অনলাইন ডেস্ক
ছোট দৈর্ঘ্যের ভিডিও পোস্টের জন্য ইউটিউবে রয়েছে ‘শর্টস’ ফিচার। এই ফিচারর জনপ্রিয়তা ক্রমাগত বেড়ে যাওয়ায় ভিডিওর সময় ৬০ সেকেন্ড থেকে বাড়িয়ে ৩ মিনিট করল গুগল। এই দীর্ঘ কনটেন্টের মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটররা নিজেদের সৃজনশীলাতা আরও ভালোভাবে প্রকাশের সুযোগ পাবে।
এক ব্লগ পোস্টে ইউটিউব বলছে, শর্টসের সময় বাড়ানোর জন্য বারবার অনুরোধ করেন ক্রিয়েটররা। তবে নতুন ফিচারটি ১৫ অক্টোবরের আগে আপলোড করা ভিডিওগুলোকে প্রভাবিত করবে না।
শর্টস ভিডিওর সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তটি ক্রিয়েটরদের প্রতিক্রিয়া এবং অন্যান্য প্ল্যাটফর্মের শর্ট-ফর্ম কনটেন্টের সময় বাড়ানোর ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে।
প্ল্যাটফর্মটিতে ৩ মিনিটের ভিডিও তৈরি করার অনুমতি দিয়ে ইউটিউব আরও সৃজনশীল এবং ভিন্ন ধরনের কনটেন্ট নির্মাতাদের আকৃষ্ট করতে চায়। এই পরিবর্তন ক্রিয়েটরদের বড় গল্প বলার সুযোগ দেবে।
উল্লেখ্য, বর্তমানে ইউটিউবে এক মিনিট বেশি সময়ের যেকোনো ভিডিও স্বয়ংক্রিয়ভাবে বড় ফরম্যাট ভিডিও হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়। ১৫ অক্টোবরের পর নতুন যেকোনো ভিডিও তিন মিনিটের মধ্যে থাকলেই তা স্বয়ংক্রিয়ভাবে শর্ট হিসেবে প্রকাশ পাবে। ভিডিওটি বর্গাকার বা উল্লম্ব অ্যাসপেক্ট রেশিওতে আপলোড করা হোক না কেন তা শর্টস হিসেবেই আপলোড হবে।
১৫ অক্টোবরের আগে আপলোড করা ৩ মিনিটের ভিডিওগুলো বড় ভিডিওর আয়ের মডেল অনুসরণ করে আয় করবে। আর ১৫ অক্টোবরের পরে আপলোড করা ৩ মিনিটের মধ্যে থাকা ভিডিওগুলো শর্টস আয় মডেলের মাধ্যমে মোনেটাইজ করা যাবে।
শর্টসের সময় বাড়ানো একটি উল্লেখযোগ্য সংযোজন হলেও ব্যবহারকারীরা বর্তমানে ইউটিউব মোবাইল অ্যাপের শর্টস ক্যামেরা ব্যবহার করে ৩ মিনিটের শর্টস তৈরি করতে পারবে না। তবে ইউটিউব স্টুডিও বা তাদের ডেস্কটপ বা মোবাইল অ্যাপ ব্যবহার করে তিন মিনিটের শর্টস আপলোড করতে পারবেন।
ইউটিউব শর্টসকে টিকটকের বিকল্প হিসেবে প্রচার করছে। সেই সঙ্গে টিকটকের মতো ফিচার যোগ করছে এবং ছোট ফরম্যাট কনটেন্ট তৈরির জন্য উৎসাহিত করতে ক্রিয়েটরদের ওপর বিনিয়োগ করছে। তবে কিছু ব্যবহারকারী টিকটক মতো কনটেন্টের চেয়ে বড় দৈর্ঘ্যের ভিডিও দেখতে বেশি আগ্রহী। এ জন্য ‘শো ফিউআর শর্টস’ অপশন যুক্ত করার ঘোষণা দিয়েছে ইউটিউব, যা ব্যবহারকারীর হোম ফিডে শর্টস ভিডিওগুলো সংখ্যা সাময়িকভাবে কমিয়ে দেবে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ