Ajker Patrika
হোম > প্রযুক্তি

হ্যাকারদের চোখ উইন্ডোজ-১১–এর দিকে

প্রযুক্তি ডেস্ক

হ্যাকারদের চোখ উইন্ডোজ-১১–এর দিকে

উইন্ডোজ-১১ হ্যাকের জন্য নানা কৌশল কাজে লাগাচ্ছে হ্যাকাররা। মাইক্রোসফটের আপডেটেড সব ফিচারের সমন্বয় উইন্ডোজ-১১। অ্যান্ড্রয়েড অ্যাপও ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে এই অপারেটিং সিস্টেমে। ফলে মানুষ উইন্ডোজ-১১–এর স্টার্ট মেনুসহ অভ্যন্তরীণ সেটআপ নিয়ে বেশ আগ্রহী হয়ে উঠেছে। এই আগ্রহ থেকে উইন্ডোজ-১১ বেটা সংস্করণ অনেকেই ডাউনলোড করছেন।

এ বিষয়ে মাইক্রোসফট এক বিবৃতিতে জানিয়েছে, উইন্ডোজ-১১ বেটা সংস্করণ ডাউনলোড আগের চেয়ে বেড়েছে। এই সুযোগকে নানাভাবে কাজে লাগাচ্ছে হ্যাকাররা। তারা উইন্ডোজ-১১–এর নকল ডাউনলোড লিংক তৈরি করে ছড়িয়ে দিচ্ছে। যেসব মানুষ না বুঝে এসব লিংক থেকে ডাউনলোড করছেন, তাঁদের বিপদে পড়ার আশঙ্কা রয়েছে।

কম্পিউটারের জন্য অ্যান্টিভাইরাস প্রস্তুতকারক বেশ কিছু প্রতিষ্ঠানের প্রতিবেদনে বলা হয়েছে, উইন্ডোজ-১১ ডাউনলোডের পরিমাণ বৃদ্ধির কারণে কম্পিউটারগুলোতে অ্যাডওয়্যার এবং সেই সম্পর্কিত ম্যালওয়্যারের সংখ্যা অনেক বেড়েছে। হ্যাকাররা ব্যবহারকারীদের কাছে উইন্ডোজ-১১ এর ইনস্টলার লিংক সরবরাহ করছে। পাশাপাশি প্রতিশ্রুতি দিচ্ছে, এই লিংকের সাহায্যে উইন্ডোজ-১১ ইনস্টল করতে গেলে মাইক্রোসফট-এর ইনসাইডার টেস্টিং বাইপাস করা যাবে। আর এই উইন্ডোজ-১১ কেউ ইনস্টল করলে হ্যাকারদের অধীনে চলে যাচ্ছে ব্যবহারকারীর কম্পিউটারটি।

মাইক্রোসফট-এর থ্রেট রিসার্চ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, মাইক্রোসফট উইন্ডোজ-১১ ডাউনলোড ও ইনস্টলের পদ্ধতি ব্যবহারকারীদের জন্য খুবই সহজ করে দিয়েছে। তারপরও অনেকেই অন্য সোর্স থেকে উইন্ডোজ-১১ ডাউনলোড ও ইনস্টল করছেন। ফলে হ্যাকারদের কাজ আরও সহজ হয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে একমাত্র মাইক্রোসফট-এর ওয়েবসাইট থেকেই উইন্ডোজ-১১ ডাউনলোড ও ইনস্টল করার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি। যদি কোনো কারণে ব্যবহারকারীর কম্পিউটারে তা ডাউনলোড বা ইনস্টল না হয়, সে ক্ষেত্রে অপেক্ষা করতে হবে। কারণ, শিগগিরই সবার জন্য উইন্ডোজ-১১ ডাউনলোডের লিংক উন্মুক্ত করে দেওয়া হবে।

পানিরোধী স্মার্টফোন রিয়েলমি সি৭৫, কম দামে অনন্য ফিচার

যুক্তরাজ্যে এআই কপিরাইট আইনের প্রতিবাদে ১ হাজার শিল্পীর অ্যালবাম প্রকাশ

বিনা মূল্যে ব্যবহার করা যাবে মাইক্রোসফট অফিস

টানা ৮ বছর সফটওয়্যার আপডেট মিলবে অ্যান্ড্রয়েড ফোনে

গুগল মেসেজে পাঠানো যাবে এইচডি ছবি

জালিয়াতিতেও ব্যবহৃত হচ্ছে চ্যাটজিপিটি, অনেক অ্যাকাউন্ট নিষিদ্ধ করল ওপেনএআই

হোয়াটসঅ্যাপে লেখার সৌন্দর্য বাড়াবেন যেভাবে

রমজান মাসে প্রযুক্তির ব্যবহার

যে গ্রামের প্রায় সবাই ইউটিউবার

ভূমিকম্প প্রতিরোধে প্রযুক্তির ব্যবহার