হোম > প্রযুক্তি

নেটফ্লিক্স গেম খেলা যাবে টিভি, উইন্ডোজ, ম্যাকেও

ভিডিও স্ট্রিমিংয়ের বিশ্বের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। এর মোবাইল অ্যাপে গেম খেলার সুযোগ আছে। এবার সেই সুযোগের পরিধি বাড়ছে। টিভি ও কম্পিউটারেও এই সুযোগ আসছে বলে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।

কোম্পানির গেম বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইক ভারদুর ব্লগ পোস্টকে উদ্ধৃত করে রয়টার্স বলছে, কিছু টিভি ও কম্পিউটার ডিভাইসে গেমের বেটা ভারসন নিয়ে পরীক্ষা-নীরিক্ষা চালাচ্ছেন।

প্রতিবেদনে বলা হয়, নেটফ্লিক্স কানাডা ও যুক্তরাজ্যে সীমিত আকারে বেটা টেস্ট করছে। গতকাল থেকে নির্দিষ্ট টিভিতে নেটফ্লিক্সের গেম পাওয়া যাচ্ছে। আগামী সপ্তাহে নেটফ্লিক্স ডট কম সমর্থিত উইন্ডোজ ও ম্যাকের ব্রাউজারেও গেমগুলো চালু করা হবে। 

প্ল্যাটফর্মটি ২০২১ সালের নভেম্বর মাস থেকে স্মার্টফোনে গেমের সুবিধা চালু করে। এর আগে শুধুমাত্র অ্যাপল ও এনড্রয়েড ফোনে এই সুবিধা পাওয়া যেত।

প্রাথমিকভাবে নাইট স্কুল স্টুডিওর ‘অক্সেনফ্রি’, ‘এ নেটফ্লিক্স গেম স্টুডিও’ ও ‘মোলহিউস মাইনিং অ্যাডভেঞ্চারের’ মত গেমগুলোর বেটা টেস্ট করা হবে।

এসব গেম ব্যবহারকারীরা স্মার্টফোনের মাধ্যমে টিভিতে ও নেটফ্লিক্স ডট কমে গিয়ে কিবোর্ড ও মাউসের সাহায্যে উইন্ডোজ ম্যাকে খেলতে পারবেন।

ভারদুর আশা, বিভিন্ন ডিভাইসে গেম যোগ করার ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসব গেম খেলা সহজ হবে। নেটফ্লিক্স বলছে, নির্বাচিত কিছু ডিভাইসে এসব গেম কাজ করবে। প্রাথমিকভাবে এসব গেমের অংশীদার হবে অ্যামাজন ফাইয়ার টিভি স্ট্রিমিং মিডিয়া প্লেয়ার, গুগল টিভির ক্রোমকাস্ট ও রকু ডিভাইস।

এ বছরের শেষ দিকে ৪০টিরও বেশি গেম বাজারে ছাড়া হবে বলে নেটফ্লিক্স গত মার্চে ঘোষণা দেয়। আরো ৭০টি গেম অংশীদার কোম্পানির সঙ্গে মিলে তৈরির প্রক্রিয়ায় আছে। এছাড়া ইন-হাউস গেম স্টুডিওতে তৈরি হচ্ছে ১৬টি গেম।

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের