অপশনে যেতে হবে। এরপর ডিভাইসে প্রদর্শিত ওয়াইফাই তালিকা থেকে আপনার ফোনের ওয়াইফাই নেটওয়ার্কটি নির্বাচন করতে হবে। 
২. এখন আপনার ফোনে পাসওয়ার্ড শেয়ারের অনুমতি নেওয়ার জন্য একটি পপ আপ নোটিফিকেশন আসবে। এরপর শেয়ার পাসওয়ার্ড বাটনে ট্যাপ করুন। 
৩. এর ফলে স্বয়ংক্রিয়ভাবে অতিথির ফোনের ওয়াইফাই নেটওয়ার্কটি যুক্ত হয়ে যাবে। 

তথ্যসূত্র: দ্য ভার্জ

সৌরবিদ্যুতে চলবে ল্যাপটপ, রিচার্জ হবে ঘরের আলোতেও

এআই খাতে ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে চীনা অনার

শিশুদের জন্য কতটা নিরাপদ টিকটক, তদন্ত করছে যুক্তরাজ্য

হোয়াটসঅ্যাপে চ্যাটথ্রেড ও মেসেজ পিন করবেন যেভাবে

আবুধাবি থেকে দুবাই যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে উড়ন্ত ট্যাক্সি

মেটার গোপন তথ্য ফাঁস করায় ২০ কর্মী বরখাস্ত

হোয়াটসঅ্যাপে রমজানের স্টিকার পাঠাবেন যেভাবে

চ্যাটজিপিটির মতো অ্যাপ আনছে মেটা এআই

২০ বছর পর বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

ভারতে কম্পিউটার গেমারদের ৪৪ শতাংশ নারী, ডেভেলপার মাত্র ১২ শতাংশ