Ajker Patrika
হোম > প্রযুক্তি

অ্যান্ড্রয়েড ফোনের ভলিউম প্যানেলের নতুন নকশা ফাঁস

অনলাইন ডেস্ক

অ্যান্ড্রয়েড ফোনের ভলিউম প্যানেলের নতুন নকশা ফাঁস

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য অপারেটিং সিস্টেমের পরবর্তী আপডেট চালু হতে এখনো কয়েক মাস বাকি থাকলেও এর কিছু নতুন ফিচার ইতিমধ্যেই ফাঁস হয়েছে। এবার অ্যান্ড্রয়েড ১৫ আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনের ভলিউম প্যানেলের নকশায় পরিবর্তন আসতে পারে। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদক মিশাল রহমান বলেন, অ্যান্ড্রয়েড ১৫ এর মাধ্যমে স্মার্টফোনের সমস্ত ফিচারকে  ম্যাটেরিয়াল ইউ (গুগলের ডিজাইন ল্যাংগুয়েজ) স্ট্যান্ডার্ডে আনা হতে পারে। ২০২১ সালে অ্যান্ড্রয়েড ১২ এর মাধ্যমে এই ডিজাইন ল্যাংগুয়েজ প্রথম উন্মোচন করা হয়। এরপর থেকেই গুগল বিভিন্ন অ্যাপ ও ফিচারে এই ডিজাইন ল্যাংগুয়েজ যুক্ত করেছে। আর প্রতিবেদকের মতে ভলিউম প্যানেল এর নকশা পরিবর্তন ম্যাটেরিয়াল ইউয়ের নতুন সংযোজন। 

বর্তমানে অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোর ভলিউম বাটনে প্রেস করলে স্ক্রিনের ভলিউম প্যানেলগুলোয় কিছু ফিচার দেখা যায়। এই নকশায় মিডিয়া, কল, রিং, নোটিফিকেশন ও অ্যালার্মের জন্য চিকন স্লাইডার (আঙুল দিয়ে নিচে ওপরের দিকে ভলিউম বাড়ানো কমানোর ফিচার) দেখা যায়। এ ছাড়া সাউন্ড ও ভাইব্রেশনের জন্য স্লাইডারের পাশে আইকোন দেখা যায়। 

তবে নতুন নকশায় ভলিউম প্যানেলের স্লাইডারের কিছু পরিবর্তন নিয়ে আসা হবে। এসব পরিবর্তন অ্যান্ড্রয়েড ১৫ এর ডেভেলপার প্রিভিউ ২ সংস্করণে দেখা গিয়েছে। তবে এটি এখনো বেটা সংস্করণে দেখা যায়নি। 

অ্যান্ড্রয়েড ১৫ এর ডেভেলপার প্রিভিউ ২ সংস্করণে নতুন ভলিয়ম প্যানেল দেখা গিয়েছে। ছবি: ডিজিটাল ট্রেন্ডস অ্যান্ড্রয়েড ১৫ এর নতুন ভলিউম স্লাইডারগুলো আরও মোটা হবে এবং এর আকার ওষুধের খোলসের আকৃতি। মিডিয়া স্লাইডারের পাশে একটি বাটন থাকবে। এতে ট্যাপ করলে মিডিয়া স্লাইডারগুলো একটি একক প্যানেলে পরিণত হবে। বাটনটিতে আবার ট্যাপ করলে বিস্তৃতভাবে অপশনগুলো দেখা যাবে। 

অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদনে একটি ছবি শেয়ার করা হয়। নতুন নকশায় ওপরের লেবেলটিকে দেখা যাবে না। এর পরিবর্তনে অডিও আউটপুটের একটি আইকোন রয়েছে। বাইরের কোনো স্পিকারে কোনো অডিও বাজানো না হলেও এই আইকোন দেখা যাবে। এর অর্থ হল–ডিভাইসটি নিজেই অডিওটি বাজাচ্ছে। কোনো স্ট্রিমিংয়ের ভলিউম পরিবর্তন করার সময় এর সঙ্গে টেক্সট গুলোও সার্বক্ষণিক দেখা যাবে। অ্যান্ড্রয়েড ১৫ এর স্ট্যাবল সংস্করণে ভলিউম প্যানেলটি দেখা যেতে পারে। 
 
তথ্যসূত্র : গ্যাজেটস ৩৬০

পানিরোধী স্মার্টফোন রিয়েলমি সি৭৫, কম দামে অনন্য ফিচার

যুক্তরাজ্যে এআই কপিরাইট আইনের প্রতিবাদে ১ হাজার শিল্পীর অ্যালবাম প্রকাশ

বিনা মূল্যে ব্যবহার করা যাবে মাইক্রোসফট অফিস

টানা ৮ বছর সফটওয়্যার আপডেট মিলবে অ্যান্ড্রয়েড ফোনে

গুগল মেসেজে পাঠানো যাবে এইচডি ছবি

জালিয়াতিতেও ব্যবহৃত হচ্ছে চ্যাটজিপিটি, অনেক অ্যাকাউন্ট নিষিদ্ধ করল ওপেনএআই

হোয়াটসঅ্যাপে লেখার সৌন্দর্য বাড়াবেন যেভাবে

রমজান মাসে প্রযুক্তির ব্যবহার

যে গ্রামের প্রায় সবাই ইউটিউবার

ভূমিকম্প প্রতিরোধে প্রযুক্তির ব্যবহার