হোম > প্রযুক্তি

স্লিপ টাইমার ও মিনি প্লেয়ারসহ একাধিক ফিচার চালু করল ইউটিউব 

ব্যবহারকারীদের জন্য বেশ কয়েকটি নতুন ফিচার এনেছে ইউটিউব। প্ল্যাটফর্মটিতে স্বাচ্ছন্দ্যে ভিডিও দেখার জন্য এতে মিনি প্লেয়ার যুক্ত হচ্ছে। সেইসঙ্গে ভিডিওর গতি পরিবর্তন, স্লিপ টাইমার সেট করা, বন্ধুদের সঙ্গে প্লেলিস্ট শেয়ার করার নতুন ফিচারও চালু করেছে ইউটিউব।

এক ব্লগ পোস্টে ইউটিউব বলছে, নতুন ফিচারগুলো ওয়েব, মোবাইল, টিভি ও ইউটিউব মিউজিক সংস্করণে পাওয়া যাবে। নতুন আপডেটের মাধ্যমে ইউটিউব ভিডিওর গতি আরও সূক্ষভাবে পরিবর্তন করা যাবে। ভিডিও প্লেব্যাক গতি দশমিক ২৫-এর বদলে দশমিক শূন্য ৫ সেকেন্ড নির্ধারন করা যাবে।

ভিডিও সেটিংস থেকে স্লিপ টাইমারও চালু করা যাবে। এ সুবিধা কাজে লাগিয়ে ১০,১৫, ২০,৩০, ৪৫ ও ৬০ মিনিট পর্যন্ত স্লিপ টাইমার নির্ধারণ করা যাবে। নির্ধারিত সময় শেষে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে ইউটিউব ভিডিও বন্ধ হয়ে যাবে। ভিডিও দেখতে দেখতে বা গান শুনতে শুনতে যাদের ঘুমিয়ে যাওয়ার অভ্যাস রয়েছে ফিচারটি তাদের বেশ কাজে দেবে।

বন্ধুদের সঙ্গে যৌথভাবে ভিডিও প্লেলিস্ট বা পছন্দের ভিডিওর তালিকা তৈরির সুযোগও চালু করেছে ইউটিউব। কলাবরেটিভ প্লেলিস্ট নামের ফিচারটি কাজে লাগিয়ে কিউআর কোড বা লিংকের মাধ্যমে যৌথভাবে প্লেলিস্ট তৈরি করা যাবে।

এসব প্লেলিস্টের থাম্বনেইলও কাস্টমাইজ করা যাবে। ফোনের গ্যালারি থেকে কোনো ছবি দিয়ে বা জেনারেটিভ এআইয়ের মাধ্যমে তৈরি ছবি দিয়ে এই থাম্বনেইল পছন্দমতো সাজানো যাবে। এই বছরের শেষের দিকে প্লেলিস্টের ভিডিওগুলোতে ভোট দেওয়ার সুযোগও দেয়া হবে।

এছাড়া ইউটিউব মোবাইল অ্যাপে মিনিপ্লেয়ারও যুক্ত করা হবে। এটি আপনি স্ক্রিনের বিভিন্ন জায়গায় সরাতে পারবেন এবং সাইজ পরিবর্তন করা যাবে।

ইউটিউব এবং ইউটিউব মিউজিক মোবাইল অ্যাপে ‘ইউনিক-টু-ইউটিউব মাইলস্টোন’ নামে নতুন ব্যাজ চালু করা হচ্ছে। কোনো শিল্পীর শীর্ষ শ্রোতা বা একটি চ্যানেলের প্রথম পেইড সদস্য হওয়ার মতো বিষয় উদ্যাপন করার জন্য ব্যবহারকারীদের নামের পাশে এই ব্যাজ থাকবে।

ল্যান্ডস্কেপ মোডে আরও ভালো ব্রাউজিংয়ের জন্য আইওএস ব্যবহারকারীদের জন্য টেক্সট এবং থাম্বনেইলের সাইজ পরিবর্তনের মতো কিছু সংশোধন আসবে। ২০২৪ সালের শেষের দিকে আইফোনের ইউটিউব অ্যাপে এই পরিবর্তন দেখা যাবে।

নতুন ফিচারগুলো পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।

তথ্যসূত্র: দ্য ভার্জ

বিবিএসের জরিপ: ইন্টারনেটের আওতার বাইরে দেশের ৪৪% পরিবার

ডিজিটাল রূপান্তর মানে শুধু অ্যাপ নয়, রাষ্ট্রের ভিত্তি পুনর্গঠনের প্রক্রিয়া: ফয়েজ আহমদ তৈয়্যব

৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির সাশ্রয়ী ফোন আনল রিয়েলমি

এআইকে ব্যক্তিগত অর্থ উপদেষ্টা বানালেন ২৭ বছরের এই সিইও

চর্চা ‘লার্নিং থ্রো প্র্যাকটিস’ধারণাকে প্রাধান্য দেয়

মিরর ব্যাকটেরিয়া কি আধুনিক পৃথিবীর নতুন মারণাস্ত্র

অনলাইনে কেনাকাটার নিরাপদ উপায়

গুগলের নতুন ফিচার: সাধারণ হেডফোনই হবে রিয়েল–টাইম অনুবাদক

ডিজিটাল উদ্যোক্তা প্রকল্প: পাঁচ বছরে অর্ধেক কাজ, ব্যয় বাড়ল ১৭৮ কোটি

যুক্তরাষ্ট্রে মাকে হত্যার পর ছেলের আত্মহত্যা, চ্যাটজিপিটির বিরুদ্ধে অভিযোগ পরিবারের