হোম > প্রযুক্তি

গুগল বার্ডের নির্বাচন নিয়ে প্রশ্নের উত্তরের ক্ষমতা সীমিত হচ্ছে 

অনলাইন ডেস্ক

গুগল চ্যাটবট বার্ড ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সার্চে নির্বাচন সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা সীমিত করবে অ্যালফাবেট। যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গত মঙ্গলবার কোম্পানিটি জানিয়েছে। রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

অ্যালফাবেট বলছে, ২০২৪ সালের শুরু থেকেই কার্যকরের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি ভারত ও দক্ষিণ আফ্রিকাসহ বেশ কয়েকটি দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

টেক জায়ান্টটি বলছে, ভোটারদের নির্বাচন সম্পর্কিত সেবা দেওয়ায় এবং প্রচারণায় সহায়তার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেমন ভূমিকা পালন করবে, তা তীক্ষ্ণ নজর রাখবে অ্যালফাবেট।

রাজনৈতিক প্রচারণা ও অন্যান্য নিয়ন্ত্রিত খাতের বিজ্ঞাপনে জেনারেটিভ এআই বিজ্ঞাপন টুল ব্যবহার বন্ধ করা হচ্ছে বলে গত নভেম্বরে মেটা জানায়। এআই বা অন্য কোনো ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে ফেসবুক বা ইনস্টাগ্রামে রাজনৈতিক, সামাজিক বা নির্বাচনসংক্রান্ত বিজ্ঞাপনগুলো পরিবর্তন বা তৈরি করলে তা মেটাকে জানাতে হবে।  

মেটা বিধিনিষেধ আরোপ করলেও কিছুটা উল্টো পথে হাঁটছে ইলন মাস্কের সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্স (টুইটার)। ২০১৯ সাল থেকে এই প্ল্যাটফর্মে রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ থাকলেও গত আগস্টে নতুন করে যুক্তরাষ্ট্রের প্রার্থী ও রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক বিজ্ঞাপন দেওয়ার অনুমতি দেওয়ার কথা জানানো হয়। যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে নিরাপত্তা ও নির্বাচনী দলের পরিধি বাড়ানো হবে বলে এক্স জানিয়েছে।

মাস্কের এই প্ল্যাটফর্ম নিয়ে তদন্ত করছে ইউরোপীয় ইউনিয়ন। ভুল তথ্য ছড়ানোর কারণে বিশ্বের অনেক সরকার এআই নিয়ন্ত্রণে একজোট হচ্ছে।

রাজনৈতিক বিজ্ঞাপনে ছবি বা অডিওর ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট ঘোষণা দেওয়া গত সেপ্টেম্বরে বাধ্যতামূলক করেছে গুগল।

২০৩০ সালের মধ্যে ৬০ লাখ আইটি পেশাদার তৈরি করবে সরকার

চলতি বছরে শক্তিশালী ব্যাটারি প্রযুক্তি নিয়ে আসবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ফুঁ দিয়ে গরম কফি ঠান্ডা করে দেবে এই বিড়াল রোবট

এক্সের অ্যালগরিদম সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন

যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ হবে, তবু বিক্রিতে রাজি নয় টিকটক

সরকারি কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে রুশ হ্যাকারদের নয়া কৌশল

ফেসবুক প্রোফাইলে মিউজিক যুক্ত করবেন যেভাবে

স্যামসাংয়ের মিড রেঞ্জ ট্যাবের চিপসেট সম্পর্কে যা জানা গেল

সার্চ ইঞ্জিনের বাজারে আধিপত্য কমল গুগলের, মাইক্রোসফটের শেয়ার বাড়তি

ইউরোপীয় ইউনিয়নের ফ্যাক্টচেকিং আইন মানবে না গুগল

সেকশন